![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ মাত্রই মায়ার জালে ফেঁসে যায়। তবে কিছু কিছু মানুষ থাকে যাদের মায়া জিনিসটা স্পর্শ করে না। আমি তাদের একজন।
বর্তমানে হটাৎ করেই একটা কথা ছড়িয়ে পড়েছে চারদিকে। আর সেটা হলো " ধর্ম যার যার উৎসব সবার "।
এটা প্রচলন ঘটাচ্ছে কিছু আধুনিকতার নাম ধারী ভন্ড মানুষ।
ইসলাম ধর্মে রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, বিধর্মীদের উৎসবের দিন তাদের উৎসবের অনুষ্ঠান থেকে মুসলমানদের দূরে থাকার জন্য। কারণ তখন তাদের উপর আল্লাহর গজব বর্ষিত হতে থাকে।
কিন্তু বর্তমানে কিছু নাম ধারী মুসলমান এসব অনুষ্ঠানে প্রবেশ করছে। আনন্দ করছে। আনন্দ যে তাদের কুরুচীপূর্ণ সেটা আমরা সকলেই বুঝি। তবে এমন বাজে কথার প্রচলন না করাই ভালো।
ধর্ম যার যার উৎসব ও তার তার। হিন্দুদের উৎসবে আমরা ধুতিপাজামা পড়বো না, মেয়েরা সিঁথিতে রংচং মেখে মন্দিরে গিয়ে কোন ফালতু দেব দেবীর আশীর্বাদ নিতে যাবে না।
আর কোন হিন্দু ও ঈদের দিন পায়জামা, পাঞ্জাবি, টুপি পরে ঈদগাহে গিয়ে নামাজ পড়বে না। কিংবা কোরবানীর ঈদে গুরু জবাইয়ে অংশগ্রহণ করে গোস্ত - রুটি খাবে না।
নিজেদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এ ধরনের কথা ছড়ানো থেকে দূরে থাকেন। নিজেদের ধ্বংস নিজেরা ডেকে আনবেন না।
আল্লাহ্ সকল নামধারী মুসলিমদের প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করুক। আমিন।
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৭
আমিই মিসির আলী বলেছেন: গুদ কহেন চুত কহেন।
বাস্তবতা এটাই।
২| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৮
সীমান্তের ঈগল(পরাজিত বীর) বলেছেন: “ধর্ম যার যার উৎসব সবার” স্লোগানটি একটি কুফরী ও শিরকী স্লোগান!
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪০
আমিই মিসির আলী বলেছেন: ঠিক বলেছেন।
৩| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৮
গেম চেঞ্জার বলেছেন: যেকোন কিছুতে আমাদের অভ্যাস হলো এক্সট্রিম চিন্তা করা। ধর্ম যার যার উৎসব সবার এর মানে এটা হবে কেন-
মুসলিমরা ধূতি পরবে আর হিন্দুরা পাঞ্জাবি পরবে।
নিজেদের ধর্মীয় স্বাতন্ত্র বজায় রেখে কি পারে না তারা একে অন্যের সাথে উৎসবের শুভেচ্ছা বিনিময়ে শামিল হতে??
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪১
আমিই মিসির আলী বলেছেন: যেখানে রাসূলুল্লাহ (সাঃ) নিষেধ রয়েছে। সেখানে কোন দ্বিতীয় বাক্য রাখার কিছু দেখি না।
৪| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪০
আরণ্যক রাখাল বলেছেন: ও আচ্ছা| আমারটা টাইপিং মিসটেক ছিল, আপনি ইচ্ছে করেই চুত বলেছেন| হায় প্রভু, এদের মুখের ভাষায় রহমত দাও| এদের শুদ্ধ ভাষা দান কর, প্রভু, এদের ক্ষমা কর
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৪
আমিই মিসির আলী বলেছেন: আপনার মিসেটক ছিলো না ভাই। আপনি ইচ্ছা করেই এমন মন্তব্য করেছেন। আমি তো আর শিশু না।
৫| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই ভন্ডামিটা মুসলিমরাই করে। কারণ, হিন্দুরা চান্স পাবেনা মসজিদে আর ঈদগাহে। আর মুসলিমদের সমাবেশে মেয়েরা থাকে না। ওদের সমাবেশে....
