![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ মাত্রই মায়ার জালে ফেঁসে যায়। তবে কিছু কিছু মানুষ থাকে যাদের মায়া জিনিসটা স্পর্শ করে না। আমি তাদের একজন।
"বালিকা তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি আজ এই রেললাইনে আমার জীবন দিয়ে দিবো! আর আমার এই মৃত্যুর জন্য দায়ী থাকবে তুমি! " বালকের এমন ভয়াবহ হৃদয় বিদারক কথা শুনিয়া বালিকা থোড়াও কেয়ার করিলো না!
উপর্যুপরি বলিতে লাগিলো " এসব বলা সহজ কিন্তু করা কঠিন " বালক আবার তার ঐতিহাসিক বানী ছাড়িলো " আজ আবার ইতিহাস রচিত হবে। প্রেমের আরেক অমর ইতিহাস!! "
বলিতে বলিতে বালক গিয়া রেললাইনে শুইয়া পড়িলো। এইদিকে বালিকা ঠোঁট ৪৫ ডিগ্রি বাঁকাইয়া চলিয়া যাইতে লাগিলো!!
তয় এরি মাঝে এন্ট্রি দিলো ভিলেন! " ওরে কুদ্দুস!!! তুই জানিস না আত্মহত্যা মহাপাপ!! " ভিলেনের এমন ধার্মিক বাক্য শুনিয়া আমি কিঞ্চিৎ অবাক হইলাম!!
পরক্ষনেই ভিলেন আমাকে তার চিরাচরিত বাক্য শুনাইলো!
" তুই শুধু শুধু মরবি কেন! আমি তোকে মাইরা অমর কইরা দি! আমার প্রতিশোধ নেয়া ও হইলো তোর মৃত্যুও হইলো!!! "
এইবার মোরে থমকাইতে হইলো!! বালক মানে আমাগো নায়ক থোড়াই ভিলেইন্যারে কেয়ার করিলো!!!!
ইয়া ডিসুম!!! ডাসুম করিয়া নায়ক বাবাজি হয়রান হইয়া গেল!! এইদিকে ভিলেন চান্স পাইয়া তাহার মস্তিস্কের উপরিভাগে আঘাত করিয়া রেললাইনে বাইন্দা দিলো!! বালিকা ইহাকে নাটক বলিয়া চলিয়া যাইতে চাইলো!!! কিন্তু ভিলেন বালিকার পশ্চ্যাতদেশ প্রত্যক্ষদর্শন করিয়া তাহাকে পাকড়াও করিলো!!!
রেললাইনে আধমরা বালক ইয়া সহ্য করিতে পারিলো না!!!
দড়ির সাথে ধস্তাধস্তি করিয়া ট্রেন চাপা দেয়ার কয়েক সেকেন্ড পূর্বে ছাড়া পাইতে সক্ষম হইলো! এইবার ভিলেন বাবাজি কোন রকমে প্রাণ লইয়া পলায়ন করিলো!!!
এইবার বালিকার মন গলিলো!!! এবং পুরুষকার হিসেবে আলাভ্যু বলিয়া কোলাকুলি ( ) করিয়া আমাদের একখান অমর প্রেমের ইতিহাস হইতে বঞ্চিত কর্লো!!!
২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১০
আমিই মিসির আলী বলেছেন: ধন্যবাদ।
আবার আসবেন
২| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৭
শতদ্রু একটি নদী... বলেছেন: ভাইগো, ও ভাই। এইডা কোন অমর প্রেমের সিনেমার দৃশ্য? দেখবার আকুল বিকুল তাড়না অনুভব করছি
২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১২
আমিই মিসির আলী বলেছেন: আমি বিশেষ মুহুর্তে উপস্থিত হইয়াছিলাম!!! এই জইন্য ছবিখানার নাম ধাম কি তাহা বলিতে পারছি না!
তয় এটা খাঁটি আমগো দেশী ছবি
৩| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১০
শায়মা বলেছেন: হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা
ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!
এই অমর প্রেম সিনেমা দেখে আমি হাসতে হাসতে মারা গেলাম!!!!!!!!!
