![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ মাত্রই মায়ার জালে ফেঁসে যায়। তবে কিছু কিছু মানুষ থাকে যাদের মায়া জিনিসটা স্পর্শ করে না। আমি তাদের একজন।
ভাইরে,
এই জগতে হায় কে একা থাকিতে চায়! আমি কেন সিঙ্গেল এ প্রশ্ন সিঙ্গেলদের মনে উঁকি দিবেই। এটা প্রকৃতি বলি আর বর্তমান সমাজ বলি বার বার মনে করিয়ে দেয়ার দায়িত্ব পালন করবে।
এক মনিষী আবার বলে গেছেন “গার্লফ্রেন্ড বিহীন তরুনের পৃথিবীতে বেঁচে থাকা, ঘাসবিহীন মাঠে গরুর পায়চারির মত”।
এসব কথা কার গায়ে সয়? গায়ে সইলে ও দিলে সয়ার কথা না। আসলেই তাই, কারো দিলেই সয়ে না। আমার দিলেও সয়ে নাই!
ভালোবাসার এই খরার মৌসুমে ও আমি একটা ভালোবাসার মানুষ জোগাড় করার চেষ্টা নিয়োজিত ছিলাম। দীর্ঘদিনের চেষ্টায় একজন পেয়ে ও যাই। কিন্তু হায়!! আরেক মনীষী বলে গেছেন " কোন মেয়ের দ্বিতীয় প্রেমিক হইতে যাইও না, আর কোন ছেলের প্রথম লাভ হইতে যাইও না। যদি হইতে যাও পীড়া আর প্যারা ঠিকই টের পাইবা "।
বর্তমান সমাজে যে ট্রেডিশন চলে আসছে তা বড়ই হৃদয়বিদারক। ইন্টারপড়া মেয়েকে যদি বলেন " আই লাভ ইউ " মেয়ে আপনাকে কি বলবে জানেন?? ভাইয়া! আমার পাঁচ বছরের একটা রিলেশন আছে।
সুতরাং মেয়েদের প্রথম লাভ হওয়ার সৌভাগ্য এখন খুব কম মানুষেরই হয়। বাকী সবই দ্বিতীয় নাম্বার, তৃতীয়, চতুর্থ ও হইতে পারে। খুব অবাক হচ্ছেন?
কিছু দিন আগে একটা নিউজ শুনছিলাম যে এক মেয়ে তার বিয়ের আগে তার ১৫ জন বয়ফ্রেন্ডকে এক জায়গায় ডাকে। একবার ভাবেন বিষয়টা!! পনের টাকা বর্তমানে কম হইতে পারে! কিন্তু পনের লাভার হিউজ পরিমাণ একটা সংখ্যা!
এত কিছু জানার পরও ন্যাড়া সাজবার মন সবারই হয়! বেল তলায় যাইতে মন চায়। আমিও গেছিলাম
বসন্তের আগমনি হাওয়ায় দেখেছিমাম একজনকে। বিশেষ মানুষের প্ররোচনায় হালকা আবেগের আদান প্রদান হৈছিল। কিন্তু তারপরই কালো বেড়াল বের হইতে শুরু করে! প্রথম দেখায় যেমন মনে হয় আসলে পরে সেসব না মিললে সমস্যা। আর আমিও পড়ছিলাম কঠিন সমস্যায়। একটা মাইন্ধা চিপায় ফাইস্যা গেছিলাম।
একটা সম্পর্ক টিকিয়ে রাখার মতো কাজ মেয়ে করেই না! উল্টো এই রসিক মিসিরআলীর উপর দোষ দেয় -মিসিরআলী নাকি গম্ভীর! ফান করে না! কিছু করে না! তাহার এসব কথা শুনিয়া বাংলার সকল ডাবল জাতিকে আমার জোকার মনে হৈল!!
কি আর করা রিলেশন টিকিলো না! চ্রম ব্যর্থতা! ভাবতাছি মিরাক্কেলে জয়েন করমু!
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:০৭
আমিই মিসির আলী বলেছেন: কি বলেন!!
