নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিসিরআলীর ব্লগে স্বাগতম। মন্তব্য করে হিট দিয়া যান। আর ব্লগে না পাইলে ফেবুতে খোঁজ করুন : মুহাম্মাদ আরিফ হোসাইন ( ইংরেজীতে )

আমিই মিসির আলী

মানুষ মাত্রই মায়ার জালে ফেঁসে যায়। তবে কিছু কিছু মানুষ থাকে যাদের মায়া জিনিসটা স্পর্শ করে না। আমি তাদের একজন।

আমিই মিসির আলী › বিস্তারিত পোস্টঃ

গ্রাম বাংলার ভূত। বাংলাদেশের মত এত ভূত পৃথিবীর আরো কোন দেশে নাই। আসেন একটু পরিচিত হই ভূতের সাথে।

০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৪:১০



আমাদের এই দেশ সুজলা সফলা ভূতে ভরা দেশ। গ্রাম বাংলার আনাচে কানাচে রয়েছে কত ভূত, কত কল্প, কত কাহিনী কত গল্প! ভূত নিয়ে একটু আলোচনা করি।

শাকচুন্নী
এটি হচ্ছে পেত্নী জাতীয় ভূত। অল্প বয়সে যাদের বিয়ে হয় এবং অপঘাতে, অত্যাচারে মারা গেলে এ ধরনের শাকচুন্নী তৈরি হয়। এরা সাধারনতো সাদা কাপড় পড়ে। থাকে খাল -বিল -পুকুর ঘাটের পাশে গাছে। এরা আমার মতো সুন্দর ছেলেদের ধরতে চায়। :p পুকুর থেকে মাছ ধরে দিতে বলে। তবে ভূলে ও এ কাজ করা যাবে না।

চোরাচুন্নী
এরা হচ্ছে চোর ভূত এবং ভূতের বউ। এরা সাধারনত মানুষের অনিস্ট করে মজা পায়। খালি বাড়ি পেলে ভিতরে ঢুকে জিনিস পত্র ভাংচুর করে। এদের হাত থেকে বাঁচার জন্য ঘরের দরজায় কোরআনের আয়াত লিখে রাখা হয়। হিন্দুরা গঙ্গার জল রাখে ঘরে।

মেছোভূত
মাছলোভী ভূত। বাংলার ইতিহাসে সব চেয়ে ছেঁছড়া ভূত। বাজার থেকে কেউ মাছ কিনে নিয়ে যদি একা একা রাতে বাড়ি ফিরে তাহলে ধরে। এরা সুযোগ মতো পেয়ে বসলে মাছ খেয়ে মাছের কাটা শরীরে ডুকায়া দেয়। এদের হাত থেকে বাঁচার একমাত্র উপায় হলো " মূত্র বিসর্জন " :p আপনি আপনার মূত্র দিয়ে একটা সার্কেল তৈরি করে ঐ সার্কেল এ বসে থাকবেন। মেছোভূত আপনাকে গালাগালি করবে! বউ থাকলে বউ নিয়ে যাওয়ার ভয় দেখাবে। তারপর গালি দিতে দিতে চলে যাবে।

পেঁচাভূত
পেঁচার সাথে একটা পেঁচি ও থাকে। এদের চোখ রাতের বেলায় লাল রং ধারন করে এবং জ্বল জ্বল করে। এরা একা কাউকে পেয়ে বসলে মেরে ফেলে। এদের খপ্পরে পড়লে বাঁচার কোন ওয়ে নেই।

মামদো ভূত
হিন্দু শাস্ত্র মতে এরা নাকি মুসলমান ভূত। এদের এই যুগে দেখা যায় না।

ব্রহ্মদৈত্য
এরা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করা ভূত। এদের খপ্পরে পড়লে যদি আপনাকে ভালো লাগে বা পরিষ্কার পরিচ্ছন্ন পায় তাহলে ছেড়ে দিবে। কিন্তু নোংরা, অপরিষ্কার থাকলে ধরে ঘাড় মটকে দেয়। বাঁচার উপায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা।

স্কন্ধকাটা
মাথা নাই ওয়ালা ভূত। এরা অনেক প্রাচীন কালের ভূত। অতীতে এদের মাথা কেটে শাস্তি দেয়া হতো। এদের চোখ থাকে বুকে, অনেকেরই আবার থাকে না। এদের ধড় দিয়ে রক্ত টগবগ করে। বিশ্রী গন্ধ ছড়ায়। এরা সাধারণত হাতের লাগ পেলে আপনাকে ধরে মাথা টেনে ছিঁড়ে ফেলবে। কি ভয়ংকর! :3 বাঁচার উপর গায়ে যত শক্তি আছে তা কাজে লাগিয়ে দৌড় দেয়া।

আলেয়া :
এ ভূত থাকে জলাশয়ে, নদীতে। এরা ধোঁয়াশা করে রাখে সবকিছু। পথ ভুলিয়ে নিয়ে যায় জেলে, মাঝিদের। তারপর ডুবিয়ে মারে। তবে মেয়ে আলেয়া ভূত জেলেদের উপকার করে।

নিশি
এইটা হলো মায়াবী ভূত। এরা ছেলে মেয়ে উভয় হইতে পারে। এরা রাতে আসে। আপনাকে মায়ার সুরে ডাকবে। ঘরের বাইরে নিবে। তারপর মেরে ফেলবে। এদের আবার লুইচ্চা তান্ত্রিকরা পোষে । অন্যের বউকে নিয়ে যায়, সুন্দরী মেয়েদের নিয়ে যায়। এদের থেকে বাঁচার উপায় হইলো রাতে যখন এরা ডাকবে তখন তিনবার না ডাকা পর্যন্ত সাড়া না দেয়া। কারন এরা দুবারের বেশি কাউকে ডাকতে পারে না।

