![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ মাত্রই মায়ার জালে ফেঁসে যায়। তবে কিছু কিছু মানুষ থাকে যাদের মায়া জিনিসটা স্পর্শ করে না। আমি তাদের একজন।
কারন ছাড়াও মাঝেমইধ্যে মন খ্রাপ হইয়া যায়! আর তাহা ভালো করিবার জন্য নির্মল বিনোদন প্রয়োজন হয়!
মনের দুকখো ভুলিবার নিমিত্তে রাস্তায় রাস্তায় হাটিতেছিলাম। অবশেষে এক ছিঃনেমা হলের সামনে আইসা থমকাইলাম! সাকিব খানের ছবির এক বিশাল পোষ্টার টাঙ্গাইয়া রাখিয়াছে। নামের আগে তাহার ক্যাবলা মার্কা চেহারা নজর বন্দি হইলো। সাথে কাবিলা, মোটা কমু না স্বাস্থ্যবান অপু বিশ্বাস , হিরো থেকে বদলি ওমরসানি আর অমিত হাসান! ছিঃনেমার নাম " রাজা ৪২০ "।
বহুকাল পর হল ছবি দর্শন করিবার খায়েশ মনে জাগিলো! ব্ল্যাক টিকিট হাতে এক বিড়িখোর আসিয়া কহিলো........ " মামা একটা টিকিট আছে লইয়া যান, সামাজিক ছবি দেইখ্যা ফেলান! সাথে তাহার দন্তবিকশিত হাসি "
মনের দুকখো ভুলিবার নিমিত্তে বেশ কিছু টাকা খর্ছা করিয়া হলের ভিতরে এন্ট্রি দিয়াছিলাম!
যাইয়া দেখি অভিনয় শুরু হইয়া গেছে! হল ভর্তি চেয়ার মানুষ খুবই স্বল্প! সাকিব খানের ছবির বড়ই আকাল যাইতেছে! বেচারা বইসা বইসা অভিনয় করিয়া হাতির বাচ্চার মতো হইতেছে দিন দিন!
সামাজিক বলিয়া ভিতরে ঢুকছিলাম! যাইয়া দেখি উল্টা! এক হট বালিকা, তারচেয়েও হট কাপড় পড়িয়া কোমর দুলিইয়্যা বাঙলা নেত্য করিতেছে! তাহার পশ্চাৎদেশ এতই চওড়া যে বিআরটিসির দুইটা সিট তাহার জন্য একাই যথেষ্ঠ!
সাকিব খান ছবির নাম অনুযায়ী রাজা, আর অপু ছবির নাম অনুযায়ী রানী, ওমরসানী তার মদন টাইপ ভাই! আর অমিত হাসান হইলো গিয়া ভিলেইন্যা ।
তাহাদের দীর্ঘ দুই ঘন্টার সার্কাস জুড়িয়া একটা বিষয় শিখাইলো এবং দেখাইলো যে দালালের মাধ্যমে বিদেশ ভ্রমন করিবার স্বপ্ন দেখা আর গভীর রজনীতে বাঁশ খাওয়া একই কথা!
সাকিব খান অমিত হাসান কর্তৃক ধোঁকা খাইছে! আমেরিকা পাঠাইবো কইয়া দশজন লোকের ব্যবস্থা করিতে বলে! সাকিব ওরুপে রাজা সহজ সরল গ্রাম্য যুবুকদের পুসলাই পাসলাইয়া তাহার ব্যবস্থা করিতে সক্ষম হৈল। ৮০ লক্ষ টাকা দিয়া দশজন লোক আমেরিকা পাঠাবে ভাবা যায়!
