নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উঠে যাওয়া সিড়ি, টিমটিমে আলো
ছেড়া চটি জুতো ছেড়ে ফেলে রাখা তোমার দরজায়
দিন যায় দিন আনি, সবেধন টিউশনি
পদাবলি পাশে খুলে রাখা প্রথম পরযায়
হাটছে দিন কাটছে দিন তিন দিন সাপ্তাহিক
গুনছে দিন বুনছে দিন এন্টেনা তিন শালিক
যে অসুখ ছিল চোরাবালি দিয়ে ঢাকা
ও আমার মধ্যবিত্ত ভিরু প্রেম তোমার কাছে রাখা
০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪৮
আমি মিহু বলেছেন: আমার প্রিয় একটি গান
©somewhere in net ltd.
১| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৮
মাহবুবুল আজাদ বলেছেন: যে অসুখ ছিল চোরাবালি দিয়ে ঢাকা
ও আমার মধ্যবিত্ত ভিরু প্রেম তোমার কাছে রাখা ,, দারুণ লাগল।