![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলছে শিক্ষক নিবন্ধন ২০১৪ এর ফরম পুরন, অনলাইন এ চলছে এ ফরম পুরন, যোগ্যতা নুন্যতম ডিগ্রী। আমার একটু জানা দরকার কেউ যদি ব্যাপারটা ভালো ভাবে জানেন আমাকে একটু সাহায্য করেবেন প্লিজ। আমি ২০১৩ এর ডিগ্রী পরিক্ষা (শেষপর্ব) ২০১৪ তে এসে শেষ করলাম , তারা তারি তাহার রেজাল্ট আউট হবে কিন্তু ততদিনে হয়তো শিক্ষক নিবন্ধন ২০১৪ এর ফরম পুরন এর সময় সিমা থাকবে না,
এখন আমি কি অপেক্ষমান লিখে এই ফরম পুরন করতে পারি?
পারলে সেটা কীভাবে ?
পরিক্ষা (শিক্ষক নিবন্ধন ২০১৪) শুরু হতে হতে হয়তো রেজালট ও আললাহ ভালো করলে কাগজ পত্রও হাতে পেয়ে জেটে পারি,
এখন কি সম্ভব ভাইয়েরা এটায় অংশ গ্রহন করা ?
প্লিজ কেউ জানলে হেল্প করবেন প্লিজ !!!!!!!!!!!
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৬
zazafee বলেছেন: আমার জানা মতে ফলাফল না বের হলে শিক্ষক নিবন্ধন ফরম পুরণ করতে পারবেন না। শুধু মাত্র বিসিএস প্রিলিমিনারীতে ফলাফলের আগে আবেদন করা যায়। এ ক্ষেত্রে আপনি রেজিষ্টেশন ফরম ফিলাপ করতে চেষ্টা করতে পারেন। যদি দেখা যায় ফিলাপ হচ্ছে তবে আপনি সেটা করতে পারবেন। আর হ্যা আপনার রেজাল্ট কি হতে দেরি হলেও আপনার রেজাল্ট আনুমানিক কি হতে পারে সেটা উল্লেখ করবেন। তবে সফটওয়্যার এন্ট্রি নিবে কিনা ঠিক বলা যাচ্ছেনা। চেষ্টা করে দেখতে পারেন।