তুমি এ বছরের শ্রেষ্ঠ সিনেমা পরিচালক খেতাব নাও!
২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৪
আমিই মিসির আলী বলেছেন: ধন্যবাদ আপু!
তয় খেতাব লাগবো না!
আপনার ভুবন ডাঙ্গার হাসি দেইখ্যাই আমি ধইন্য হইয়া গেলাম!
৪| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২১
শায়মা বলেছেন: আপনার ভুবন ডাঙ্গার হাসি!!!!!!!!!!!!!
হা হা হা হা এইটা তো অনেকেই বলেছে অট্ট হাসি। মানে লিখলে তো তেমনি হয়। আর হাসি কি দেখা যায়!!!!!!!!!!
এইবার কিন্তু আক্কেল গুড়ুম হয়ে গেলো ভাইয়ু!!!!!!!!!!!
কিন্তু তুমি কোন মিসির আলী? হুমায়ুন আহমেদের বই এর পাতা থেকে নাকি!!!!!!!!!
২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৬
আমিই মিসির আলী বলেছেন: অট্টহাসি শ্রবন করিতে হয় যে আপু!! তাই অট্টহাসি বলিতে পারলুম না!
মিসিরআলী নামের কিন্তু একজন মানুষ ছিলো! যার থেকে প্রেরণা পেয়েছিলেন তিনি। যদিও তাহা অস্বীকার করিয়াছিলো!
তবে হুম! আমি হুমায়ূন আহমেদের বইয়ের পাতার সেই নাম ই!
মিসিরআলী।
৫| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৭
শায়মা বলেছেন: তবে হুম! আমি হুমায়ূন আহমেদের বইয়ের পাতার সেই নাম ই!
মিসিরআলী।
বাপরে!!!!!!!!!!!
ভুই পাইসি!!!!!!!!!!!!!!!!!!
২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩০
আমিই মিসির আলী বলেছেন: আপুমনি দেখি অনেক মগা নেন!!
৬| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৯
শায়মা বলেছেন: মগা আবার কি মিসুভাইয়া????
২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬
আমিই মিসির আলী বলেছেন: এ্যাঁ!!!
এটা জানেন না!!
৭| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৯
রিকি বলেছেন: " ওরে কুদ্দুস!!! তুই জানিস না আত্মহত্যা মহাপাপ!! " ( ভিলেনের এমন ধার্মিক বাক্য শুনিয়া আমি কিঞ্চিৎ অবাক হইলাম!!
পরক্ষনেই ভিলেন আমাকে তার চিরাচরিত বাক্য শুনাইলো!
" তুই শুধু শুধু মরবি কেন! আমি তোকে মাইরা অমর কইরা দি! আমার প্রতিশোধ নেয়া ও হইলো তোর মৃত্যুও হইলো!!!
এপিক ডায়লগ অফ দ্য ইয়ার !!!!!
ইয়া ডিসুম!!! ডাসুম করিয়া নায়ক বাবাজি হয়রান হইয়া গেল!! এইদিকে ভিলেন চান্স পাইয়া তাহার মস্তিস্কের উপরিভাগে আঘাত করিয়া রেললাইনে বাইন্দা দিলো!! বালিকা ইহাকে নাটক বলিয়া চলিয়া যাইতে চাইলো!!! / কিন্তু ভিলেন বালিকার পশ্চ্যাতদেশ প্রত্যক্ষদর্শন করিয়া তাহাকে পাকড়াও করিলো!!!
ভাই প্রথমে তো বুঝলাম ভিলেন বাবাজি পোলা নায়করে মস্তিষ্কের ক্রেনিয়াম পার্টে মারিল, তারপর নায়ক শর্ট টার্ম মেমরি লসে গেল (মানে দুই সেকেন্ডের জন্য আর কি), এরপর কি স্ট্রাইকার বোর্ড এসে স্পিড এসে মাথায় লাগছিল+ গাঁজা খেয়ে মরা পোলা চাঙ্গা হয়ে গেল ??? !!!!!