আপ্নেও সিঙ্গেল নাকি!
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:০৬
বিজন রয় বলেছেন: না না, আমি নাই।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:০৮
আমিই মিসির আলী বলেছেন: একবার আছি একবার নাই!
কাহিনী কিয়া ভাই!!
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:০৯
বিজন রয় বলেছেন: প্রথমে পড়ি নাই।
পরে পড়ছি।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:১০
আমিই মিসির আলী বলেছেন:
হে হে হে .....
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:১২
মারুফ তারেক বলেছেন: তাহার এসব কথা শুনিয়া বাংলার সকল ডাবল জাতিকে আমার জোকার মনে হৈল!!
আসলেই ভাউ
আপনি তো পাইছেন, পরে ছাড়ছেন
আর আমিতো সাহসই পাই না
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:১৫
আমিই মিসির আলী বলেছেন: ভাইরে,
স্মৃতি জমা হওনই তো খ্রাপ!
একসময় স্মৃতি কাতরতা দেখা দেয়।
আপনে এক হিসেবে ভালোইই আছেন।
তবে সামনে নববর্ষ আছে।
চেষ্টা কৈরা দেখতে পারেন। কপাল খুলতেও পারে
৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:১৬
গুলশান কিবরীয়া বলেছেন: “গার্লফ্রেন্ড বিহীন তরুনের পৃথিবীতে বেঁচে থাকা, ঘাসবিহীন মাঠে গরুর পায়চারির মত” - এই কথাটি যেই মনিষী লিখেছেন তাকে আমি জানি , বলা যায় তার লেখা পড়ে পড়ে মুগ্ধ হয়ে লেখার প্রতি আগ্রহ জাগে , তাইতো মাঝে মাঝে টুকটাক ছাইপাস লেখার চেষ্টা করি ।
আমি আপনার দলে নাই । ঈশ !!! আপনার জন্য মায়া লেগছে ...
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:২৩
আমিই মিসির আলী বলেছেন: আপ্নের লেখার হাত অনেক ভালো।
বলা যায় গুরুর প্রভাব ভালোই পড়ছে।
আপ্নে আমার দলে নেই, তবু যে দুঃখ প্রকাশ করছেন তার জন্য খুশি হইলাম।
অনেক ধন্যবাদ।
৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:১৬
ভবোঘুরে বাউল বলেছেন: আহ! কি দুঃখ! কি দুঃখ! আবার মনে করাইয়া দিলেন? মিসির আলী দাদা! আপনে কিন্তু লোকটা ভালো না মিয়াঁ।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:২৫
আমিই মিসির আলী বলেছেন: আমি জনম দুখী।
দুকখে দুকখে ভাসি।
ভাইরে,
সামনে নববর্ষ।
কেমন করিয়া যে কাটিবে দিন তাহা ভাবিয়াই আমি উদ্বিগ্ন!
মোর কি দোষ!
৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:২২
অমনিট্রিক্স বলেছেন: কেউ দেখি আপনার লগে নাই।
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে......
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:২৭
আমিই মিসির আলী বলেছেন: না ভাই,
একজন আছে তো আমার দলে।
আপ্নে কোন দলে সেটাই বুঝলাম না আরকি.....
৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:২৩
সাদী ফেরদৌস বলেছেন: আপনারে একটা সাজেশন দেই , এক কাজ করুন আপনি রাশিয়া চলে যান , কিংবা জাপান , সেখানের মেয়েরা যথেষ্ট পুরুষ সংকটে আছে ।
রাশিয়া হলে খুব ভালো , সেখানের ভয়াবহ রকমের রূপসীরা বাধ্য হইয়া ক্রিস গেইল কিংবা মরগান ফ্রিমান দের বিয়ে করছে ।
জাপান হলেও খারাপ না , শোনা যায় সেখানের মেয়েরা নাকি প্রচণ্ড রকমের স্বামী ভক্ত , তাদের জীবনে নাকি দ্বিতীয় নাই ।
কিন্তু শর্ত হইলো আপনার মেশিন টা যথেষ্ট বড় হতে হবে , সাউথ এশিয়ান সাইজের হইলে ডগি স্টাইল ভুইলা যাইতে হবে ।
যাই হোক , যা বলছি এটা যদি মানেন , তবে এই গরমে খুব বেশি কইরা তরমুজ খাইয়া আল্লার নামে রওনা দিয়া দেন । আল্লা ভরসা ।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:৩১
আমিই মিসির আলী বলেছেন: খাইছে!!!