কানাখোলা
এরা থাকে চরাঞ্চলে। একা পেলে আপনাকে সম্মোহিত করে বার বার এ মাথা থেকে ও মাথা হাঁটাবে। এদের খপ্পরে না পড়ার উপায় হইলো একা একা চরে না যাওয়া।

কাঁদরা মা :
এরা তিন রাস্তার মোড়ে লালশাড়ী পড়ে কান্না কাটি করে। আপনাকে মিথ্যা অথচো বিশ্বাস্য গল্প শুনিয়ে লোভ দেখিয়ে নির্জন জায়গায় নিয়ে যাবে। তারপর আপনাকে মেরে ঝুলিয়ে দিবে। বাঁচার উপায় রাস্তায় এসবের দেখা পেলে সূরা কেরাত পড়তে পড়তে দূরান্ত গতিতে চলে যাওয়া। কিন্তু কপাল খারাপ থাকলে পা চলবে না। তখন সালাম দিবেন। খালা বলে ডাকবেন। একটু দয়া হলে বাঁচার সম্ভাবনা আছে।

ভূলো :
এরা আপনার সাথে কোন খাদ্য থাকলে আপনাকে হাঁটাবে। আর খাদ্য খেয়ে শেষ করবে। আপনি কোন পঁথে কোন দিকে যাচ্ছেন কিছু বুঝতে পারবেন না। একসময় হাঁটতে হাঁটতে আপনার কান্না চলে আসবে। তখন আপনাকে ছেঁড়ে দিয়ে চলে যাবে।

শাকিনী :
এরা মেয়ে ভূত। যারা শশুর বাড়িতে নির্যাতনে আত্মহত্যা করে তারা শাকিনী হয়ে যায়। এরা শাশুমা কে বেশি জালাতন করে।

ডাকিনী
এরা হচ্ছে ডাকাত ভূত। ডাকিতে করতে গিয়ে যারা গৃহস্তের হাতে নির্মমভাবে বলি হয়েছে তাদের আত্মা। এরা যুগ যুগ ধরে ঐ পরিবারের মানুষকে জ্বালাতন করে। নতুন বউদের অত্যাচার করে।

মোহেনী :
এরা হলো সব থেকে রুপসী ভূত। এরা মেয়েদের আত্মা থেকে তৈরি। এসব তৈরি হয় প্রেমে ছেঁকা খেয়ে আত্মহত্যা করা মেয়েদের মাধ্যমে।এরা অত্যন্ত ছেলে লোভী। কি সুন্দর কি কালো! কাউকে ছাঁড়ে না। এদের থেকে বাঁচার উপায় হলো যথাসময়ে বিয়ে করে ফেলান।

বোবাভূত :
এরা হলো বকচো* ভূত। আমারেও ধরে :'( বুকের উপর বসে গলা টিপে ধরে। জানটা যেন যায় যায় অবস্থা! শেষে ছাইড়া দেয়। এরা শতকরা ৭০ ভাগ মানুষকেই ধরে। এদের হাত থেকে বাঁচার জন্য তেঁড়া, বাঁকা হয়ে শুইতে হয়। আলিফের মতো লম্বা হয়ে শোয়া যাবে না। পায়ের বৃদ্ধা আঙ্গুল আর নাক এক দম টান টান হলে এ ভূতে ধরার সম্ভাবনা বেশি।

উফফ!! ভূত নিয়ে কত কথা? ভূত দেখছেন?
আমি দেখছি। কাঁদারমা আর সাদা কাপড় পড়া কবরী ভূত। সেই এক ভয়াবহ হিস্টোরি। :'(

মন্তব্য ১২২ টি রেটিং +১৭/-০

মন্তব্য (১২২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৪:২৪

প্রামানিক বলেছেন: ভাই ১ম হইছি ভূতের কাছে এক কাপ চা পাঠায়া দেন।

০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৪:২৯

আমিই মিসির আলী বলেছেন: তাও দেয়ন যায়!
তয় কোন ভূতের মাধ্যমে পাঠামু? ;)
মোহেনী এখন ব্যস্ত।

২| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৩

পার্থসারথি চক্রবর্তী বলেছেন: বাঃ, খুব সুন্দর লিখলেন তো ভুতদের কথা... অনেক অজানা তথ্য জানতে পারলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৬

আমিই মিসির আলী বলেছেন: পড়ার জন্য এবং সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।

ভালো থাকবেন। :D

৩| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৬

প্রামানিক বলেছেন: বোবা ভূতঃ এদের হাত থেকে বাঁচার জন্য তেঁড়া, বাঁকা হয়ে শুইতে হয়। আলিফের মতো লম্বা হয়ে শোয়া যাবে না। পায়ের বৃদ্ধা আঙ্গুল আর নাক এক দম টান টান হলে এ ভূতে ধরার সম্ভাবনা বেশি।

কিছু ভুত আছে গ্রামের সুন্দরী ফর্সা মেয়েদের ধরে। যে কারণে নব বিবাহিতা সুন্দরী বউদের সন্ধার পরে শ্বাশুরীরা বাড়ির বাহিরে যেতে দেয় না। এদের নাকি পুরুষ জাতিয় ভূতে আক্রমন বেশি করে।

আপনার দেয়া ভূতের বর্ণনা মন্দ নয় ভালই হয়েছে। আপনার বাড়ি কোন এলাকায় জানি না তবে আপনার দেয়া বর্ণনা ছোট কাল থেকে ভূতের যে সব বর্ণনা শুনে এসেছি তার সাথে যথেষ্ঠ মিল আছে। ধন্যবাদ আপনাকে।

