নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সকালে ফজরের নামাযে যায়। তার সাথের জন যায়নি বা যায়না। সকালে দুজনেরই অফিস থাকে। দুজনকেই গোসল করে যেতে হয়। হঠাত আজ ট্যাংকে পানি নেই। নামাযী ব্যাক্তি অপর জনকে বলছে অফিসে যাওয়ার জন্যে আর গোসল করার জন্যে পাগল হও কিন্তু সকালে নামাযের জন্যে উঠোনা। আমি এটা আগেও দেখেছি।
এভাবে না বললেও হতো নাকি এটাই ঠিক পন্থা একজন কে নামাযের ব্যাপারে বলতে?
আপনি হলে কি করতেন?
০৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:০৫
আমি মিহু বলেছেন: আছে মোটামুটি। বাট অনেকটাই ফরমাল।
২| ০৫ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৩৭
নতুন নকিব বলেছেন:
''অফিসে যাওয়ার জন্যে আর গোসল করার জন্যে পাগল হও কিন্তু সকালে নামাযের জন্যে উঠোনা।''
-আন্তরিকতার কারনে হয়তো এরকম কথা বলা যায়। কিন্তু যথাসম্ভব ভালো কথা দিয়ে, আরও উত্তম উন্নত আচরন দিয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে।
৩| ০৫ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৫৫
মোস্তফা সোহেল বলেছেন: নকিব ভাইয়ের সাথে আমিও এক মত।
৪| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১৪
ওমেরা বলেছেন: নতুন নকিব ভাইয়াই আমার কথা বলেছেন ।
©somewhere in net ltd.
১| ০৫ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৩৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেরকম হৃদ্যতা থাকলে এভাবে বলতেই পারে। আর হৃদ্যতা একটু কম থাকলে ভালো মত বোঝাতে হবে...