নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চায়ের কাপে ফূঁত্কারের পর,,
এক চুমুকেই শুষে নিই স্বাদ ।
মিলিয়ে যাই জলের কুষাশার ন্যায় ঘনঘটা আঁধারে,,
তবুও বার বার তা ফিরে আসে ।
অজান্তে পাওয়া জীবনের কাঁচাপাকা রাস্তায়,,
সুখ দুংখের মাকড়সার জাল ছড়িয়ে ছিটিয়ে,,
তাড়িয়ে দিই বিষের সমুদ্রের জল ,,
এক দন্ড প্রিয়ার সমুদ্রে ডুবে হারিয়ে যায় অনেক্ষন,,
তবুও কালা জল কালাজ্বর ফেলে যায় ।
পুস্তকের রাজ্যে অজানা শব্দ খুঁজি,,
চশমাআলা বিজ্ঞ ভাষা প্রভুর ন্যায় ।
এক শব্দে শতশত অর্থ তবুও জীবনের রূপ তারচেয়েও বেশি।
©somewhere in net ltd.