নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার জন্য আমার কাছে নেই
কোন গভীর কল্পনা প্রসূত কাব্য
যা আছে শুধু ডাস্টবিনে ছড়িয়ে থাকা
আবর্জনার মত কিছু ভাবনা
এই অগোছালো ভাবনাতেই তোমাকে ভাব্বো
আমার ক্ষুদ্র অভিধানে নেই
কোন গভীর ভাব ওয়ালা রোমান্টিক শব্দ।
আছে ভালো কিছু লিখতে গেলেই বানান ভুলের ভয়।
মূর্খ হাতের ছোঁয়ায়
কবিতা গুলো পায়না তাদের কাব্যিক রূপ
ভাবতে গেলেই দ্বিধা হয়
পাছে আবার হাজার বছরের
একঘেয়ে ভাবনা ভর করে।
যাতে শুধুই আমি কিংবা তুমির খেলা।
যেখানে ভালোবাসা শৃঙ্খলিত উপন্যাসের পাতায়
কিংবা কোন প্রেয়সীর ঠোঁটে
আমি বব মারলে
নচিকেতা, অঞ্জন, সুমন শুনে বেড়ে উঠেছি
ন্যাকা প্রেমে ডুবে থাকা কোন গান নয়;
বিপ্লব ছাড়া কিছুই ভাবিনি কখনো
তাই বলে আমার কথা গুলো কি চাপা থাকবে?
তাই ভেবেছিলাম লিখবো
দু এক কলম ভাবনায় মরিচা ধরার আগেই।
তবে আজ আর আনারী হাতের ভুল প্রকাশ করতে চাইনা।
এই ভাবনা গুলো অনুভূরতির শেলফেই থাক
শুধুই অগোছালো ভাবনা হিসেবে।
©somewhere in net ltd.