নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক যাযাবর

আমি মিহু

আনাড়ি হাতের আনকোরা লেখক

আমি মিহু › বিস্তারিত পোস্টঃ

মলাটের নিচে

২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৫৬

তোমার T-Shirt এর বুকে
চে গুয়েভারার গোমড়া মুখ।
অথবা বব মার্লের চিৎকার করে
One love One heart বলে উঠার ছবি,
আর তোমার মনে বৈষম্যের কীটের বসত।
তোমার ঘরে ব্যাস্ত
ভীত সন্ত্রস্ত তরুনীর ক্লান্ত হাত।
অবিরত তাকে গ্রাস করে
তোমার লুলোপ দৃষ্টি।
তোমার ভয়ে সে তটস্ত থাকে;
সামান্য শুকনো পাতার মরমর শব্দকে ও
বাঘের গর্জন ভেবে ভুল করে।
কখনো বা তার ভিতরে বাড়তে থাকে
তোমার গুঁজে দেয়া ভ্রুন।
তোমার পরিচয়ের ডামাডোলে
তার পরিচয় ঢাকা পরে।
তোমার ঘরের সোফা, খাট,
ক্যাবিনেটের কোণায় কোণায়
তার আর্ত চিৎকার প্রতিধ্বনীত হয়।
তার উংকার গর্জনে নড়ে উঠে
তোমার সিলিং ফ্যান।
কখনো মলাটের ভিতরের তোমাকে
ধিক্কার দিও, যদি বুঝতে পারো যে,
তোমার পাপের বয়স বেড়ে গেছে।
কোন ঘুমহীন রাতে, গভীর চিন্তার ফাঁকে;
কপালের ভাঁজের মানে কি?
জিজ্ঞাসা করো নিজকে।
তোমার T-Shirt এর মৃত চে
আর মার্লে কে চেনার চেষ্টা করো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.