নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে খুব অসুখী মনে হয়।
ভাবি, আত্মহত্যা মহাপাপ না হলে
সেরে ফেলতাম অনেক আগেই।
রাস্তায় নামি।
ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষদের দেখি।
কোন হাসপাতালের জরুরী বিভাগে যাই।
মুহূর্তে কিভাবে সুন্দর মুখ গুলো কালো বর্ণ হয়ে যায়।
মৃত্যুর প্রস্তুতি কত কঠিন।
সেখানে আড়মোড়া ভাঙ্গে তীব্র যন্ত্রণার চিৎকারে।
শঙ্কায় কাটে প্রতিটি মুহূর্ত।
ডাক্তারের একটি রিপোর্ট
হাজার স্বপ্নকে মুহূর্তে ধুলিস্বাত করে দিচ্ছে,
যারা দুচোখে আকাশ দেখতো।
হিংসার বলি হয়ে যাওয়া শরীর গুলো দেখি।
হয়তো একটু আগেই;
বাড়ি ফেরার কথা বলছিল মায়ের সাথে।
কিন্তু ঝলসে গেছে তার বাড়ি ফেরার স্বাদ।
চোখের সামনেই সব দেখি।
সিদ্ধান্তে পৌছাই...
আমি তাদের চেয়ে ভালো আছি।
©somewhere in net ltd.