অমিত হাসান এক ভন্ড বাবা তাহার ডায়লগ হইলো " ইয়া বাবা " বচন ভঙ্গি দেখিয়া মনে হইয়াছিলো দীর্ঘদিন যাবৎ কষ্টকাঠিন্য রোগে ভুগিতেছে ! সাকিবের থেকে টাকা আত্মসাৎ করিয়া সে তাহার আস্তনা পরিবর্তন করিয়া ফেলে।
আমেরিকা যাইতে না পারিয়া অপু ওরুপে রানী সাকিবের উপ্রে চটিয়া যায়! কারন রানীর ভাই ও মেরিকা যাওন প্রার্থী ছিলো। প্রতিশোধ নিবে বলিয়া অমিত হাসানের দলে যোগ দান করিয়া ফেলে। পাইয়া অমিত ওরুপে "ইয়া বাবা " রানীরে ছোট জামা কাপড় পরাইয়া নিজের ধান্ধাবাজি শুরু করিয়া দিলো! আবার একই সাথে তাহার বাড়ন্ত যৌবনে হাবুডুবু খাইলো! মনে মনে তাহারে বিয়া করিবার স্বপ্ন দেখিয়া রাখিলো।
এইবারের টার্গেট গুলসানের এক বখে যাওয়া বালক! যতবারই তাহারে দেখাইলো হাতে একটা মদের বতল থাকেই!( বাঙলা ছবির কিঞ্চিত পরিবর্তন হইয়াছে এইখানে... আগে বখে যাওয়া বালকগণ সিগারেট হাতে ক্যামেরার সামনে আইতো!) আজব ক্যেরেক্টার! গুলসান ২ এ তাহার একটা ডুফ্লেক্স বাড়ি আছে ! ইয়া বাবার সাথে তাহার কনট্রাক হইলো তিন কোটি টাকা দিবে বিনিময়ে সে অপু ওরুফে রানীরে বিয়া করিবার সার্টিফিকেট পাইবে!
ছোট পোষাকের রানীরে দেখিয়া হলের দর্শক যেই চিৎকার দিয়াছিলো তখন বুঝিয়াছিলাম অভিনয়ের চেয়ে শরীর দর্শন করিবার দর্শক বেশি আছে।
এই দিকে হিরো রাজা, রানীর ভালোবাসা! রাজা রাজ বাঁশ খাইয়া তো মাইন্ধ্যা চিপায় ফাইস্যা গেছে! রানী রাজারে দেখতে পারে না! সে মরে বিরহের আগুনে!
রাজার ভাই মদন ওমরসানী জনগনের হাতে একটা রাম ধোলাই খাইলো রক্তের সম্পর্কের দোষে! অবশেষে এলাকার চেয়ারম্যান আইয়্যা জনগনরে ঠান্ডা করে।
মদন ওমরসানী হাসপাতালে বইয়্যা বইয়্যা কান্দে। ছাব্বিশ হাজার টাকা বিল হইছে ক্যামতে দিবে! এক টাকাও তার কাছে নাইক্যা! অবশেষে রাজা তারে ফোন দিয়া ঘটনা যাইনা সুপার ম্যান গতিতে আইয়্যা পড়ে। আইসা ডাক্তারের বিল না দিয়াই তারে দাড়ি মোছ্ লাগাইয়া ডাক্তাররে বলদ বানাইয়া ভাগছে!!
অবশেষে সে প্রতিশোধ নিবে! বাংলা ছবির প্রতিশোধ পর্ব গুদামঘর ছাড়া হয় না! সেই গুদামঘরে অমিত হাসান অপু বিশ্বাস ওরুপে রানীকে লুটিত জরিনার অনুরুপ লুটিত রানীতে পরিণত করিবার চেষ্টা করিতেছিলো! দর্শকের ধর্ষন পর্ব যে এত ভালো লাগে তাহা হাতে নাতে প্রমান পাইলাম! তয় সাকিব খানের এন্ট্রি হওয়ায় পাব্লিক চুপসায়া গেল! সাকিব কামরুখার পীর সাজিয়া আসিয়াছে!
