নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক যাযাবর

আমি মিহু

আনাড়ি হাতের আনকোরা লেখক

আমি মিহু › বিস্তারিত পোস্টঃ

প্যাশন

১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৬

কখন বুঝবেন যে আপনি আপনার প্যাশন খুজে পেয়েছেন?

১। যখন চাকরিতে আপনি এত ভালো লাগা পাবেন যে এটাকে আপনার শখ থেকে আলাদা করতে পারবেন না।
২। আপনি যা করবেন তাতেই উৎসাহ বোধ করবেন।
৩। সকালে এলার্ম বাজার আগেই আপনি উঠে যাবেন এটা করতে, আর সারা দিন এটা করলেও আপনার ক্লান্তি বোধ হবে না।
৪। কঠিন পরিশ্রম করতে পারবেন আর সময়ের কোন হিসেব থাকবে না।
৫। সামান্য অগ্রগতি ও আপনাকে অনেক আনন্দ দিবে।
৬। যখন ঘুম থেকে উঠেন আর ঘুমাতে যান আপনি তাই ভাববেন।
৭। আপনি হাল ছাড়েন না।
৮। এটা করার সময় আপনার মাথায় অন্য কিছু করার কথা থাকেই না।
৯। টাকা আপনার প্রাথমিক উদ্যেশ্য নয় (যদি টাকা উপার্যন আপনার প্যাশন না হয়)
১০। এটা করতে আপনাকে কেউ এসে বলা লাগে না। আপনার ভিতর থেকেই আগ্রহ আসে

#Quora থেকে বাংলা অনুবাদ করেছি।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩২

ওমেরা বলেছেন: ভাল লাগল ধন্যবাদ ।

২| ১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৪

শরীফুর রায়হান বলেছেন: ধন্যবাদ, একনও খুঁজে পেলাম না আমার প্যাশন

৩| ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৩

সালমান মাহফুজ বলেছেন: গুরুত্বপূর্ণ পোস্ট ।

১০ টা লক্ষ্মণের সবগুলোই কি থাকতে হবে ?

১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

আমি মিহু বলেছেন: সব গুলো লক্ষন সব ধরনের প্যাশনের সাথে যায় না। তবে কয়েকটা তো থাকবেই। এক সাথে দশ টা না থাকলেও বুঝা যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.