নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রাতের আকাশ দেখে ক্লান্ত হবোনা, কফি মগে ক্রিমের ছায়াপথ দেখে ও না, পিপড়ের ব্যাস্ত জীবন দেখে ও না, হঠাত কোন বই এর পাতায় কোন সুন্দর শব্দ দেখে ও না, শান্ত নির্জন রাতে দেয়ালে ঝুলে থাকা টিকটিকিটার ডাকার শব্দ শুনে ও না, মেঘের গ্রাম দেখে ও না, মাকরশার জাল দেখে ও না, চায়ের সুগন্ধে কিংবা শেষ চুমুকে ও না। কোন শিশুর ঠোঁটের উপর দুধের গোঁফ দেখে ও না। কুপের মুখে মাথা ঢুকিয়ে চিৎকার করে প্রতিধ্বনি শোনা, আকাশটা পরের গ্রামে গিয়েই মাটিতে লেগেছে ভেবে, ঘাস ফরিং এর পিছন ছুটে আমি ক্লান্ত হবোনা। হতে চাইনা।
©somewhere in net ltd.