নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক যাযাবর

আমি মিহু

আনাড়ি হাতের আনকোরা লেখক

আমি মিহু › বিস্তারিত পোস্টঃ

ফ্রান্সিস ব্যাকনের প্রবন্ধ সমগ্র (prologue)

০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৯

আজ থেকে ৫ বছর আগে এক বন্ধুর বাসায় খুব ছোট একটা বই পাই। মলাটে লেখা “ফ্রান্সিস ব্যাকনের প্রবন্ধ সমগ্র”
কয়েক লাইন পড়েই বইটার প্রেমে পড়ে যাই। ফিলোসোফির প্রতি আমার সব সময় একটা উইকনেস আছে। বই এর প্রতিটি লাইন আমাকে আকৃষ্ট করে ফেলে।

বন্ধুকে জিজ্ঞাসা করলাম বইটা কার, সে জানালো এটা তার রুম ম্যাটের। ঐ ভাইকে অনেক অনুরোধ করেও বইটা নেয়া গেলোনা। উনার কাছ থেকে কিনতে চাইলেও তিনি রাজি হলেন না। বই এর প্রকৃত দাম ৩৫ টাকা হলেও তাকে আমি ১০০ টাকা সেধেছিলাম। কিন্তু বুঝতে বাকি রইলোনা আমার কাছে যেমন তার কাছেও বইটা অমূল্য।

অনেক খুজেছি নীলক্ষেতে, বোই মেলায়, অনলাইনে। কোথাও পাইনি। অবশেষে হঠাত এক ভাই এর সাথে নীলক্ষেতে যাই উনার একটা কাজে। কথায় কথায় দোকানীকে জিজ্ঞাসা করি “ব্যাকনের প্রবন্ধের” বই এর কথা। উনি আমাকে একটা দোকানের ঠিকানা দিলে ওখানে গিয়ে বইটা কিনে ফেলি। বইটা পড়ছি কিছু দিন যাবত। সেই আগের মতই চরম আগ্রহ নিয়ে। আজো তার প্রতিটি লাইন সমান ভাবেই আমাকে আকৃষ্ট করে রেখেছে।

অনলাইনে আবার খুজলাম বাংলায় ফ্রান্সিস ব্যাকনের লেখা গুলো পাওয়া যায় কিনা। নাহ, এখন ও কেউ দেয়নি।
তাই আমিই সিদ্ধান্ত নিলাম এক এক করে সব গুলো প্রবন্ধ সামুতে লিখবো। কোন বই না পেলে এটা নিজে লিখে নেয়াই ভালো। আর এটাতো আরো সহজ। ফ্রান্সিস ব্যাকন লিখে গেছেন, আমি শুধু টাইপ করে আপলোড করবো।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৪

গেম চেঞ্জার বলেছেন: হ্যাঁঃ করেন আপলোড।

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৭

আমি মিহু বলেছেন: ধন্যবাদ

২| ০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

রুদ্র জাহেদ বলেছেন: আপলোড করুন।পড়তে চাই

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৮

আমি মিহু বলেছেন: ধন্যবাদ

৩| ০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

আরণ্যক রাখাল বলেছেন: ওঁর প্রবন্ধের একটা সংগ্রহ আমার কাছে আছে| পড়েছিও কয়েকটা| আগ্রহ জন্মায়নি এজন্য যে অনেক আগে বলে যাওয়ায় তার কথাগুলোই বিভিন্ন জনের লেখায় পেয়েছি, অনেক আধুনিকভাবে| আপনার প্রচেষ্টাকে সুধুবাদ জানাই

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৮

আমি মিহু বলেছেন: আমার কাছে ভালোই লাগে। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.