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৬
আমিই মিসির আলী বলেছেন: ঠিকই ধরছেন। কিছু বিকৃত মনা মুসলমানই এমন করে।
৬| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৮
আরণ্যক রাখাল বলেছেন: ধুতি পরায় খারাপ কী দেখলেন? নজরুল ধুতি পরত| যদি প্যান্ট শার্ট যা খ্রিষ্টানের পোশাক, লুঙ্গি যেটা বৌদ্ধরা পরত মায়ানমারের, পরা যায়, নামাজ পরা যায়, তবে ধুতি নয় কেন?
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫২
আমিই মিসির আলী বলেছেন: খ্রিস্টানদের পোষাক শার্ট প্যান্ট কোথায় পাইলেন?
ধূতি হিন্দুদের মূল পোশাক। ইসলাম ধর্মে এটা নিষেধ আছে। এমন পোষাক পরা থেকে বিরত থাকতে হবে যা বিধর্মীদের চিহ্ন বহন করে।
আর কাজী নজরুলের কথা বাদ দেন।
৭| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৯
আরণ্যক রাখাল বলেছেন: আপনার হিসেবে নজরুল মুসলিম না
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৩
আমিই মিসির আলী বলেছেন: আমার হিসেবে কি আসে যায়!!! তার হিসাব নিকাশ তার হাতে।
৮| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৪
আজাদ মোল্লা বলেছেন: সুন্দর লিখেছেন , তবে আর একটু বড় হয়া উচিত ছিলো ।
কারণ কিছু লোক আসবে খা খা খা করতে ,
ভালো থাকবেন ।
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৭
আমিই মিসির আলী বলেছেন: আক্কইল্লারে ইশারায়। আর বেক্কল্যারে ঠেশারায়.।
ধন্যবাদ।
৯| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৫
আরণ্যক রাখাল বলেছেন: ও তাইলে শার্ট প্যান্ট কি মধ্য প্রাচ্যের পোশাক? লুঙ্গিটা আবার এড়িয়ে গেলেন কেন, বস? পান্জাবি তো পাকিস্তানের পান্জাব প্রদেশের পোশাক| তার সাথে ইসলামের সম্পর্ক কোথায়?
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৩
আমিই মিসির আলী বলেছেন: শার্ট, প্যান্ট কমন পোষাক!! লুঙ্গি সম্পর্কে কোন নিষেধাজ্ঞা নাই।
মূল টপিকে থাকেন। বেহুদা আলাপ করার সময় নাই।
১০| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০২
আসিফ_সৈকত বলেছেন: ভাই, যা লিখেছেন তা যদি ইসলাম নিয়ে লিখতেন, দেখতেন ১০০০০০০ বার পড়া হয়ে যেত, আর আপনার লাশ থাকতো ড্রেনে ।
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১৩
আমিই মিসির আলী বলেছেন: আমি কাউকে ছোট করে কিছু লিখি নাই। বাস্তবতা লিখছি, সমসাময়ীক বিষয় লিখছি।
লাশ পড়ার প্রশ্ন ই আসে না।
১১| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৭
তাপস কুমার দে বলেছেন: মাঝে মাঝে বেহুদা আলাপ মনের খোরাক যোগায়!!!! হিন্দু,মুসলমান,খ্রিষ্টান,বৌদ্ধ-শার্ট, প্যান্ট, লুঙ্গি,পান্জাবি,ধূতি,চাদ,তারা,সূর্য। ধর্ম যার যার, উৎসব সবার!!! ভাল কথা কইলে গা জ্বলে-কার??? এই ভারতবর্ষে ধর্ম নিয়া বাড়াবাড়ি কর্ম না !!!!কিভাবে সৃষ্টিশীল কর্ম করা যায় তা নাই।
২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১১
আমিই মিসির আলী বলেছেন: নুন্যতম বিধি নিষেধ যা আছে তা অবশ্যই মেনে চলতে হবে। আমার ধর্ম আমাকে যেটা নিষেধ করে সেটা থেকে আমি অবশ্যই বিরত থাকবো!!