০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৪:৪২

আমিই মিসির আলী বলেছেন: কিছু ভুত আছে গ্রামের সুন্দরী ফর্সা মেয়েদের ধরে। যে কারণে নব বিবাহিতা সুন্দরী বউদের সন্ধার পরে শ্বাশুরীরা বাড়ির বাহিরে যেতে দেয় না। এদের নাকি পুরুষ জাতিয় ভূতে আক্রমন বেশি করে।


এইটা ঠিক বলছেন। এধরনের সত্য ঘটনা ও আছে। খোলা চুলের নববধূদের ধরে কিছু ভূত।

আমার শৈশব কাটে গ্রামে নোয়াখালীতে । সে হিসেবে ভূত নিয়ে অনেক গল্প আর আর নিজের চোখের দেখা বাস্তবতা ও রয়েছে।

সুন্দর মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন। :)

৪| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৯

শায়মা বলেছেন: ভাইয়া সবচেয়ে বড় ভূতনী পেতনী কই???

০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৫

আমিই মিসির আলী বলেছেন: যা পাইছি, সব উগড়ে দিছি B-)

৫| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৪:৪০

শায়মা বলেছেন: শাকচুন্নী
এটি হচ্ছে পেত্নী জাতীয় ভূত। অল্প বয়সে যাদের বিয়ে হয় এবং অপঘাতে, অত্যাচারে মারা গেলে এ ধরনের শাকচুন্নী তৈরি হয়। এরা সাধারনতো সাদা কাপড় পড়ে। থাকে খাল -বিল -পুকুর ঘাটের পাশে গাছে। এরা আমার মতো সুন্দর ছেলেদের ধরতে চায়। :p পুকুর থেকে মাছ ধরে দিতে বলে। তবে ভূলে ও এ কাজ করা যাবে না।


ভাইয়া তোমাকে মাছ ধরে দিতে বলছিলো??? :P

০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৭

আমিই মিসির আলী বলেছেন: হা হা হা হা!
আমাকে বলে নাই অবশ্য। তবে যাদের বলেছে তাদের থেকে শুনাটাই বললাম। গা ছম ছম করে।

একবার ভাবুন তো এই পরিবেশটার কথা!
লোম দাঁড়িয়ে যায় :|

৬| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৪:৪২

শায়মা বলেছেন: মেছোভূত
মাছলোভী ভূত। বাংলার ইতিহাসে সব চেয়ে ছেঁছড়া ভূত। বাজার থেকে কেউ মাছ কিনে নিয়ে যদি একা একা রাতে বাড়ি ফিরে তাহলে ধরে। এরা সুযোগ মতো পেয়ে বসলে মাছ খেয়ে মাছের কাটা শরীরে ডুকায়া দেয়। এদের হাত থেকে বাঁচার একমাত্র উপায় হলো " মূত্র বিসর্জন " :p আপনি আপনার মূত্র দিয়ে একটা সার্কেল তৈরি করে ঐ সার্কেল এ বসে থাকবেন। মেছোভূত আপনাকে গালাগালি করবে! বউ থাকলে বউ নিয়ে যাওয়ার ভয় দেখাবে। তারপর গালি দিতে দিতে চলে যাবে।


হা হা হা নাহ এই পোস্ট প্রিয়তে না রেখে আর পারলাম না। এই পোস্ট থেকে আমি ভুতের গল্প লিখে লিখে বাচ্চাদেরকে শোনাবো!:)

০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৮

আমিই মিসির আলী বলেছেন: যেমন আপনার ইচ্ছা!
তবে বাচ্চারা ভীতু হলে ভুলেও এসব গল্প শুনাবেন না।

৭| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৯

শায়মা বলেছেন: দোয়া করি তোমাকে আজকে একটা শাকচুন্নী শুটকিমাছ ধরে দিতে বলুক!:)

০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৩

আমিই মিসির আলী বলেছেন: হা হা হা হা!

দোয়া কবুল হওয়ার সম্ভাবনা জিরো পারসেন্ট। শহরে শাকচুন্নী!! আর শুটকি! B-)

এযে ইয়ামপসিবল B-))

৮| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৪:৫১

শায়মা বলেছেন: কি যে বলো ভাইয়া। আজকালকার বাচ্চারা কিচ্ছু ভয় পায়না। উলটা বলে এইসব মিথ্যা কথা। ভুত পেত্নী কিছু নেই। এইসব মিথ্যা কথা বলো নাতো মিস!:(

০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৭

আমিই মিসির আলী বলেছেন: Amtyville horroR
The vaticantapes
Wake the witch
The woman in black
এই মুভি গুলো দেখার পরামর্শ দিবেন।
ভয় কত প্রকার ও কি কি সব টের পাবে।

৯| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৫:১৪

সুমন কর বলেছেন: এতো ভূত !! /:) কই যামু !!

ভূতের শ্রেণিবিভাগসহ অবস্থান দারুণ হয়েছে। পিলাচ ভূত দিলাম...