অমিতরে পুসলাইয়া পাসলায়া অপুর জুতা দিয়া মালিশ করিলো! বলিলো জোর "... করিয়া কিছু করন যায় না রে মমমমিনা!আমার কথা মান .... রানী নিজে তাহার যৌবন তোর নিকট সমর্পন করবে "। এটা শুনিয়া অমিত খুশিতে গদগদ হইয়া জুতার ডলা সহ্য করিতে লাগিলো। কিন্তু ভন্ড পীর ধরা খাইয়া গেল! মালিশ করিতে করিতে তাহার আলগা মুছ খশিয়া পড়ে! পরে দুইপক্ষ মারামারি চলিলো! বাংলা ছবির নিয়ম অনুযায়ী পুলিশ শেষে ক্যামতে জানি খবর পাইয়া যায়! এইখানেও ব্যতিক্রম হয় নাইক্যা! শেষ সময়ে এন্ট্রি দিয়া খরচাপাতি আর বাড়াইতে দেয় নাই! অবলা ডাম, বাক্স, আয়না ভাইঙ্গা কি ফায়দা!!
ছবি দেখিয়া টাকা উসুল + অসময়ের মন খারাপ দশা চলিয়া যায়।
দল বাঁধিয়া হলে যাইয়া ছিঃনেমা দেখিয়া আপনার পশ্চাৎদেশ চওড়া করুন এবং শাকিব খানের পশ্চাৎদেশ চওড়া করার অশেষ দায়িত্ব পালন করিয়া ধন্য হউন! ( আমার টেকা!
)
১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৩
আমিই মিসির আলী বলেছেন: বিজন রয় বাবুর এই বিতৃষ্ণা ভাব কেন!!!
২| ১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫২
আলভী রহমান শোভন বলেছেন: ৯৫ ভাগ বাংলা সিনেমাই বিনোদনে ভরপুর থাকে। ভুল-ভাল অভিনয়, শাকিবের মেয়েলি ভঙ্গি, কান্নার দৃশ্য সব কিছুতেই নির্মল আনন্দ পাই।
১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৮
আমিই মিসির আলী বলেছেন: ঠিক বলেছেন!!!
শুধু মাত্র সাকিব আপুর কান্নার ভিডিও দেখেও ঘন্টার পর ঘন্টা হাসা যায়
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫২
গেম চেঞ্জার বলেছেন: বাংলা ছবির প্রতিশোধ পর্ব গুদামঘর ছাড়া হয় না!
বাংলা ছবির নিয়ম অনুযায়ী পুলিশ শেষে ক্যামতে জানি খবর পাইয়া যায়! এইখানেও ব্যতিক্রম হয় নাইক্যা!
যাইহোক, ইহা বৈ কিছু আশা করন যায় নাক্কা। আমি কাইলকা টিভিতে দেখছিলাম, মাইরের পরে পুলিশ আইসা কয়ঃ- আইন নিজের হাতে তুলে নিপেন না।
ইহা আমার জন্য তুলনাতীত বিনোদুন ছিল। নির্মল বিনুদুন। হেঃ হেঃ
আপনার রিভু স্টাইলডা মন্দ হয় নাই। কিপআপ।
১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০১
আমিই মিসির আলী বলেছেন: যাক!
অবশেষে একখান ভালো মন্তব্য পাওন গেল।
অনেক ধন্যবাদ।
বাঙলা ছবি মানেইই বিনুদুন।
বিশেষ করে সাকিব, জলিল ভাই যেখানে থাকে সেখানে বিনোদনের অভাব হয় না
৪| ১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৫
সুলতানা রহমান বলেছেন: সরি মিসির আলী, আপনার বাংলা ছিঃনেমা দেখে পুরোটা আর পড়লাম না। বাংলা ছিঃনেমা দেখি না, কৃষ্ণপক্ষ ছবিটা দেখবো।
১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
আমিই মিসির আলী বলেছেন: কোন ব্যপার না।
ঐটা হচ্ছে সিনেমা। ঐটা অবশ্যই দেখবেন।
৫| ১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৬
অন্তঃপুরবাসিনী বলেছেন: হা হা হা!! সত্যিই বিনোদন।
আপনার বলার স্টাইল চমৎকার।
১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯
আমিই মিসির আলী বলেছেন: বিনোদন পাইছেন তাহলে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৬| ১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১০
মোটা ফ্রেমের চশমা বলেছেন: আপনার মানিব্যাগের প্রতি এক মগ সমবেদনা দিয়া দিলাম। পকেটে কইরা নিয়া যান
১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২১
আমিই মিসির আলী বলেছেন: এক মগে কি হইবে!!!
