নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গানঃ অসময়
শিল্পিঃ অঞ্জন দত্ত
অ্যলবামঃ অসময়
সালঃ ২০০০
সেই মন প্রাণ খুলে গল্প করার দিন শেষ
শুধু তারাহুরো করে যদি কিছু কথা বলে ফেলা যায়
সময় যা ছিল হাতে সবটাই আজ শেষ
পরে আছে শুধু আজস্র অসময়
তাই হলদে পাখিরা এই শহরে আর ফিরে আসেনা
শুধু বেড়ে চলে ডিজেলের ধোঁয়া রাস্তায়
সেই ল্যাংটা ছেলের দল ফুটপাত ঘিরে আর হাসেনা
বেড়ে গেছে রাতারাতি বয়স অসময়
তাই বৃষ্টি নামলে পরে মন আর জুড়িয়ে যায়না
শুধু চ্যাঁপ চ্যাঁপ কাদা প্যাঁচ প্যাঁচে সংশয়
কারো মুখে আর কোন মিষ্টি হাসি মানায়না
তেতো হয়ে গেছে সব হঠাত অসময়
তাই কোনদিন যদি একা একা একা একা জানলার পাশে
কোন খয়েরি বিকাল বেলা কান্না পেয়ে যায়
নিয়ে কথার ছলে শেওলায় ভেঁজা গানটা আমার
ফিরে আসবো তোমার কাছে হঠাত অসময়
আজ বৃষ্টি নামবে বলে বেড়ে গেছে তারাহুড়ো সকলের
ভাসবেনা নীল কাগজের নওকো নালায়
আজ তারাহুড়ো করে গিয়ে ঘরের দরজাটা বন্ধ
ভেসে যাবে শরীর আবার অসময়
তাই স্যাঁতস্যাঁতে সকলের ঘরদোর চৌকাঠ
রোদের রঙ শুধু বদলায় আকাশের গায়
মনের ভেতরে সব হয়ে গেছে অকারন ফ্যাকাশে
বিস্বাদে ভরা চোখ দেখে যায় অসময়
তাই হলদে পাখিরা এই শহরে আর ফিরে আসেনা
শুধু বেড়ে চলে ডিজেলের ধোঁয়া রাস্তায়
সেই ল্যাংটা ছেলের দল ফুটপাত ঘিরে আর হাসেনা
বেড়ে গেছে রাতারাতি বয়স অসময়
তাই কোনদিন যদি একা একা একা একা জানলার পাশে
কোন খয়েরি বিকাল বেলা কান্না পেয়ে যায়
কথার ছলে এই গানটা তোমার কাছে
নিয়ে আসবো ফিরে হঠাত অসময়
আমি আসবো ফিরে হঠাত অসময়
আমি আসবো ফিরে সময় অসময়
নিয়ে আসবো ফিরে হঠাত অসময়
০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৫
আমি মিহু বলেছেন: যা লিখেছি তাই। শিল্পির না ও দিলাম দেখেন না?
২| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৮
হাসান মাহবুব বলেছেন: আমারও খুব প্রিয় গান। লিরিকটা অসাধারণতম। আমিও এই গানটি পোস্ট করেছিলাম ২০০৯ এ।
০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৩
আমি মিহু বলেছেন: আসলে অঞ্জন, নচিকেতা, সুমন, উনাদের গান আজীবনই নতুন থাকবে। আমি যতদিন আছি শুনেই যাবো।
©somewhere in net ltd.
১| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৮
মামুন ইসলাম বলেছেন: হুম............এটা কি ভাই গান না কবিতা ।