০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৫:১৯

আমিই মিসির আলী বলেছেন: আপনার চমৎকার মন্তব্যের জন্য মন্তবে পেলাস।

কোথাও যাওয়ার সুযোগ নাই। ভূত সবখানেই আছে।
;)

১০| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৫:২১

গুলশান কিবরীয়া বলেছেন: মাত্র দুটা ভূতের ছবি । আরও কটা দিতে পারতেন । আমার ভূত খুব ভালো লাগে । :P

০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৫:২৪

আমিই মিসির আলী বলেছেন: ইয়া খোদা!
এ মুই কি দর্শন করিলাম!!
ভূত ও কারো ভালো লাগে!! =p~


মন্তব্যের জন্য ধন্যবাদ।

১১| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৫:২৩

কালনী নদী বলেছেন: ভুতে বড়া অদ্ভুত এক দেশ, আমাদের বাংলাদেশ।

০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৫:২৭

আমিই মিসির আলী বলেছেন: ঠিক বলছেন।
ভূতে ভরা আমাদের এই দেশ।
সাদা ভূত, কালা ভূত, মাথা নাই, লেজ নাই, ভূতের কোন অভাব নাই!
গ্রামে গিয়া অন্ধকার রাতে একা হাঁটার সাহস নাই!

১২| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৫:২৪

মনিরা সুলতানা বলেছেন: ওরে কত ভূত রে ...
কত অজানারে পোস্ট এ ++++

০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৫:২৯

আমিই মিসির আলী বলেছেন: ভূতের দেশে থাকতে হলে ভূত সম্পর্কে একটা আইডিয়া থাকা ভালো।
জেনে গেছেন, এবার আপ্নে ধইন্য ;)

মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।

১৩| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৫:৩০

শাহাদাত হোসেন বলেছেন: ভাই বিশ্বাস করেন একদম সত্য কাহিনী আমি একবার একটা মেয়ে ভূতরে থাপ্পড় মারছিলাম। ;)

০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৩

আমিই মিসির আলী বলেছেন: ওরে আল্লাহ!!!
এই দিকে হাসির ড্রাম!!

মাইয়া ভূতে তারপর কিছু করে নাই আপ্নেরে??
নাকি ভ্যাঁ ভ্যাঁ কইরা কাইন্দা দিছে :P

১৪| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৫:৪০

উল্টা দূরবীন বলেছেন: অদ্ভুত ভুত। ভালো লাগছে লেখা।

০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৫

আমিই মিসির আলী বলেছেন: ভূত মানেই অদ্ভুত কিছু।
অস্বাভাবিকতায় পরিপূর্ন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন। :)

১৫| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৫

শাহাদাত হোসেন বলেছেন: কি আর করবে আমার কাছে ছ্যাকা খেয়ে ব্যাকা হয়ে স্বর্গে চলে গেছে :P

০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৮

আমিই মিসির আলী বলেছেন: হা হা হা!
এই কাহিনী!!
আমি আরো কি না কি ভাবলুম ;)

১৬| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৫:৫১

অন্তঃপুরবাসিনী বলেছেন: অনেক ভুত সম্পর্কে জানতে পারলাম।

পোষ্টের শুরুতে ওই বিভৎস ভুতটার ছবি না দিলেই কি হত না?
:(

০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০০

আমিই মিসির আলী বলেছেন: নাহ্!
ছবিটা হইলো লেখা পড়ার চুম্বক অংশ।
ভূত নিয়ে লিখবো আর ভয়ই যদি না ধরে তবে হয় নাকি!!!

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন। :)

১৭| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

অনেক অনেক ভালো।

প্রিয়তে না রেখে পারা গেলো না।

শুভকামনা অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

আমিই মিসির আলী বলেছেন: জেনে অনেক ভালো লাগলো দীপংকর দা।
অনেক ধন্যবাদ।
ভালো থাকুন আপনিও সর্বদা। :)

১৮| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

জনৈক অচম ভুত বলেছেন: মুল্যবান এই পোস্টটির জন্য ভূতসমাজ কর্তৃক আপনাকে ভূবেল (নোবেলের ভৌতিক সংস্করণ ;) ) প্রদানের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। :>
অভিনন্দন। :-P

০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

আমিই মিসির আলী বলেছেন: আমি ভূবেল পাবো!!
আহা!
আবেগে কাইন্দাইলছি :P
ভূতের মন্তব্যে আমি ব্যপক বিনোদিত হইলাম।

আপনার এই চমকপ্রদ মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জনৈক অচম ভুত

১৯| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

সোজোন বাদিয়া বলেছেন: মজার এবং ভাল সংগ্রহ। আরও একটু কাজ করে একটা বই বের করুন। খুউব ভাল হবে।

০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২০

আমিই মিসির আলী বলেছেন: বই বের করবো রম্যের উপর।
ভূতের বিষয়টা ভেবে দেখি নি।

অনেক ধন্যবাদ ভাই।
ভালো থাকবেন।

২০| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

বিজন রয় বলেছেন: বেশ বেশ!!

০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২১

আমিই মিসির আলী বলেছেন: ধন্যবাদ
ধন্যবাদ
বিজন রয়ে সাব :)
ভালো থাকবেন।

২১| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

মিজানুর রহমান মিরান বলেছেন: ভূতের সমাহার! ভাই রাতে ভয় পাব তো!