এক বালতি দরকার
৭| ১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
উল্টা দূরবীন বলেছেন:
এই ছপি দেইক্ষা টেকা উসুল করার চিন্তা না কইরা বিট লবন দিয়া বাদাম খাই গা।
লেখা পইড়া হাসছি অনেক। বিনুদুন পাইলাম ভাই।
১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
আমিই মিসির আলী বলেছেন: ব্লগের বড়ই দুঃসময় চলিতেছে।
আপনার মন্তব্য পড়িয়া ভালো লাগিলো।
অনেক ধন্যবাদ।
ভালো থাকুন সর্বদা।
৮| ১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হায় বাংলাদেশের ছিঃনেমা!
১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
আমিই মিসির আলী বলেছেন: আবুহেনা ভাইকে প্রথম আমার ব্লগে পাইলুম।
ধন্যবাদ ভাই।
বাংলাদেশের অধিকাংশ সিনেমাই সিনেমা থাকে না। ছিঃনেমা হইয়া যায়! ভালো নির্মাতা আর ভালো গল্প ছাড়া কি ভালো ছবি আর আশা করন যায়!!
৯| ১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
মহা সমন্বয় বলেছেন: ব্যাপুক বিনুদুন কিন্তু কথা হচ্ছে কি আজকে একটা দারুণ পোষ্ট করছিলেন ওটা কই গেল??
১৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:০২
আমিই মিসির আলী বলেছেন: ধন্যবাদ।
যেটা দিয়াছিলাম, ওইটা হাইড করে দিয়েছি।
যে উদ্দশ্যে দিয়াছিলাম। ঐটা বৃথা গেছে।
১০| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৮
মহা সমন্বয় বলেছেন: এত তাড়াতাড়ি হতাশ হলেে ক্যামতে হবে... নিজের উপর আস্থা রাখা ফরজ।
১৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৪
আমিই মিসির আলী বলেছেন: ঐটা কোন আহামরি বিষয় না।
পরামর্শের জন্য ধন্যবাদ।
১১| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাইডি..
অসাধারন রিভিউ..
ছবির পরিচালক! আর নায়ককে নিয়মিত রিভিউ পড়া বাধ্যতা মূলক করা হুক!!!
অসাধারন দৃষ্টিভঙ্গিতে রুপ রস গন্ধ সহ যেভাবে সারাংশ তুলে ধরেছেন- তুলনা নাই
এরা কি গুহা যুগ থেকে আর কুনদিন বের হবে না!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আপ্নেরে অনেক অনেক ধইন্যা...
১৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:২০
আমিই মিসির আলী বলেছেন: আপনার এই অসাধারণ মন্তব্যখানার জন্য অনেক ধন্যবাদ।
বাঙলা সিনেমার আকাশে যতদিন ভালো নির্মাতা আর ভালো অভিনেতা + ভালো গল্প না আসে ততদিন এর উন্নতি হৈব না।
যত রকই করতে যাবে এছাড়া হইয়া যাবে ছিঃনেমা!
১২| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৪
সোজোন বাদিয়া বলেছেন: আপনার টাকা উসুল, মন ভাল তাতেই আমরা খুশি ।
১৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:২২
আমিই মিসির আলী বলেছেন: টাকা আর উসুল না হইয়া যাইবে কই!!!
ধন্যবাদ মন্তব্যের জন্য।
১৩| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৩
পুলহ বলেছেন: মন ভালো করার আইডিয়াটা ভালো । লেখার কিছু ডায়লগ সেই রকম লাগছে --
"হল ভর্তি চেয়ার মানুষ খুবই স্বল্প!"
