নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নজরুল কিংবা জন লেননের স্বপ্ন আমিও দেখেছি
গেয়েছি জর্জ হ্যারিসনের Give me love,
Give me piece in earth গান।
সবাইকে এক ছাদনা তলায় আনার স্বপ্ন।
যেখানে থাকবো আমি, তুমি আর সে;
বিভেদ হীন সমাজের স্বপ্ন।
ক্ষুড়া হাত টা বাড়িয়ে দেয়ার সাহস হয়না
স্বীমাবদ্ধতার নির্মম কীট
আমার হাতকে কুড়ে কুড়ে খায়
রাত বিরাতে যখন তখন
রাস্তায় চলার সময়, চায়ের কাপ হাতে,
কিংবা ব্যাস্ত দুপুরে ফুটপাতে দাঁড়িয়ে
স্বপ্নে দেখা মুখ গুলোর দিকে চেয়ে থাকি নির্বাক
ফুটপাতের ময়লা চাদরের নিচের মুখ,
বৃষ্টিতে পলিব্যাগের টোপর পরা মুখ
শিশু, কিশোর, বৃদ্ধ সব বয়সী মুখ
দেখতে ওয়াকিং ডেড মনে তোমার কাছে।
রাস্তায়, বাসে, পার্ক সবখানে।
চোখের কোণে জল ও আসে।
মেকি নয় জানি, তবু অকপট বলতে পারিনা।
নিজের অক্ষমতার কাছে আমি পরাজিত।
এখন শুধু টানেলের শেষে একটু আলোর অপেক্ষা;
আমি না হয় পারলাম না, অন্য কেউ আনবে জানি।
©somewhere in net ltd.