২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২০
আমিই মিসির আলী বলেছেন: এটা তো পরিচালক ব্যাটাই ভালো বলিতে পারিবে!!
তয় বিজ্ঞজনেরা বলেন : ভালোবাসার নাকি এক লুকাইত শক্তি রইয়াইছে! বিশেষ সময়ে উহা জাগ্রত হইয়া যায়! হয়তো ওটাই তুলিয়া ধরা হইয়াছে!
ধন্যবাদ।
৮| ২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২২
গেম চেঞ্জার বলেছেন: যৎকিঞ্চিত না রস তার চেয়ে অধিক উত্তেজনা আর টুইস্টের শংকায় মাখামাখি পাইলুম।
২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬
আমিই মিসির আলী বলেছেন: আহ্!!চাইলাম কি আর হইলো কি!!!
আফসোস
৯| ২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৮
আহমেদ ফারুক শুভ্র বলেছেন: ভালোই লিখেছেন ভাইয়া । ঘরে ঘরেই আজকাল প্রান দেওয়ার মতো প্রেমিক খুঁজে পাওয়া যায়.।
২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৮
আমিই মিসির আলী বলেছেন: ধন্যবাদ!
ঘরে ঘরে পাওন যায়!!!
তাইলে তো বেশ কয়েকটা অমর প্রেমের ইতিহাস পাওয়ার কথা ছিলো!!!
১০| ২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
সুলতানা রহমান বলেছেন: এটা কোন সিনেমার অংশ? একটু বলেন। আমরা ও দেখি।
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৫
আমিই মিসির আলী বলেছেন: দুঃখিত!! আমি যেই অংশবিশেষ দেখিয়াছি সেটাই বলিয়াছি!!
কোন মুভির অংশ তা বলতে পার্ছি নাহ!!
১১| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৪
প্রামানিক বলেছেন: রিভিউ পড়ে দেখার আগ্রহ জন্মাল।
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৬
আমিই মিসির আলী বলেছেন: আপনি তাহলে না পড়েই মন্তব্য করে দেন!!
১২| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৩
গেম চেঞ্জার বলেছেন: যৎকিঞ্চিত না রসপূর্ণ তার চেয়ে অধিক উত্তেজনা আর টুইস্টের শংকা পাইলুম।
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৮
আমিই মিসির আলী বলেছেন: দুইবার হইলো নাকি!!!
১৩| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৪
গেম চেঞ্জার বলেছেন: প্রামানিক বলেছেন: রিভিউ পড়ে দেখার আগ্রহ জন্মাল।
১৪| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৪
আরণ্যক রাখাল বলেছেন: হা হা হা| এই ছবির পরিচালক কেডা? তাহারে এই পোস্ট পড়ানো হউক| ব্যাটা কত বড় ইতিহাস হইতে আমাগোরে দূরে রাখিল তাহা তিনি জানিতে পারিলে গলায় দড়ি দেবেন
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০২
আমিই মিসির আলী বলেছেন: উনি নিশ্চয়ই নতুন ইতিহাস ধ্বংস করিবার কাজে নিমগ্ন রইয়াছে! !
১৫| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৭
আরণ্যক রাখাল বলেছেন: প্রামানিক সাহেব,আপনি কি কন এইডা! আমিতো টাস্কিত, বিস্মিত, ব্যাথিত, উল্টিত(!)
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৪
আমিই মিসির আলী বলেছেন:
১৬| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৭
গেম চেঞ্জার বলেছেন: ২বার নয়। প্রথমবার লিখাতে একটু সুপাঠ্যে গোলমাল মনে হয়েছিল আমার কাছেই। আর আমার উপ্রের মন্তব্যের রিপ্লাই পাইনাই ক্যানু?
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪১
আমিই মিসির আলী বলেছেন: কপি পেস্ট বইলাই দেই নাই!
আসলে তিনি কি বুঝাইলেন আমি সেটাই ধরতে পার্ছি না!
১৭| ২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৭
বিদগ্ধ বলেছেন: হাসালেন!
