নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিসিরআলীর ব্লগে স্বাগতম। মন্তব্য করে হিট দিয়া যান। আর ব্লগে না পাইলে ফেবুতে খোঁজ করুন : মুহাম্মাদ আরিফ হোসাইন ( ইংরেজীতে )

আমিই মিসির আলী

মানুষ মাত্রই মায়ার জালে ফেঁসে যায়। তবে কিছু কিছু মানুষ থাকে যাদের মায়া জিনিসটা স্পর্শ করে না। আমি তাদের একজন।

আমিই মিসির আলী › বিস্তারিত পোস্টঃ

প্রেম, কুসংস্কার এবং নোয়াখাইল্যা

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৫

আমার মতো তীক্ষ্ণ বুদ্ধির মানুষরাও মাঝেমধ্যে প্রেমের জালে ফেঁসে যায়।

বলতে লজ্জা নাই, আমিও ফাঁইসা গেছিলাম। একটা মেয়ে নাম না বলি। কেমনে কেমনে জানি আমাকে পটিয়ে ফেললো। প্রেম করে আমার হাত ধরে ঘুরাঘুরি করলো। উত্তরার সবচেয়ে উঁচু ভবনে খাওয়া দাওয়া করলো।

বাসায় গেলো। পুরো সন্ধ্যা জুড়ে কথা বললো। রাতে ছোট্ট করে মেসেজ দিলো।""" দুঃখিত আমি তোমার সাথে রিলেশন নাহি রাখিতে পারিবো!! """

উয়াও! উয়াও! করে কান্না আসার মতো বিষয়। বলিলাম " এই ছিলো তোমার মনে?? "

বললোঃ আমি মা বাবার অবাধ্য হবো না।

আমি ছাওয়াল করলামঃ এ কথা কেন আগে বললা না??? নিয়ে গিয়ে হৃদয়ের হাফ, এখন বলছো করেছো পাপ!!!! আমি তোমায় দিচ্ছি অভিশাপ।

আরো বলিলামঃ আমাকে অপছন্দ করার মতো কি আছে??? যে তোমার বাবা মা নাহি মানিবে !!!

উত্তর কি পাইলাম জানেন???? আমি নোয়াখাইল্যা!!!!! ( কেউ আম্রে মাইরালা) :p

বললাম -- তোমায় কি নোয়াখালীর সাথে বিয়ে দিবে নাকি আমার!!!! মন নিয়ে কইরা খেলা, কাটাও বুঝি তোমার বেলা??!!!

তখনই বুঝিলাম বড্ড বেশী ফেলছি বলে । কান্নার শব্দ শুনিয়াছি ওপর পাশে। আমি মিসিরআলী!!!! এমনভাবে পারি নাহি বলিতে। এই ছিলো হয়তো আমারি কপালে। :D :3

বিঃদ্রঃ প্রেম ট্রেম কিছু না। আমার অনেক গুলো টাকা খরচ হইছে। সেটাই মূল বিষয়। তারপরও মানুষই তো। একটু অনুভূতি তো থাকবেই। ভালোবাসা না থাকুক লাভ তো আছেই।

অনেকেই বলবে " প্রথম দিনেই চেঁকা!!! :p আরে বুদ্ধ!! এটা দেখা যায় নাকি!!! আর চেঁকা হইলেও কি দৈনিক কত মানুষ চেঁকা খাচ্ছে তার কোন ইয়ত্তা আছে??? আর আমি জানি এটা চেঁকা না।

আমার মনের ব্যথা অনেকটাই সেরে গেছে। বিরিয়ানি খেয়েছিলাম দুপুরে।

আর কেন জানি মনে হয় মেয়েটারও দোষ নাই। বড্ড নিরপরাধ। হয়তো আমাদের নোয়াখালী এলাকার কিছু মানুষ আসলেই খারাপ। না হলে এমন ভয়াবহ ধারণা জন্মালো কেমন কইরা!!

