![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ মাত্রই মায়ার জালে ফেঁসে যায়। তবে কিছু কিছু মানুষ থাকে যাদের মায়া জিনিসটা স্পর্শ করে না। আমি তাদের একজন।
রূপা ধর্ষিত হয়েছে। ধর্ষক খুব চালাক তাই শরীরের মধ্যে কোন কাঁটা ছেঁড়ার চিহ্ন নেই।
থানায় গেল।
রূপা : স্যার আজগর আমাকে জোর করে .......... :'(
পুলিশ : কি? জোর করে কি করেছে?
রূপা : ধর্ষণ করেছে! :'(
পুলিশ : মশকরা করো? তোমার শরীরে তো ধর্ষণের কোন চিহ্ন দেখতে পারছি না।
রূপা : আমি ধর্ষিত হয়েছি সেজন্য আমার শরীরে ক্ষত চিহ্ন থাকবে হবে? :'(
পুলিশ : বাজে বকা বন্ধ করো। আমার এরিয়ায় এসব হয় না। তা তোমার বাসা কোথায়? ধর্ষিত হয়েছো কোথায়?
রূপা : আমার বাসা পাশের কলোনিতে! এইতো স্যার এক ঘন্টা আগে..... :'(
পুলিশ : ধর্ষক তোমার পূর্ব পরিচিত?? কত সময় ধরে তোমাকে ধর্ষণ করেছে? কিভাবে করেছে?
রূপা : আল্লাহ্ ....... বলে কাঁদতে কাঁদতে থানা থেকে বের হয়ে গেল! গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো!!!
এই নিয়ে একটি মামলা, কি ঘটে যখন একজন ধর্ষিতা সাহস করে বিচারের আশায় যায় কিন্তু কিছু অশ্লীল প্রশ্নের মুখে চাপা আর্তনাদ নিয়ে ফিরে আসে!!!!
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২৯
আমিই মিসির আলী বলেছেন:
২| ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দুঃখজনক বাস্তব।
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২৯
আমিই মিসির আলী বলেছেন: হ্যাঁ।
৩| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫০
মোঃ খুরশীদ আলম বলেছেন: এখানে পুলিশের কিছু করার নেই। যতটুকু শালীনতা বজায় রেখে তথ্য উদঘাটন করা সম্ভব সম্ভবতা তারা তাই করে। ধর্ষীতার মেডিকেল টেষ্ট হয়, বিজ্ঞ আদালতে ২২ ধারার জবানবন্দী হয় । এই পক্রিয়াগুলো বিচার কার্যের অংশ। আসামীর বিচার চাইলে এই পক্রিয়াগুলোর মুখোমুখি ধর্ষীতাকে হতেই হয় । নিয়ম যখন এমন তখন কি করা যাবে বলেন।
০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫
আমিই মিসির আলী বলেছেন: এখানে তো সমস্যা!
নিয়ম।
ব্রিটিশ আমলের নিয়ম কানুন।
পরিবর্তন তো প্রয়োজন।
৪| ০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯
মোঃ খুরশীদ আলম বলেছেন: হ্যা, নিয়মের পরিবর্তন প্রয়োজন। তবে, সেটা এক দিনে হবে না। চিকিৎসাশাস্ত্রে আমাদের মেয়েদের আরো অধীক হারে অংশগ্রহণ প্রয়োজন। মতামত সৃজন ও বর্তমান প্রচলিত আইন এর বিকল্প ইসলামী ভাবধারার অনুশাসন পুনুরুদ্ধারে লেখালেখী, প্রচার মাধ্যমে অংশগ্রহণ, সামাজিক যোগাযোগ বৃদ্ধি ইত্যাদিতে আমাদের দায়িত্ব রয়ে গেছে। এটা অস্বীকার করার কোন সুযোগ নেই।
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৩৪
এ কে এম রেজাউল করিম বলেছেন:
আহারে !
রূপা, তোমার আত্নার শান্তি কামনা করি।