নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনার সাথে যে ব্যাক্তির শেষ দেখা হয়েছিল ২০১৫ সালে সে যদি এখন আপনাকে দেখে বলে আরে তুই তো একটূও বদলাস নি, আপনি খুশি হবেন নাকি অখুশি?
মানুষ এটাকে কমপ্লিমেন্ট হিসেবে নেয়। আসলে পরিবর্তন না হওয়া মানে আপনি সেই আগের যায়গাতেই আছেন। কোন উন্নতি হয়নি। বরং এটা বললে খুশি হওয়া উচিত অনেক দিন পর যখন কেউ এসে বলে "আরে, তুমি তো একদমই বদলে গেছো
প্রতিদিন উন্নতি করতে হবে। কালকের আমি আর আজকের আমির মাঝে পার্থক্যই আমার উন্নতির দলিল। আসুন এটাকে গর্ব করার মতো বানাই।
"পরিবর্তন তখনই আসে যখন যখন একই রকম থাকার কষ্ট পরিবির্তন আনার কষ্টের চেয়ে বড় হয়"
টনি রবিন।
বদলাতে থাকুন, প্রতিদিন। নিজেকে বদলে এক নতুন মানুষে পরিনত করুন।
পরিবর্তন কে অবশ্যই স্বাগত জানানো উচিত যদি তা হয় পজিটিভ।
©somewhere in net ltd.