২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৪
আমিই মিসির আলী বলেছেন: জেনে প্রীত হইলাম।
১৮| ২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৫
প্রামানিক বলেছেন: কি দেখার আগ্রহ জন্মালো তা তো শুনলেন না।
২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৬
আমিই মিসির আলী বলেছেন: বলিয়া ফেলেন!!!
সকলে উন্মুখ হইয়া আছে
১৯| ২৪ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩২
রক্তিম দিগন্ত বলেছেন: আমারও দেখার ইচ্ছা জাগলো।
তয় মুভির ভিলেনটা আমি হমু।
আপনারে অমর করিতে জানপ্রাণ চেষ্টা করমু। খালি দড়িটা চাপাচাপি করিয়া খুইলেন না।
২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৫
আমিই মিসির আলী বলেছেন: আপনি আমারে অমর করিতে চাহেন!!!
শুনিয়া ধইন্য হইয়া গেলুম!!
ভিলেন কিন্তু সর্বদাই পেদানি খায়!! পারবেন নাকি ধৈর্য্য ধর্তে??
২০| ২৪ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫১
অপর্ণা মম্ময় বলেছেন: মজা পাইলাম। একটা এই টাইপের বাংলা ছবি দেখতে হইবে!!!
২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২০
আমিই মিসির আলী বলেছেন: রিমোট লইয়া ঘুরাঘুরি করলেই পাইয়া যাবেন। এমন ছবি যেমন করিয়াছি বর্ণন।
২১| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫১
রক্তিম দিগন্ত বলেছেন: ভিলেন সর্বদাই পেদানি খায় না ভাই। মাঝে মাঝে ব্যতিক্রমও হয়। আপনারে অমর হওয়ার লাইগা তো সবই ট্রাই করা লাগব।
২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৭
আমিই মিসির আলী বলেছেন: মারহাবা!!
মারহাবা!!!
মিসিরআলীরে অমর কইরালা!!
পূর্ব অভিজ্ঞতা আছে নাকি জনাব???
২২| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৭
আরজু পনি বলেছেন:
অফটপিকে থ্যাংকস দিতে আসলাম
২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০০
আমিই মিসির আলী বলেছেন: আপনি আপনার পোষ্ট খানা রিমুভ করায় আমি মর্মাহত হইলাম!!!
ক্ষমা করবেন।
২৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৫
আরজু পনি বলেছেন:
মর্মাহত হওয়ার কিছু নাই ।
রাত ১২টার পরে গল্প পোস্ট করার ইচ্ছে ছিল ।
হঠাৎ করেই অনেক দিনের জমানো এই লেখাটা চোখে পড়াতে এডিট করে ব্লগে দিয়েছিলাম বিশেষ একটা কারণে ।
ক্ষমা চাওয়ার কিছু নেই...
আমিতো মন খারাপ করিনি ।
আপনার লেখায় আলাদা করে মন্তব্য করবো, অফটপিকের সাথে মূল মন্তব্য মানাবে না ।
২৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধুর মিয়া ইউ টিউবে খুঁজবো ক্যামনে ? ছবির নামই তো দেন নাই ।
তয় '' রিভিউ পড়ে দেখার আগ্রহ জন্মাল।''
৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৯
আমিই মিসির আলী বলেছেন: ছবি আমিই দেখি না পুরাটা!
আপ্নেরে কেমতে কমু কি নাম!!!
দেখার আগ্রহ জন্মাইলেই হৈবে!!! ইউটিউব এ রেগুলার খোঁজ লাগান!
পাইলেও পাইতে পারেন!
ধন্যবাদ
২৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৪
রাবেয়া রাহীম বলেছেন: পড়ে আনন্দ পেলাম ।
৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩০
আমিই মিসির আলী বলেছেন: আনন্দ দিতে পেরে আমিও স্বার্থক হলুম!
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০২
রূপক বিধৌত সাধু বলেছেন: "এইবার বালিকার মন গলিলো!!! এবং পুরুষকার হিসেবে আলাভ্যু বলিয়া কোলাকুলি ( ) করিয়া আমাদের একখান অমর প্রেমের ইতিহাস হইতে বঞ্চিত কর্লো!!!" মজা পেলুম খুব!