নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অঞ্জন দত্তের নতুন এলবামের গানের লিরিক্স।
১. ভগবান জানে
একটা বুড় গ্রামোফোন যার বাজনা কখনো থামেনা
একটা জোকার যার মুখে দেবড়ে গেছে হাসি
একটা হেরে যাওয়া সৈন্যের দল যারা হার মেনে নেয়না
আমি তাদের মতো তোমাকে ভালোবেসেছি
একটা রাজপুত্তুর যার মুকূট হাড়িয়ে গেছে
একয়াট বৃষ্টিতে ভেজা প্রথম প্রেমের চিঠি
একটা বদ্ধ মাতাল যে বাড়ি ফিরে যাবে
আমি তাদের মতো তোমাকে ভালোবেসেছি
শুধু পারিনি বুঝাতে এসব কথার মানে
শুধু দেখে গেছি তোমার দুঃখ আর ভয়
যদি ভগবান বেচে থাকে কোথাও কোন খানে
ভগবান জানে এটা শুধু গান নয়।
একটা কিংকং যে ধ্বংস করতে চায়না
একটা চঞ্চল ছটফটে নির্বাক ছবি
একটা সিনাত্রা যার গলা বসে গেছে
আমি তাদের মতো করে তোমাকে ভালবেসেছি
একয়াট মেঘের পিছনে লুকিয়ে কাঞ্চন জঙ্ঘা
একটা বধির বাচ্চার আবেগের হাত তালি
একটা হিজড়ে যার হঠাত পায় লজ্জা
আমি তাদের মতো করে তোমাকে ভালোবেসেছি
শুধু পারিনি বুঝাতে এসব কথার মানে
শুধু দেখে গেছি তোমার যন্ত্রনা আর ভয়
যদি ভগবান বেচে থাকে কোথাও কোন খানে
ভগবান জানে এটা শুধু গান নয়।
একটা চঞ্চল শরীর একদিন বুড়িয়ে যাবে
একটা দম দেয়া পুতুলের ফুরিয়ে যাবে ব্যাটারি
একটা রাজত্ব যার মেয়াদ ফুরোবে
আমি তাদের মতো করে তোমাকে ভালোবাসিনি
একটা পাহাড়ের চুড়োর উপরে একটা গুম্ফা
যার নেই কোন রাস্তা নেই কোন সিড়ি
শুধু আছে একজন যাকে পৌছুতে হবে
সেই একজন আর কেউ নয় সে আমি
আমি পারিনি বুঝাতে এসব কথার মানে
শুধু রয়ে গেলে তুমি একা অসহায়
যদি ভগবান বেচে থাকে কোথাও কোন খানে
ভগবান জানে এটা শুধু গান নয়।
©somewhere in net ltd.
১| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩২
বিজন রয় বলেছেন: ভাল।