মন্তব্য ৪১ টি রেটিং +২/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৭

কলাবাগান১ বলেছেন: "বিঃদ্রঃ প্রেম ট্রেম কিছু না। আমার অনেক গুলো টাকা খরচ হইছে। সেটাই মূল বিষয়।" টিপিক্যাল নোয়াখালি

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫০

আমিই মিসির আলী বলেছেন: মনের দুঃখ. দূর করার এই একটাই মাধ্যম ছিলো। এটাতে দোষ করলে কেমতে হবে!!!!


পড়ার জন্য ধন্যবাদ।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৩

চাঁদগাজী বলেছেন:

মেয়ােটার সিদ্ধান্ত ঠিক আছে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫১

আমিই মিসির আলী বলেছেন: আপনি নিশ্চয়ই বরিশাইল্যা

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৭

হ্যাকার সাহেব বলেছেন: হাহাহা! জটিল প্রেম আলাপ!..........................!
এটা নিয়ে গবেষনা করতে হবে!................!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫২

আমিই মিসির আলী বলেছেন: আর গবেষণা করে কি হবে!!!

যা হওয়ার তা তো হয়েই গেছে!!

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৭

বৃষ্টি পড়ে টাপুর টুপুর বলেছেন: মামা জটিল

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৩

আমিই মিসির আলী বলেছেন: ধন্যবাদ।
আবার দেখা হবে।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৪

রাবার বলেছেন: চ্যাক দিলো মামু নোয়াখালি বইলা X((

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৪

আমিই মিসির আলী বলেছেন: সবই ভাগ্যের লিখন

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪২

জ্বি হুজুর বলেছেন: এটা কিন্তু ঠিক হয়নাই মানে মেয়েটা একটা.... কিন্ত....... অথচ.........এছাড়া.. .....। ধুর সব বাদ

দুনিয়ার ব্যাচেলর সমাজ এক হউন
চলবেনা মন নিয়া কোন কোন ধুন ফুন

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৫

আমিই মিসির আলী বলেছেন: আপনি হইলেন গিয়া আমার কাছের মানুষ। দুঃখ বুঝতে পারছেন। ধন্যবাদ।

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১১

মো: ফিরোজ কবির বলেছেন: আমি জানি যে,নোয়াখাইলারা অনেক কিপটা হয় কিন্তু আপনি এই সংস্কূতি থেকে বেরিয়ে এসেছেন,আসলেই খুব ভালো লাগছে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২০

আমিই মিসির আলী বলেছেন: আপনার মনে নোয়াখালীর মানুষদের জন্য একটু নতুন ধারণা জন্মাতে পেরে আমিও খুশি।

আসল কথা হলো সব মানুষ সমান না। দুই একজন থাকে খারাপ। কিন্তু সমস্যা হয় " একজনের খারাপির ফল যখন, দেশ, জেলা, এলাকাকে বহন করতে হয়।

যাইহোক।
ধন্যবাদ।

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২২

জ্বি হুজুর বলেছেন: ভাই কাছের মানুষ যখন বললেন তখন আপনার দু:খ কমানোর একটা রাস্তা বাতাই
এভ্রিল লাভিগ্নের একটা গান আছে- 'গার্ল ফ্রেন্ড' । ঐটা শুনেন । বিশেষ করে -এই লাইনটা বেশি শুনেন I am the m**f**ing princess।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৪

আমিই মিসির আলী বলেছেন: অবশ্যই শুনবো।

আপনার আন্তরিকতার জন্য ধন্যবাদ।

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০২

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন: হায়রে নোয়াখাইল্ল্যা :D

কিছুই কমু না :P

হেই মাতারি কি প্রেম করার আগে জানে নাই আপনি নোয়াখাইল্ল্যা। খাওয়ার পর দৌড় মারেন! :P

এটা বুঝানোর জন্য হয়ত সে এহেন কর্ম করিয়াছে :P

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৫

আমিই মিসির আলী বলেছেন: সব জানিয়াছি শুনিয়াই এমন করিয়াছে।

মেয়ে মানুষ!!! মন বুঝা বড় কঠিন!!