এসব ফাউল কথার সাথে আমি কখনোই একমত না।
আমার ধর্ম, আমার উৎসব।
তোমার ধর্ম, তোমার উৎসব।
তোমার খুশির কারণ, আর আমার খুশির কারণ কখনোই এক হতে পারে না।
১২| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৪
বালক বন্ধু বলেছেন: স্পষ্ট বক্তব্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
তবে লিখাটা ছোট হয়েছে। আরেকটু গুছিয়ে যুক্তি দিয়ে যদি লিখতেন আমার মনে হয় আরো ভাল হত।
যারা বিতর্ক করার তারা করবেই।
আমাদের মাঝে বিভক্তি সৃষ্টি হচ্ছে সঠিক ভাবে ইসলামী নিয়মগুলো না জানার কারণে। যদি আমরা সত্যিকার ভাবে ইসলামের নিয়মগুলো জানার সুযোগ পেতাম তাহলে আমাদের মাঝে উগ্রতা, কুচিন্তা, নীতিহীনতা তৈরী হত না। কারণ ইসলামে এগুলোর কোন স্থান নেই।
আপনার পোস্টে কিছু মানুষের বেহুদা পেচাল দেখে সেই বিষয়টাই আবার উপলব্ধি করলাম।
লিখার জন্য অনেক ধন্যবাদ।
২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৪
আমিই মিসির আলী বলেছেন: আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ!
আমি যে টপিক টা নিয়ে লিখলাম, ওইটা তো কমন সেন্সের বিষয়। তবুও কিছু মানুষ ত্যানা পেঁচানোর চেষ্টা করে।
আর ভিত্তি হীন ত্যানা পেঁচানো আমার পছন্দ না।
১৩| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৫
বিপরীত বাক বলেছেন: কথা হলো মুহাম্মদ ( সাঃ) হিন্দু দেখলে ন কই যে হিন্দু নিয়ে তার হাদীস হড়াৎ করে বেরিয়ে এল???
২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৬
আমিই মিসির আলী বলেছেন: হিন্দু কই বললাম বস!!
বললাম বিধর্মী!!!
১৪| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৪
রাজীব বলেছেন: হাঃ হাঃ হাঃ
পান্জাবী হচ্ছে পান্জাব প্রদেশের লোকদের পোষাক পান্জাব প্রদেশের অর্ধেক ভারতে অর্ধেক পাকিস্তানে। আবার হিন্দুরাও পুজাতে পান্জাবী পড়ে। আমাদের কোন নবী-রাসুল বা সাহাবীগন পান্জাবী পরেনি।
২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৯
আমিই মিসির আলী বলেছেন: পাঞ্জাবি কোন ধর্মের চিহ্ন বহন করে না।
পাঞ্জাব ভারত বাদ দেন।
বুদ্ধিমানের মতো কথা বলেন।
১৫| ২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৬
নয়ন01 বলেছেন: বর্তমানে হটাৎ করেই একটা কথা ছড়িয়ে পড়েছে চারদিকে। আর সেটা হলো " ধর্ম যার যার উৎসব সবার " বউ যার যার টুট টুট কর সবার
২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২২
আমিই মিসির আলী বলেছেন: অনেকটা এরকমই।
মন্তব্য পেশ করার জন্য ধন্যবাদ।
১৬| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৭
বাংলার জামিনদার বলেছেন: পোশাকেরও আবার ধর্ম???? তাইলে তো বালি হইলো মুসলিম, কারন সৌদি মরুতে তার প্রচুর আবাদ।
২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২১
আমিই মিসির আলী বলেছেন: হ
ভালোই তো বুঝেন। বুদ্ধি ও কড়া।
এই বুদ্ধি নিয়া রাতে ঘুমান কেমতে!!
