নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি_একজন.মানুষ

আমি_একজন.মানুষ

আমি একজন মানুষ

আমি_একজন.মানুষ › বিস্তারিত পোস্টঃ

কাফির ফেরাউন-এর আরেকটা ছবি...

২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:০৮

কাফির ফেরাউন-এর আরেকটা নতুন ছবি পোষ্ট করলাম৷যে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিলো...

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:০৯

বিবর্ণ বলেছেন: ছবির সত্যতা কি?

২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:১৮

আমি_একজন.মানুষ বলেছেন: i don't know brother.but you can find it by searching in google image.type "FIRAON" in google image.

also you can visit the site "mysinglenotes.blogspot.com" (2007/05/historical photos)...(mysinglenotes.blogspot.com/2007/05/historical-photos.html)

২| ২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:১১

সব্যসাচী বলেছেন:
আগের ছবিটা আপনার পোস্ট থেকে দেখছিলাম।

২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:২১

আমি_একজন.মানুষ বলেছেন: আপনি লিঙ্ক টা দেখেছিলেন?

৩| ২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:১৩

আরিফ থেকে আনা বলেছেন: ধন্যবাদ

২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:২৩

আমি_একজন.মানুষ বলেছেন: আপনাকে ও ধন্যবাদ...

৪| ২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:১৪

আজহার ফরহাদ বলেছেন: শুধু ফেরাউনের হলেই হবে না। ফেরাউনতো বংশের নাম। ফেরাউন ২য় রামেসিস কীনা সেটা দেখতে হবে।

আমরা যে ফেরাউনকে মুসা'র প্রতিদ্বন্দী হিসেবে জানি তিনি এই ২য় রামেসিস।

২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:২৩

আমি_একজন.মানুষ বলেছেন: ভাই,আমি ইতিহাসে কাঁচা..আমি ছবিটা এক জায়গায় পেয়ে ভাবলাম সবার সাথে শেয়ার করি...

৫| ২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:২৩

প্রলয় হাসান বলেছেন: হঠাৎ দেখলে মনে হয় একটা কুকুরের ছবি।

৬| ২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:২৮

আমি_একজন.মানুষ বলেছেন: ভাই,একজন নিজেকে আল্লাহ বলে দাবি করলে তো তার পরিণাম এমন হবেই...তখন আল্লাহ সাথে সাথে পাপের শাস্তি দিয়ে দিতো৷আমরা হযরত মুহাম্মদ (সাঃ) এর উম্মতরা সাথে সাথে পাপের শাস্তি পাচ্ছিনা৷আমাদের শাস্তি হবে কেয়ামতের ময়দানে...

৭| ২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:৩৪

আজহার ফরহাদ বলেছেন: এইটা একটা আজাইরা কথা। আপনি কয়টা মমি দেখেছেন মানুষ?
ইতিহাসকে এভাবে বিকৃত করবেন না। আর এটাইযে কোরানে উল্লেখিত ফেরাউন তার কী প্রমাণ?

এরকম অসংখ্য মমি এখনো মিশরে মাটি খুঁড়ে অহরহ মেলে। মমির চেহারা এমনই হয়। এর সাথে আল্লাহকে স্বীকার আর অস্বীকারে কিছু যায় আসে না।

২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:৫২

আমি_একজন.মানুষ বলেছেন: ভাই,আমি ইতিহাস বিকৃত করছি না৷

এটাই যে সেই ফেরাউন তার ও কোনো প্রমাণ আমার কাছে নেই৷আমি কয়েকটি ওয়েবে যা পেয়েছি তা শেয়ার করেছি মাত্র৷

"ইতিহাসকে এভাবে বিকৃত করবেন না" কথাটা আমাকে না বলে যারা ছবিটা তুলে তার caption দিয়েছে "FIRAON",তাদের বলবেন৷

হাসান ভাই কুকুরের কথা বলেছে বলে আমি বলেছি সেই ফেরাউনের কথা যে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল (যদি সে এই ছবির মানুষ না ও হয়)...

৮| ২৮ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৪৩

পারাবত বলেছেন: thnx for post

ইজিপ্ট এর রাজাদের ফিরআউন বলা হত। সব ফিরআউন খারাপ ছিল না।

২৮ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৪৭

আমি_একজন.মানুষ বলেছেন: "ইজিপ্ট এর রাজাদের ফিরআউন বলা হত" তথ্যটা আমার জানা ছিল না ৷আমি জানতাম তাদের "ফারাও" বলা হত ৷আর হযরত মুসা (আঃ) এর সময়ে যে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল তার নাম "ফেরাউন" (আমি তাই বইতে পড়েছিলাম)...

ধন্যবাদ ৷

৯| ২৮ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৩২

মুক্তকথা বলেছেন: জীবতকালে ফেরাউন দেখতে সুপুরুষ ছিলেন।

এখন নিশ্চয়ই বলা হবে, হ্যাঁ। এরা যা কিছু ইহকালেই পাবে। পরকালে এদের চেহারা কুকুরের মতো হবে।

১০| ২৮ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৫৪

আমি_একজন.মানুষ বলেছেন: আমার জানা মতে নবী-রাসূলদের যুগে মানুষ অনেক বছর বাঁচতো (৮০০-৯০০ বছর) ৷তারা অনেক লম্বা ছিল (কেবল আমরাই হযরত মুহাম্মদ (সাঃ) এর উম্মতরা তুলনামূলক খাটো) ৷

আমি শুনেছিলাম ফেরাউন নদীর মাঝে দাড়িয়ে মাছ মেরে সূর্যের তাপে ঝলসিয়ে খেত!

১১| ০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ১০:০১

রাজর্ষী বলেছেন: ফারাও আর ফেরাউন একই।
আরবিতে ফেরাউন বলা হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.