আর ভাই!!! এইটা কি কইলেন!!!! সবাই কি একরকম হয় নাকি!!!!!

কুসংস্কার!!! :p

১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কিছু কিছু অঞ্চল আছে, যারা অন্য কিছু অঞ্চল নিয়ে খুব হাস্যকর ধারনা পোষন করেন। যেমন নোয়াখালি বা বরিশালের মানুষ মানেই খারাপ।

এই নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে। অনেক কিছু কারন বের হয়েছে। তবে দিন শেষে একটা বিষয়ে বিজ্ঞজনরা সিদ্ধান্ত নিয়েছেন, যারা এই ধরনের কট্টরপন্থী মানসিকতা বজায় রাখেন, তারা নিজেরাই সংকীর্ণ মনা হন।

আমি ব্যক্তিগতভাবে এর প্রমান পেয়েছি।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৩

আমিই মিসির আলী বলেছেন: যারা অন্য এলাকার সব মানুষকে খারাপ ভাবে!!!!! তারাই বা কত ভালো মানুষ!!!

আর যে বিজ্ঞানীরা এই এক্সপেরিমেন্ট করলো!!! তারা বা কতটুকু জ্ঞানের অধিকারী!!!

১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৪

হানিফ রাশেদীন বলেছেন: প্রেমিক মাত্রই দুঃখের আগুনে ছাই।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৬

আমিই মিসির আলী বলেছেন: ছাঁই হইতে পারি নাই।
ক্ষনস্থায়ী তো....

১২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৯

সুমন কর বলেছেন: নিয়ে গিয়ে হৃদয়ের হাফ, এখন বলছো করেছো পাপ!!!! আমি তোমায় দিচ্ছি অভিশাপ। বাকি হাফ গেল কই !! :P

লেখায় ক্যাবিক ভাব আছে...মজা পেলাম।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৫

আমিই মিসির আলী বলেছেন: আছে।
সব দিয়ে দেয়া তো আর ঠিক না।

ধন্যবাদ।

১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১০

ইদানীং জাহিদ বলেছেন: Meyeta beche geche , :D

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৯

আমিই মিসির আলী বলেছেন: আপনি নিশ্চয়ই বরিশাইল্যা!!! :/

১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৫

মিমমা সুলতানা মিতা বলেছেন: লেখাটা বেশ রম্য, ভাল লেগেছে, আর লেখকের উদার মন মানষিকতার জন্য ও ভাল লাগল। তবে নোয়াখালীর মানুষ সম্পর্কে আমার ধারনা ওরা খুব মায়াবতী/ মায়াবান হয়, যে কোনো সিসুয়েসনে মানিয়ে নিতে পারে। আর ভাল মন্দ সব জেলাতেই আছে, তবে নোয়াখালীর মানুষ টাকা উপার্জনকেই বেশী প্রাধান্য দেই, পরিশ্রমী ও হয়, মেয়েরা দাম্ভিক হয়, কিন্ত ছেলেরা মুশুক হয়। জানিনা আমার জানাতে কোনো ভুল আছে কিনা। যাক যার যাওয়ার সে যাবে। লেখাটা ভালই লেগেছে

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৩

আমিই মিসির আলী বলেছেন: হ্যাঁ। আপনার ধারণা ঠিক। নোয়াখালীর মানুষ আসলেই মিশুক। তবে কিছু যে খারাপ থাকে না তা নয়
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১২

প্রামানিক বলেছেন: নোয়াখাইল্যা বরিশাইল্যা নাটক দেখেছিলাম, দাও মাছ সম্পর্ক। কিন্তু বাস্তব জীবনে কর্মক্ষেত্রের শুরুতেই আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল নোয়াখাইল্যা। তারা এখনও আমার ঘনিষ্ঠ বন্ধু।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

আমিই মিসির আলী বলেছেন: সবাই কি আরা মানুষ চিনতে পারে!!

