নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হ্যাল এলরড তার মিরাকল মর্নিং বই এ বলেছেন তিনি গবেষনা করে দেখেছেন যে, সফল লোকেরা দৈনিক ছয়টি কাজের একটি কাজ অন্তত করেন। এগুলাকে তিনি নাম দিয়েছেন SAVERS।
অর্থাৎ
এস = সাইলেন্স বা মেডিটেশন।
এ = এফার্মেশন
ভি = ভিজুয়ালাইজেশন বা নিজের স্বপ্ন গুলো ভাবা।
ই = এক্সারসাইজ বা বেয়াম করা। যে কোন সাধারন বেয়াম ও হতে পারে।
আর = রিডিং বা পড়া। যে কোন ভালো বই এর একটা চ্যাপ্টার পড়া।
এস = স্ক্রাইবিং বা লিখা। নিজের স্বপ্ন গুলো বা দৈনিক কি কাজ করতে হবে তা লিখে রাখা।
©somewhere in net ltd.
১| ১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৪১
মোঃ মঈনুদ্দিন বলেছেন: অসাধারণ! ভেরি ভেরি ইম্প্রেসিভ! ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য। লিখে চলুন সতত।।