১৭| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১১
পিচ্চি হুজুর বলেছেন: সত্য কথা কইলে দোষ; কিন্তু আমার অবজারভেশন বলে আমি এখন পর্যন্ত কোন হিন্দু কিংবা খ্রিস্টানকে বেহায়ার মত ঈদ কিংবা খ্রিস্টমাস সেলিব্রেট করতে দেখি নাই। আমার খুব কাছের বন্ধ আছে অন্য ধর্মালম্বী, ঈদ এ দাওয়াত দিছি আসছে খাইছে শেষ ওই পর্যন্তই। কিন্তু আমরা মডারেট মুসলিম রা পারলে মা দূর্গার সামনে খাড়াইয়া গিয়া পুজা করি। কাউরে তাদের ধর্মীয় উৎসব এ শুভেছা জানানো এক জিনিস, আর সেই উৎসব এ প্রত্যক্ষভাবে অংশগ্রহণ ভিন্ন জিনিস। সবচেয়ে প্যাথিটিক লাগে বিদেশে এই সকল বেহায়া মডারেট মুসলিমদের ছ্যাবলামি দেখতে। সান্টার টুপি পইড়া, গিফট একখান সামনে নিয়া সেলফি তুইলা ফেইসবুকে আপলোডাইব হ্যাপি খ্রিস্টমাস। আমি তিন বছরের প্রবাস লাইফে এখন পর্যন্ত কোন সাদা কিংবা অন্য ধর্মের কাউরে এই রকম বেহায়া মার্কা ছ্যাবলামি করতে দেখি নাই। এমনকি ভারতীয়দেরও না। আমরাই হইলাম দুচীর ভাই।
আরা যারা কয় হোয়েন ইউ এর ইন রোম বি লাইক রোমানস ওরা ত আরও বড় বুদ্ধি প্রতিবন্ধী। আরে বলদ এর বাটখারা গুলা দুইশ বছর আমরা ব্রিটিশদের গোলামী করছে। ব্রিটিশ ক্যান্টনমেন্ট এর কোন সৈন্য কিংবা অফিসার ধুতি আর গামছা পিন্দা ঘুইরা বেড়াইত।
এরা আসলে নিজেদের আইডেন্টিটি কি এইটাই ঠিকঠাক বুঝে না।
৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০০
আমিই মিসির আলী বলেছেন: যথার্থ বলেছেন!!
কিছু নাম ধারী মুসলমান ধর্ম টাকে মজার খোরাক বানাচ্ছে।
বিশ্লেষণ ধর্মী মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৮| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪২
প্লাবণ ইমদাদ বলেছেন: ছাগলরে পাটিগণিত বুঝাইয়া ফায়দা কী?
ইমপোর্টেট কালচার, ইমপোর্টেট আইডেনটিটি নিয়া হক্কলের দেহি বিশুন মাতাব্যাতা বাই।
যুক্তি ব্যাস্তানুপাতিক ধম্ম
আর
বিশ্বাস সমানুপাতিক ধম্ম
মাইনা লন, তক্ক থাহেনা আর........................
৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৪
আমিই মিসির আলী বলেছেন: এটা যুক্তির বিষয় না।
কমন সেন্সের বিষয়।
১৯| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: একটা গুরুত্বপূর্ণ কারণ কিন্তু উল্লেখ করেছি ৫ নং কমেন্টে @পিচ্চি হুজুর
২০| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৬
মোঃ খুরশীদ আলম বলেছেন: মুসলমানদের পোশাক নিয়ে যাদের মতাণৈক্য বা জানার আগ্রহ আছে তাদেরকে অনুরোধ করবো মাওলানা আশরাফ আলী থানবী (রহ) লেখা “বেহেশতী জেওর” এর ২য় ভলিউম এর ৬ষ্ঠ খন্ডের ১৭৮ পৃষ্ঠার লেবাস-পোষাক অধ্যায়টি অধ্যায়ন করার জন্য। পোষাক সম্পর্কীত ধারনা স্পষ্ট হবে। বইটির প্রকাশক প্রতিষ্ঠান এমদাদিয়া লাইব্রেরী, ঢাকা।
০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩
আমিই মিসির আলী বলেছেন: ধন্যবাদ তথ্য দেয়ার জন্য।
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৫
আরণ্যক রাখাল বলেছেন: গুদ| এই না হলে সাচ্চা মুসলমান!