০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

আমিই মিসির আলী বলেছেন: ভয় পাওয়ার জন্যই তো এতকিছু।।
মনে খুলে ভয় পেতে থাকুন B-))

২২| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

রেজওয়ান করিম বলেছেন: হা হা হা
ভূত নিয়ে অবশ্য আমার একটা পিডিয়াআছে। সেখানে ভূতের বাসস্থান বা কি ধরনের পরিবেশ তাদের পছন্দ তা বিভিন্ন সোর্স থেকে নিয়ে লিপিবদ্ধ করার চেষ্টা করেছি। দেশী ভূতের পাশাপাশি সেখানে বিদেশী ভূতও আছে।
ভূত-পেত্নী আর রাক্ষস খোক্ষসের পরিচিতি

০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

আমিই মিসির আলী বলেছেন: বাহ্!
ভূত নিয়ে তো আপনি এলাহি কান্ড করে রাখছেন!! B:-)
ভালো লাগলো।

মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন। :)

২৩| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৮:২৫

মহা সমন্বয় বলেছেন: হাঁ হাঁ খুব মজা পাইলাম- =p~
আমি আপনার ভুত দেখার সেই ভয়াবহ হিস্টোরি জানতে চাই।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৮:৪১

আমিই মিসির আলী বলেছেন: হিস্টোরি এতই ভয়ংকর যে বলতেই আমার ভয় শুরু হয়ে গেছে।
এ কাহিনী লেখা সম্ভব নয়। ইয়ামপসিবল।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

২৪| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৮:৪২

বিজন রয় বলেছেন: তেঁতুল ভূত??

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৮:৫৯

আমিই মিসির আলী বলেছেন: তেঁতুল ভূত শাকচুন্নী গোত্রীয়।
=p~

তেঁতুল বেশি খায় কে সেটা নিশ্চয়ই জানেন। :P

২৫| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৮:৫৯

সুমন আকরাম বলেছেন: আমি কিন্তু ভুত দেখলেই ভয় পাই। তাই পড়লাম না

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:০৪

আমিই মিসির আলী বলেছেন: এমন কঠিন ভয় জন্মাইলো কিভাবে!!!
ভয় কে জয় করতে হবে।

২৬| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:০১

বিজন রয় বলেছেন: তাড়াশ ভূত।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:০৫

আমিই মিসির আলী বলেছেন: এ ভূতের স্পেশেয়ালিটি কি??

২৭| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:১২

শেখ মফিজ বলেছেন: অনেক ভূতের কথা বললেন ।
কটা দেখেছেন ?

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:০৩

আমিই মিসির আলী বলেছেন: আজ্ঞে দুইটা দেখছি।
বলেও দিয়েছি।
আপনি কয়টা??

২৮| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:১৩

কামরুন নাহার বীথি বলেছেন: ওরে বাপরে, মারে, খালারে,চাচীরে, মামীরে, বুবুরে ----------------- দুনিয়ায় এত্ত ভূত!!!! :)

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:০৫

আমিই মিসির আলী বলেছেন: হা হা হা
ভূতের কোন অভাব নাই।
বাংলাদেশ ভূতের দেশ।

২৯| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:০২

আরজু পনি বলেছেন:
অফটপিক:
দূর্যোধনকে মিস করি...তাই বলিয়া ব্লগ পচিয়া গিয়াছে বলিতেছেন কেন ? :|

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:০৭

আমিই মিসির আলী বলেছেন: কারন তো শুধু একটা বলি নাই। :||

৩০| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:০৪

রাবেয়া রাহীম বলেছেন: ভয় পাইসি।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:১০

আমিই মিসির আলী বলেছেন: বুড়ো বয়সে এত ভয় পেতে হয় না।
বাচ্চারা হাসবে।

৩১| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:১২

রাবেয়া রাহীম বলেছেন: ছোট বেলায় গলাকাটা ভুত কে খুব ভয় পেতাম। সেটাই এখনো কাজ করে। =p~

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:১৯

আমিই মিসির আলী বলেছেন: গলা কাটা টা সবার ই ভয়ের।
ইভেন আমিও ভয় পাই।
আমার নানার বাড়িতে আছে এক গলা কাটা।
প্রায় মানুষই দেখছে।

তারা দেখছে আর বর্ননা করছে। আমি তিন চারদিন রাতে ভয়ে ঐদিকে যাই ও নাই।

৩২| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:৪৮

কল্লোল পথিক বলেছেন:





আপনিতো দেখি মশাই ভুত বিশেষজ্ঞ!
আমি কিন্তু ভুত বিশ্বাস করি না।
কিন্তু ভুতে ভয় পাই।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:৫২

আমিই মিসির আলী বলেছেন: হা হা হা
জটিল কথা বলছেন।
ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না =p~


বিশ্বাস করতে হবে না। ভয় পেলেই হলো। ;)

৩৩| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১:১৫

ডা: শরীফুল ইসলাম বলেছেন: ভুত বলে কিছু নেই :P :P

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১:১৭

আমিই মিসির আলী বলেছেন: ঠিক বলছেন!
এরা সবাই আমার দাদা নানা নানী। =p~

৩৪| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১:৩৩

পুলহ বলেছেন: ভাই আপনি যদি মিসির আলি হইয়া এই টাইপ পোস্ট দেন, তাইলে সাধারণ মানুষের কি উপায়!!
রাত দেড়টায় আপনার এই পোস্ট পড়লাম। প্রথম ছবিডা দেইখা যেইরকম চমক খাইছি পড়তে পড়তে সেইটা আনন্দে পাল্টায়া গেছে। আবার শেষে আইসা এইডা একটা কি দিলেন!!

একটু মজা করলাম :) পোস্ট ভালো লেগেছে। আপনি রীতিমত ভূতের পোস্ট-মর্টেম করছেন B-))
স্কন্ধকাটা-< কন্ধকাটা হবে আমি যতদূর জানি :) ভালো থাকবেন ভাই :)

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১:৪৫

আমিই মিসির আলী বলেছেন: মিসির আলি না আলী ;)

ভয় পাইয়েন না।
শেষে কোনটার কথা কইলেন।
বোবাভূত নাকি ছবির কথা?

স্কন্ধকাটা / কন্ধকাটা - একই জিনিস। একটা ব্যবহার করলেই হয়!