"বাংলা ছবির প্রতিশোধ পর্ব গুদামঘর ছাড়া হয় না! "
সবশেষে- "দল বাঁধিয়া হলে যাইয়া ছিঃনেমা দেখিয়া আপনার পশ্চাৎদেশ চওড়া করুন " আর তাহা না পারিলে অন্ততঃ মিসির আলীর রিভিউখানা পড়ুন
১৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৩
আমিই মিসির আলী বলেছেন: হাহাহা হা
মজার অংশ হাইলাইট করার জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন সময়।
১৪| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৭
সায়ান তানভি বলেছেন: হা হা হা হা হা হা হা হা হ হা হা হা হা হা হা কা হা হি হা হান হে
১৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৩
আমিই মিসির আলী বলেছেন: হে হে হে হে
১৫| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৫
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: কি আর করা.........
১৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৪
আমিই মিসির আলী বলেছেন: হুম!
কিচ্ছু করার নাইক্যা!
১৬| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ২:০৫
মিজানুর রহমান মিরান বলেছেন: গেলো আপনার ট্যাকা! হা হা হা...
১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩০
আমিই মিসির আলী বলেছেন: তা তো গেছেই!
বসিয়া থাকিয়া টাকা উসুল করিতে গিয়া আমার পশ্চাৎদেশ ও ব্যথা হইয়া গিয়াছিলো!
মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৭| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ৩:২২
তিথীডোর বলেছেন: how could you continue to watch something like this? I would rather prefer to watch any kid's cartoon!
১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৩
আমিই মিসির আলী বলেছেন: হা হা হা হা!
অনলি রিজন টেকা উসুল করা
আর এটা ঠিকই বলছেন, ঐটা দেখার থেকে কার্টুন দেখা অণেক ভালো।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৮| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪৬
ইমরাজ কবির মুন বলেছেন:
হায় অপু বিশ্বাস
১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৫
আমিই মিসির আলী বলেছেন: হু..।
অত্যন্ত রুপবতী, বুদ্ধিমতী, মুটো থুক্কু স্বাস্থ্যবতী অপু
১৯| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫৫
সাদিয়া আফরোজ বলেছেন: মজা পেলাম
১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৬
আমিই মিসির আলী বলেছেন: মজা নিতে আসার জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকুন সর্বদা।
২০| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:০৫
রাজু বলেছেন: বেসম্ভব ভালো লাগলো। যদিও প্রথমে বাংলা সিনেমার শুনে পড়ি নাই!! কিন্তু এখন বুঝলাম, কি জিনিসকে মিসিং করতে আছিলাম...!?? ব্যাপক মঝা পেলাম....হা হা হা
১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৮
আমিই মিসির আলী বলেছেন: হে হে হে হে
যাক দেরীতে হইলেও আপনি মজা লুটতে আইছেন এবং সফল হইছেন সেজন্য শুভেচ্ছা।
মন্তব্য করার জন্য ধন্যবাদ।
ভালো থাকুন সর্বদা।
২১| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:২৪
প্রামানিক বলেছেন: ভাই আপনার ছিঃনামা রিভিউ পড়লাম। মজাই পাইলাম, বর্তমান ছিঃনামার কান্ড কারখানা ভালভাবেই তুইলা ধরছেন। মন্দ হয় নাই। চমৎকার হইছে।
১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪২
আমিই মিসির আলী বলেছেন: আসলেই ঠিক ভাই।
বর্তমানেও কিছু উদ্ভট ছবি তৈরি হয়, আর আমরা তা দেইখ্যা বিনোদনিত হইয়া ফিরিয়া আসি!
সুন্দর একখান মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
২২| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০৩
কল্লোল পথিক বলেছেন:
ব্যাপুক বিনুদন পেলুম।
১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪৩
আমিই মিসির আলী বলেছেন:
বিনোদন পাইছেন জানিয়া ধন্য হলুম।
মন্তব্য করিয়া জানান দেওনের জন্য অনেক ধন্যবাদ।
২৩| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দল বাঁধিয়া হলে যাইয়া ছিঃনেমা দেখিয়া আপনার পশ্চাৎদেশ চওড়া করুন এবং শাকিব খানের পশ্চাৎদেশ চওড়া করার অশেষ দায়িত্ব পালন করিয়া ধন্য হউন! ( আমার টেকা!