১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৪

কৃদন্তপদ বলেছেন: মোবাইলে চার্জ নেই পরে পড়ে কমেন্ট করব.

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৬

আমিই মিসির আলী বলেছেন: ও আইচ্ছা।

১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৯

আরজু পনি বলেছেন:
নোয়াখাইল্যা...শিরোনাম দেখে পোস্টে ঢুকেছি ঠিকই কিন্তু প্রোফাইল দেখে আগ্রহ অন্যদিকে মোর নিয়েছে :D B-) B-))

পিলিজ লাগে দূজ্জরে ব্লগে ফিইরা আইতে কন

...পোস্ট মজার হয়েছে। কোন এক কারণে স্বজনপ্রীতিমূলক লাইক দিলাম =p~

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৯

আমিই মিসির আলী বলেছেন: কে কার কথা শুনে ভাই।
অনুরোধ করেছিলাম, আসবে বলেছে। নাও আসতে পারে।

সবই তাহার মর্জির উপর নির্ভর করে। ব্লগিং করে এখন তেমন সম্মান নাই। উল্টো যা থাকে তাহাই যাওয়া ধরে।

যাইহোক।
ধন্যবাদ।

১৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৮

এস কাজী বলেছেন: আহারে ভাই পেরতম দিন এই অবস্থা?? তবে এটা ঠিক না। কাইন্ড অফ রেসিজম। আমি নোয়াখাইল্লা ও না বরিশাইল্লাও না। তবে এত টুকু জানি নোয়াখাইল্লারার অনেক কর্মঠ হয়। B-) এডি বাদ দেন। নোয়া শুরু করেন। :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০১

আমিই মিসির আলী বলেছেন: প্রশাংসা করলেন নাকি খোঁচা দিলেন কিছুই বুঝলাম না
যাইহোক।
মন্তব্য করার জন্য ধন্যবাদ।

১৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৭

জীবিত থাকিয়াও মৃত বলেছেন: কলেজ লাইফ পর্যন্ত কোন নোয়াখালীর সাথে আমার পরিচয় হয় নাই এবং নোয়াখালীর মানুষের সাথে বাস্তব অভিজ্গতা হয় নাই। তাই আমি পরিচিতদের বলতাম ভাল খারাপ সবখানেই আছে, তারা বলত সময় হলে বুজবা। কলেজ লাইফের পরবর্তী ১৫ বছরে সময়ের সাথে যে কয়জন নোয়াখালীর সাথে পরিচয় হয়েছে, আমি কারো সাথেই আডজাস্ট করতে পারিনি এবং পরে জানতে পারলাম যে তারা নোয়াখালীর মানুষ। এখনো আমার বন্ধুদের মধ্যে একজন নোয়াখালী আছে, এবং পরে জেনেছি তার বাড়ী নোয়াখালী। তার কিছু কাজ এবং আচরনের জন্য আমি তাকে বলেছিলাম "তুই একজন শিক্ষিত ছোটলোক"।

আমি জাস্ট আমার নিজের অভিজ্গতা বললাম। দয়া করে রাগ করবেন না।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০০

আমিই মিসির আলী বলেছেন: আসলে প্রত্যেক মানুষ সম্পূর্ণ ভিন্ন মানুষিকতা নিয়ে জন্ম গ্রহন করে। আর দুইএকজন দিয়ে সবাইকে বিচার করা ঠিক না। আপনার কমেন্ট পড়ে আমি রাগি নাই।

যাইহোক।

স্বার্থে আঘাত লাগলে আমিও মানুষকে ছোটলোক, ছোটমনা, নিচু মনা বলি। তাই বলে এমন না যে ও যে এলাকার সেই এলাকার সব মানুষ খারাপ হবে।

