নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক যাযাবর

আমি মিহু

আনাড়ি হাতের আনকোরা লেখক

আমি মিহু › বিস্তারিত পোস্টঃ

বাঙ্গালীর মুনশিয়ানাপূর্ণ মুসলমানিত্ব (আইরোনিক্যাল পোস্ট)

১৫ ই মে, ২০১৬ রাত ১০:০২


এক মুসলমানে ভাই এর দাওয়াতে সাড়া দেয়া আরেক মুসলমান এর জন্য ফরজ। তাই আমি যখনই কোন দাওয়াত পাই ছুটে যাই। আমাকে কেউ দাওয়াত দিলেই শুধু না আমি এমন অনেক দাওয়াতেও যাই যেখানে আমি বিন বুলায়ে মেহমান। তখন আমার হিন্দি একটা গান মনে পরে যায়। বেগানি শাদি মে আব্দুল্লাহ দিওয়ানা। আসলে গান গুলো খুবই বাস্তবিক। এবং অনেকটাই উপরের কথার সাথে মিলে। ফরজ আদায় করার জন্যই হয়তো আব্দুল্লাহ দিওয়ানা হয়।
কোন দাওয়াত না থাকলে আমি কোন কনভেনশন সেন্টার বা কমিয়্যুনিটি সেন্টারের সামনে পরিপাটি ভাবে গিয়ে দাঁড়িয়ে পরি। দেখে কেউ বুঝতেই পারেনা যে আমি আসলে এখানে নিতান্তই ফরজ আদায় করতে এসেছি। কেউ আমাকে ডাকেনি। তখন ভাবি হয়তো কোন এক অসুস্থ বোন এখানে আসার কথা ছিল যে অসুস্থতার জন্য আসতে পারেনি। কিংবা কোন ভাই যে হয়তো ব্যাস্ততার জন্য আসতে পারেনি। সেই ভাই বা বোনটির ফরজের কথা ভেবে আমি ঢুকে পরি। আমিও একজন মুসলিম। একজন মুসলিম ভাই এর অসম্পূর্ণ কাজকে আঞ্জাম দেয়া আমার ও দায়িত্ব। শুধু এটা ভেবে আমি খেয়ে আসি।
পেটের ক্ষুধা বড়না। কখনোই বড়না। এটা শুধু একজন মুসলিম হিসেবে আমার মুসলমানিত্ব রক্ষার প্রয়াস।
দাওয়াত সে যাই হোক, বউ কিংবা জামাই ভাত, শশুর কিংবা শাশুরি ভাত, দেবর মিংবা ভাবি ভাত, ননদ কিংবা শালী ভাত, পোলাউ ভাত আর নরমাল ভাত যাই হোক আমি চলে যাই। ভাত থাকলেই হলো। শত হোক আমি একজন প্র্যাক্টিসিং মুসলিম।
আর এক মুসলিম ভাই এর দাওয়াতে সাড়া দেয়া আরেক মুসলিম ভাই এর উপর ফরজ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.