নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিটা সন্ধে যাচ্ছে এভাবেই
দেয়ালে পলেস্তেরা পরছে খসে
কাটা ভাঙা ঘড়িটা ১, ২, ৩
বারোটা ঘর বেড়াচ্ছে চসে
আরসোলা, আর ছাড়পোকা ঘেরা জীবন
ওয়ারড্রোবে জমানো কাপড়ে
ছত্রাক পরে পরে প্রায় সাদা
চৌরাস্তায় ধুলোর সাগর
তবু হাটতে গেলে লাগছে কাঁদা
শুকনো গলায় কাক ডেকে যায় সারাক্ষন
উঁইপোকারা ভির করেছে খাটের তলায়
ঝিঝিপোকারা ডাকছে দিবারাতি
জীবনের বাকি রসটুকু চুসে
পিপড়েরা করছে চুড়ুইভাতি
এতকিছুর ভিড়ে থেকেও আমি যেন নির্জন।
২| ০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১
আমি মিহু বলেছেন: হে হে হেই হে হে হে হেই হে (উডি উড পেকার)
৩| ০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৭
অগ্নি সারথি বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: দার্শনিক বার্তা! - আমারো সিরাম ই ঠেকল।
০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৬
আমি মিহু বলেছেন:
©somewhere in net ltd.
১| ০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩
গেম চেঞ্জার বলেছেন: দার্শনিক বার্তা!