হাতের পাঁচ আঙ্গুল কখনো সমান হয় না।

ধন্যবাদ।

২০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৪

জীবিত থাকিয়াও মৃত বলেছেন: ভাই তার সাথে আমার স্বার্থ সংস্লিস্ট বা আর্থিক লেনদেনও নাই। কোন দেনা পাওনা ও নাই। জাস্ট তার বিহেভিয়ারের জন্য তাকে ছোটলোক বলছিলাম। যেমন হোটেলে খেতে গেলে তার হাতে যদি তৈলাক্ত কিছু লেগে থাকে সেটা সবার অলক্ষ্যে কারো শার্ট /প্যান্টে মুছবে ( এটা করবে এইভাবে:- আমরা যেমন কারো পিঠ চাপড়ে বলি কিরে কেমন আছস, ......এই পিঠ চাপড়ানোর মধ্যেই কাজটা সে করবে)। আমি বিষয়টা টের পেয়ে ২/৩ দিন কিছউ বলি নাই, পরে আরেকদিন বললাম যে এই কাজটা বাদ দে, সে শরা পড়েও মুচকি মুচকি হাসতে লাগল..........। আরো অনেক বিষয়ে ওভারএ্যকটিং আছে। তার পরও তার সাথে আমার কোন শত্রুতা নাই, আমি জাস্ট তার ব্যপারে একটু সতর্ক থাকি।

এসব নিয়ে লিখতে ভাল লাগছে না। সমালোচনা করেইবা কি লাভ? কোন পরিবর্তন তো আসেনি? আমার এক বন্ধু ৯ বছর নোয়াখালিতে চাকরি করেছে, তার কাছ থেকে যা শুনেছি, সোব লিখতে গেলে তো.............। ঐ অফিসের পিওন থেকে শুরু করে অফিসার সহযোগিতা করেনি কারন সে বাইরের লোক। সেই বন্ধু এখন আমাদেরকে বলছিল, সারা বাংলাদেশে সব জেলায় সে চাকরি করতে পারবে , কারন সে নোয়াখালিতে ৯ বছর চাকরি করে এসেছে/ এবার বুঝেন।

আপনি ডিফারেন্ট মাইন্ডেড, ভাল থাকুন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৪

আমিই মিসির আলী বলেছেন: আপনার বন্ধু যেটা করেছে সেটা দুস্টুমির পর্যায়ে পড়ে। ছোটলোকের পর্যায়ে না। আপনার সাথে ক্লোজ দেখেই হয়তো এমন করছে।
আর কেউ কখনোই কারো সাথে ভালো ব্যবহার করে না। এটা আদায় করে নিতে হয়।

আপনার আরেক বন্ধুর কথা যেটা বললেন " পিওন সহোযোগীতা করে নাই। বড্ড লজিক বিহীন কথা। পিওনের এতো সাহস হয় নাকি!!!! "

সবশেষে ভাই ভালো আর খারাপ নিয়েই মানুষ। সব মানুষ কখনোই সমান নয়।

২১| ১০ ই মে, ২০১৬ সকাল ৯:৫১

খায়রুল আহসান বলেছেন: আমার এক বন্ধুপত্নী আছেন, যিনি প্রায়ই বলে থাকেন, "যার শুরুই কু দিয়ে, সে আর ভালো হয় কি করে"! বলা বাহুল্য, আমার বন্ধুটির বাড়ী কুমিল্লা জেলায়! :) :)
কুমিল্লা, নোয়াখালী, বরিশাল আর ময়মনসিংহ - এই চার জেলার লোকের সম্বন্ধে অনেক সময় বিরূপ মন্তব্য পাওয়া যায়। আমি চাকুরী জীবনে প্রথম আর শেষে উল্লেখিত জেলা দুটোতে কাজ করেছি। আমি সেখানকার মানুষগুলোকে চমৎকার পেয়েছি। মাঝের দুটো জেলা থেকেও আমার বেশ কিছু ভালো বন্ধু রয়েছে। তাই এ কথা নির্দ্বিধায় বলা যায়, গুটিকয়েক লোক দেখে পুরো একটা জেলার লোকদের সম্বন্ধে বিরূপ ধারণা পোষণ করা সমীচীন নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.