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।

৩৫| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১:৫৯

মারুফ তারেক বলেছেন: মজা পাইলাম :)
মজা নিলাম :)

তয় আমারে কোনদিন ভূতে ধরে নাই, কোনদিন ভূত দেহিও নাই।
ভূত দেকবার চাই।

মাননীয় ভূত বিশেষজ্ঞ,
ভূতের ঠিকানা দিবাইন? ;)

০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০৮

আমিই মিসির আলী বলেছেন: হা হ হা হা!!!

এই না হলে বীর বাঙালী!!
অন্যরা যেখানে ভয়ে কম্পমান আপনি সেখানে ভূত দেখিবার ইচ্ছা পোষন করিয়াছেন!!

ভূত দেখিবার জন্য আপনার এই ইচ্ছা খানাই যথেষ্ঠ।
দিন রাতে ভূত চাই, ভূত চাই এই দুইটা শব্দ যপ করেন। ভূত দেখিতে পাওয়ার সম্ভাবনা আছে =p~

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৩৬| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ২:১০

পুলহ বলেছেন: "শেষে কোনটার কথা কইলেন।
বোবাভূত নাকি ছবির কথা?"
--ছবিডা :|

০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০৯

আমিই মিসির আলী বলেছেন: আরে ভূতের ছবি দেখিয়া ডরে না বীর!!
এত ভয়ের কি আছে! :)

৩৭| ০৫ ই মার্চ, ২০১৬ ভোর ৪:২৩

হাসান মাহবুব বলেছেন: ভূত একটা অমায়িক প্রাণী। আমার পছন্দের। লেখা ভালো হৈসে। ছবি দুইটাও। ঘুমাইতে যামু। আশা করি সুন্দর একটা দুঃস্বপ্ন দেখমু।

০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৩

আমিই মিসির আলী বলেছেন: ভূত একটা অমায়িক প্রাণী আমার পছন্দের।
=p~

সকাল হৈছে, আশাকরি অনেক সুন্দর একটা দুঃস্বপ্ন দেখিয়াছেন।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ হাসান মাহবুব ভাই।
ভালো থাকবেন সবসময়।

৩৮| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২১

অপর্ণা মম্ময় বলেছেন: শুরুর ছবিটা ভয়াবহ। যে কোন নিরীহ ভূতও আমার দিকে তাকাইয়া হাসলে আমি পুরাই শেষ!
ভূতপেডিয়া ভালো হইছে। তবে কোন ভূত বা ভূতের স্বপ্ন দেখনের ইচ্ছাও নাই :(

০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৭

আমিই মিসির আলী বলেছেন: প্রশংসার জন্য অনেক ধন্যবাদ।

ভূতের হাসি তো ভূতের হাসিইই!। কি নিরীহ আর কি ভয়ানক! যে শুনে সেই বুঝে!

এ জগতে হায়! ভূতের স্বপ্ন দেখিতে কে চায়!!
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপু।
ভালো থাকবেন।

৩৯| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৫

জুন বলেছেন: ভুতরে আমি জন্মের মত ভয় পাই।
এই মন্তবটি যখন লিখছি মঁনে হঁচ্ছে আঁমার পাঁশেই এঁকটা ব্রম্ম্যঁদৈত্য ডাঁড়িয়ে আঁচে বুঁঝি :-&
ভালোলেগেছে ভুত কাহিনী।
+

০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৯

আমিই মিসির আলী বলেছেন: ভূতরে আমি জন্মের মতো ভয় পাই।
আচ্ছা জন্ম কি ভয়ের?

ভূতের মূল জিনিসটা তো আমাদের মনেই।

অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
ভালো থাকবেন।

৪০| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৭

জিয়ানা বলেছেন: অন্যরকম পোস্ট। ভূত কখনও দেখার সৌভাগ্য (নাকি দুর্ভাগ্য!) আমার হ্য় নি। কিন্তূু ভূতের এত শ্রেণিবিভাগ এবং ছবি দেখিয়া ভ্য় পাইলুম! B:-)

০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২২

আমিই মিসির আলী বলেছেন: এক হিসেবে সৌভাগ্য অন্য হিসেবে দুর্ভাগ্য।
একজন বাঙালী এত ভূতের দেশে থাকেন তবুও ভূতের দেখা পান নাই এটা দুর্ভাগ্য!

ভূত কোন ভালো জিনিস না, দেখেন নাই সে হিসেবে সৌভাগ্য।

ভয় পাওয়ার জন্যই তো এতকিছু =p~

৪১| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১০

শায়মা বলেছেন: মাই গড!!!!!!

ভুতের বাড়ি দেখছি সবাই হাজির ভাইয়া!!!!!!!! B:-)

০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৫

আমিই মিসির আলী বলেছেন: হা হা হা!
যেখানে শায়মা আপু শুরুতেই হাজির হয় সেখানে বাকীরা হাজির না হয়ে পারে!! B-) =p~


অতপর ৬ষ্ঠ মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৪২| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৮

ফয়সাল রকি বলেছেন: এতো এতো ভুতের সংজ্ঞা পেলেন কোথায়! অনেক মজা পেলাম, তবে ছবিদুইটা ভালো হয় নি।+++

০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৯

আমিই মিসির আলী বলেছেন: এইসব হইলো বাল্যকালীন অভিজ্ঞতা।
মজা পাইছেন জেনে অখুশি হইলাম। পাওয়ার কথা ছিলো ভয় :|

এর থেকে ভয়ানক ছবি হয় নাকি! অনেকর তো মূর্ছা যাওয়ার অবস্থা হইছে।
ব্লগিং করছি ফয়সাল রকি ভাই। হার্ট এটাক ছড়িয়ে দেয়ার কাজ না ;)

মন্ত্যব্যের জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।

৪৩| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৬

শায়মা বলেছেন: ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৫

লেখক বলেছেন: হা হা হা!
যেখানে শায়মা আপু শুরুতেই হাজির হয় সেখানে বাকীরা হাজির না হয়ে পারে!! B-) =p~


অতপর ৬ষ্ঠ মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।


ঠিক ঠিক !!!!!!!!!!!