( ) ন
পর্দায় সাকিব উপস্থিতি বড়ই অস্বস্থিকর। এখন ওরে বোন্দার মতো লাগে।
১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪৬
আমিই মিসির আলী বলেছেন:
কথা একটাই বাঙলা ছিঃনেমা দেখুন আর প.............
পর্দায় সাকিব উপস্থিতি আসলেই পীড়া দায়ক।
মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
২৪| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৮
অপর্ণা মম্ময় বলেছেন: সাকিবরে ভোন্দার মত লাগে !!! হাহাহহা।
অনেক জায়গাতেই পড়লাম মন খারাপ থাকলে ছিনেমা দেইখা মন ভালো করার বিকল্প নাই। দেখি একদিন দেখতে হপে কি কি দেখায়! বহুদিন ড্যান্স,মাইরপিট,গানাবাজানা,লুমান্স দেখা হয় না ছিনেমার।
১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৩
আমিই মিসির আলী বলেছেন: হে হে হে!!!
আপনি দশ মিনিট সাকিবের কান্দার ভিডিও দ্যাখেন আপনি এক ঘন্টা হাসবেন
বহুত দিন দ্যাখেন নাই!! বাঙালী হইয়া এটা বলা অপরাধ....। যত তাড়াতাড়ি সম্ভব দেইখ্যালান
মন্তব্যর জন্য ধন্যবাদ।
২৫| ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:২৬
তাসলিমা আক্তার বলেছেন: বিবমিষা হইতেছে। কিন্তু ঝা আচে পকালে থুক্কু কপালে আমি একদিন এই প্রজেক্ট হাতে নিমুই। সাহস কইরা সাকিব খানের ছি:নেমা দেইখ্যালামু।
চৌধুরী ছাহেব, আমরা গরীব হতে পারি কিন্তু আমাদেরও ছি:নেমা দেখার খায়েস আছে
১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৬
আমিই মিসির আলী বলেছেন: দেইখ্যালান!
দেইখ্যা বাঙলা ছিঃনেমার অশেষ বিনোদন হাসিল করুন
আপনার পেটের চামড়ার জন্য অগ্রিম শুভকামনা রইলো।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
২৬| ১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০০
শাহরিয়ার কবীর বলেছেন: সব কিছুতে অযোগ্য লোকের আনাগোনা আর ওখানে থাকলে সমস্যা কোথায়?
ওরা আমাদের দেশি পন্য আমরা দেখে হবো ধন্য।
ভাল লিখেছেন। ধন্যবাদ
১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৯
আমিই মিসির আলী বলেছেন: হা হা হা!!
অযোগ্য লোক সব খানে থাকবেই, এটা কোন ব্যপার না।
কিন্তু যুগ অতিক্রম করেও যদি ঐ অযোগ্য লোকের কিঞ্চিত ও উন্নতি সাধিত না হয় তবে তো ধিক্কার দিতেই হয়!
অবশ্যই।
সিনেমা ও ছিঃনেমা দুটাই দেখুন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
২৭| ২৯ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৩৭
জিয়ানা বলেছেন: বাংলা ছিঃনেমা! বড়ই আজব,কখনও বদলায় না! চমৎকার লেখা। প্রাণভরে হাসলাম!
২৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩৫
আমিই মিসির আলী বলেছেন: বাংলা ছিঃনেমা যতকা পর্যন্ত ভালো নির্মাতার মুখ দেখবে না ততদিন সিনেমাতে রূপান্তরিত হতে পারবে না।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকুন সর্বদা।
২৮| ৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০৬
কথিত লেখক বলেছেন: আমার ট্যাঁকা :'(
৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫১
আমিই মিসির আলী বলেছেন: হে হে হে!
টেকা জলে গেছে ...
২৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:১৩
তাজবীর আহােমদ খান বলেছেন: বিনোদন আর বিনোদন ----- হা হা
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩২
বিজন রয় বলেছেন: ধুররররর!!