ভুতদেরকেও আমাকেই আনতে হবে তো!!!!!!!!!!

০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪১

আমিই মিসির আলী বলেছেন: না না না না, শায়মা আপুর এ ঋণ কখনো শোধ হবে না B-)

৪৪| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৩

ফয়সাল রকি বলেছেন: ব্লগিং করছি ফয়সাল রকি ভাই। হার্ট এটাক ছড়িয়ে দেয়ার কাজ না ;) -- সহমত।
তবে বাল্যকালে কেন এখন পর্যন্ত কোনো ভুত মামার দেখা পাইনি। তবে ভয় পাই যথেষ্ট পরিমাণে.... এখনো! B-))

০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫২

আমিই মিসির আলী বলেছেন: :-/

এইতো মামা কইয়া ডাকবেন ভূত কে, আবার তাদের দেখা পাওয়ার ইচ্ছা ও আছে!!
মামা কখনো ভাইগ্নাকে ভয় দেখায়!!

ভয় থাকা ভালো।
আমিও ভয় পাই না।

৪৫| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৪

আরণ্যক রাখাল বলেছেন: আহারে এতো ভূত থাইকাও আমি কুন ভূতের খপ্পরে পড়লাম নাহ!
ভূত না হউক পেত্নীর খপ্পরে তো অন্তত পড়ব :((

০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৪

আমিই মিসির আলী বলেছেন: আফসোস কইরেন না রাখাল ভাই।
দোয়া করি আপনার ভাগ্যে একটা মোহেনী জুটুক ;)
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৪৬| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৪

শায়মা বলেছেন: এক নদী রক্ত পেরিয়ে তোমার এ বাড়িতে
এক গাঁদা ভুত প্রেত এনে দিলাম আমি ....

আমার এই ঋণ কোনোদিন শোধ হবে না ....

না না না শোধ হবে না !!!!!!!!!!! :P

০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৬

আমিই মিসির আলী বলেছেন: হা হা হা হা!!
অতপর ৮ম মন্তব্যের জন্য ধন্যবাদ।
যুগ যুগ জিও।

৪৭| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫২

কাবিল বলেছেন: ভূত আমার খুব পছন্দ। রাতে অন্ধকারে চুপটি মেরে থেকে সবাইকে ভয় দিয়ে মজা পাই।
আমার এক কাজিন তো রিতি মত আমাকে মামদো ভূত বলে ডাকে।
ভূত সমাচার ভাল হইছে।

০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৯

আমিই মিসির আলী বলেছেন: ছুডু কালে আমিও এমন ভয় দেখাইতাম।
সাদা কাপড়, লাল শাড়ি পড়ে কবরস্থানের পাশে হাটাহাটি করতাম! সেখানে থেকেই কাঁদার মা কে দেখি! এবং সেই দেখাই শ্যাষ দেখা! আর পনের দিনের জ্বরের একমাত্র কারন।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ কাবিল ভাই।
ভালো থাকবেন।

৪৮| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৩

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
সামুতে একটা ভূতোপিডিয়া বাকী ছিলো। যাক, আপনি সেটাও পূরণ করে দিলেন।

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০১

আমিই মিসির আলী বলেছেন: দেখছেন সামু নিয়ে আমি কত ভাবি! =p~

অনেক ধন্যবাদ ভাই।
ভালো থাকবেন।

৪৯| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৬

ফয়সাল রকি বলেছেন: হুম ভয় থাকা ভাল।
কয়েকদিন আগে একটা লেখা পোষ্ট করেছি, সময় থাকলে একটু দেখে আসতে পারেন।
ছোট গল্প: ভূতের গলি

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১০

আমিই মিসির আলী বলেছেন: পড়ে আসলাম তেনাদের গল্প।
ভালো লাগছে।

৫০| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৫

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: জৈব ভুত বলেও যে একটা ভুত আছে সেইটা তো কইলেন না ভাই? সেই ভুত কিন্তু আমার ঘাড়ে চেপে বসে আছে..... ;)

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৬

আমিই মিসির আলী বলেছেন: জৈব ভূত তো আপনারে ঘাড়ে আছে, নামে না।
তালিকাভুক্ত হয় নাই!
নামলে খবর দিয়েন! কিংবা আপনিও লিখতে পারেন তার সম্পর্কে।
জৈব ভূত খুশি হওয়ার সমূহ সম্ভাবনা। ;)

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৫১| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ভূত আমার কোন অনিষ্ট করে নাই। তেনারা ফেইসবুক ফ্রেন্ডের মতো। শুধু দেখাদেখি। ছুঁয়াছুঁয়ি নেই। ;)

মোহিনীর এড্রেস আছে? B-)


+

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩৯

আমিই মিসির আলী বলেছেন: বোবাভূত আপনার সঙ্গী হউক।
দোয়া করি।


মোহেনী তো আপনারে খোঁজে।
আপনার এড্রেস রাইখা যান =p~

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫২| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৭

তার আর পর নেই… বলেছেন: খালি বোবা ভূতের অভিজ্ঞতা আছে।
এত ভূতের নামও শুনিনি।

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪১

আমিই মিসির আলী বলেছেন: বোবাভূত!
সে এক কঠিন ভূত!
মুখ দিয়ে ফেনা বের না করে ছাঁড়ে না ।
যাক তাও তো অভিজ্ঞতা আছে।

নাম এইতো এখন পইড়া ফেললেন।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।

৫৩| ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০১

নেক্সাস বলেছেন: ভাই বোবা ভুতের জ্বালায় তো আমি শেষ। এটা আসলে কি?

০৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫১

আমিই মিসির আলী বলেছেন: এটা আসলেই ভূত।
খচ্চর টাইপের ভূত।

৫৪| ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৪

তাসলিমা আক্তার বলেছেন: ছবি দেখেই কম্মো সারা। ভয়ের চোটে দুইদিন এমুখো হইনি। আজ বড় হুজুরের পানি পড়া খেয়ে তবে পোস্টে ঢুকলাম। ইয়া মাবুদ, রাত্রে তিনটা রিলাক্সেন আজ লাগবেই।

তবে ইয়ে...আমি বোধয় বড় হলে শাঁকচুন্নি শ্রেনীতে পরবো। সুন্দর ছেলের ব্যাপারটা কি যেন বলছিলেন..হে হে হে।

০৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৬

আমিই মিসির আলী বলেছেন: হা হা হা!!
বড় হুজুরের পানি পড়া খাইছেন! =p~

এত ভয় হলে চলে!!
বি এ টাইগারের দেশের মানুষ।

শাকচুন্নী হবেন কেন!! :|
আমার তো মোহেনীর প্রতি দুর্বলতা ছিলো :-P

মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
দোয়াকরি অনেক গুলো ভূতের সাথে আপনার দেখা হোক।

৫৫| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:২০

চাঁদগাজী বলেছেন:



বাংলায় ভুত একটু বেশী।

০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৫

আমিই মিসির আলী বলেছেন: ঠিক বলছেন।
বাংলায় সবই বেশি বেশি।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৫৬| ০৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

হাসান ভাই বলেছেন : 'ভূত একটা অমায়িক প্রাণী।' :D

ভূত পিডিয়া।

বাংলাদেশে এত ভূত আছে? জানতামনা। :)

০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৯

আমিই মিসির আলী বলেছেন: জানেন না!!
এটা একটা অপরাধ ছিলো আপনার জন্য।
ভাগ্যিস আমি জানিয়ে দিলাম :-P

মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।

৫৭| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৮

কথাকথিকেথিকথন বলেছেন: ভূত নিয়ে তো বিশাল গবেষণা ! দেখলাম লেখক ভূত নামে কোন ভূত নাই যারা লেখকদের যন্ত্রণা দেয় । তাহলে লেখকরা বেঁচে গেল ! তবে মাঝে মাঝে যে কোন লেখাই মাথায় আসতে চায় না এটা কী আবার তাদের কারসাজি কিনা কে জানে !!

০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৫

আমিই মিসির আলী বলেছেন: হা হা হা!!
লেখক ভূত ও ছিলো। শত বছর পূর্বে কেউ একজন দাবি করেছিলো যে তার উপর কোন বিখ্যাত লেখকের আত্মা ভর করেছে। এর পর আর এমন কথা শুনা যায় নাই।

আপনার লেখক ভূত নিয়া মন্তব্য দেখে মনে হচ্ছে আপনার উপর কোন লেখক ভূতের নজর আছে =p~

লেখা কেন আসে না - বন্ধু ভূত কই! :-p

মন্তব্য করার জন্য ধন্যবাদ।
দোয়া করি ভূত ফিরে আসুক :)

৫৮| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১৪

অগ্নি সারথি বলেছেন: এতো দেখি পুরো ভূতের সাড়ে চৌদ্দ জাত নিয়ে এসে হাজির করেছেন।

০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৮

আমিই মিসির আলী বলেছেন: হা হা হা হা!
ভূত আমাদের দেশের গর্ব।
আপনার এই নিয়া গর্ব হওয়া উচিৎ ;)

মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

৫৯| ০৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০২

ফেরদৌসা রুহী বলেছেন: আমাদের আশেপাশে দেখি নানা রকম ভুতের আনাগুনা :P

আমি ভুত ভয় পাই। তবে মাঝেমাঝে বোবা ভুতের খপ্পরে আমিও পড়ি।

০৭ ই মার্চ, ২০১৬ রাত ৮:১৬

আমিই মিসির আলী বলেছেন: ঠিক বলছেন।
ভূতের অভাব নাই।
ভূতে সবাই ভয় পায়।
বোবা ভূত আপনারেও ধরে! কেয়া বাত হে =p~

৬০| ০৮ ই মার্চ, ২০১৬ ভোর ৫:২৪

মানসী বলেছেন: ভূতকাহিনী অদ্ভুত লাগলো। মানে এত কিছু তো আর জানতাম না।
কিন্তু ভূত নিয়ে আমার কত ভয় ছিলো! ভূত সম্পর্কে এত কিছু জানতাম না বলে ভয়টা একটা অদ্ভুত ছিল । আর আপনি দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়ে ভয় ভাঙিয়ে দিলেন! এবার আমি ভয় পাবো কাকে ? কত ক্ষতি হলো জানেন ?

পোষ্টে কিন্তু ++++++++++++

০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৩

আমিই মিসির আলী বলেছেন: আমি কোন ভূতকে বললাম যে ও খুব ভালো মানুষ।
ওকে ভয় পাইতে হবে না!! =p~

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।

৬১| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ভূতের শ্রেণিবিভাগ ও বিবরণ ভাল্লাগসে!

০৯ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৫

আমিই মিসির আলী বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.