কি অশ্লীল কমেন্টটাই না কইরা বসলেন!!!
৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:৩১
ভবোঘুরে বাউল বলেছেন: মিয়াঁ সিঙ্গেল আছি এইডা মনে করানোর দরকার ছিল? এখন তো মনের মধ্যে ছ্যাঁত করে উঠলো এইটা ভেবে।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৩
আমিই মিসির আলী বলেছেন:
সিঙ্গেল আছেন ক্যান .......
চেষ্টা করেন......
১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৫
রূপক বিধৌত সাধু বলেছেন: অামার লাহান বৈরাগী হইয়া যান!
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৭
আমিই মিসির আলী বলেছেন:
মজা নিলেন!!!
মুই কিন্তু সত্য ঘটনাই কইছিলাম.........
আচ্ছা, বৈরাগীর মনে কি ভালোবাসা টাসা নাই??
১১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:০৫
রূপক বিধৌত সাধু বলেছেন: থাকবেনা ক্যারে অবশ্যই থাকে । তবে বিষয়টা হচ্ছে, মানুষ মনের দুঃখেই বৈরাগ্য লাভের চেষ্টা করে! বেশিরভাগ ক্ষেত্রেই প্রেমে ব্যর্থ হয়ে!
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:০৮
আমিই মিসির আলী বলেছেন: প্রেমে ব্যর্থ হইয়া মনের দুঃখে মানুষ কবি হয়!
দেবদাস হয়
বৈরাগি হয়....।
আরো কত কি হয় আল্লাহ মালুম......
১২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:০৬
ইমরাজ কবির মুন বলেছেন: Yeh ladakee mere samane, meraa dil liye jaye jaye jaye
Hay hukku, hay hukku hay hay
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:০৯
আমিই মিসির আলী বলেছেন: হে হে হে
হায় হুক্কু হায় হুক্কু
১৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:০৮
সাদী ফেরদৌস বলেছেন: সম্রাট স্যার হুমায়নের ভক্তদের যদি এই সব শব্দ অশ্লীল মনে হয় ,
তাহলে সেই ভক্তের নতুন করে হুমায়ুন পড়া উচিত ।
আর স্যার মিসির সাহেবের তো এই সব শব্দ অশ্লীল লাগার কথা না ।
কি বিচিত্র , কি বিচিত্র
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:১২
আমিই মিসির আলী বলেছেন: কি বিচ্চু কি বিচ্চু!!
ভাইরে,
অশ্লীল চিরকালইই অশ্লীল....।
হুমায়ন আহমেদের ভক্ত হৈলে বুঝি অশ্লীলকে শ্লীল বলিতে হয়!!
জানা ছিলো না তো।
১৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:১৫
সাদী ফেরদৌস বলেছেন: ভাই , আপনি তো ভক্ত না । আপনি মিসির আলি ।
গভীর রাতের আমার বউয়ের শীৎকার ধ্বনি ও আপনাকে স্বাভাবিক ভাবে নিতে হবে ।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:১৭
আমিই মিসির আলী বলেছেন: হে হে হে
তা অবশ্য ঠিকই বলছেন...
গভীর রাতে আমি তো ঘুমেই থাকি
অস্বাভাবিকভাবে নেয়ার প্রশ্নই আসে না........।
১৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৪
সুমন কর বলেছেন: মজার।
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪০
আমিই মিসির আলী বলেছেন: মজার তো বটেই
১৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:৫২
পুলহ বলেছেন: পনের টাকা বর্তমানে কম হইতে পারে! কিন্তু পনের লাভার হিউজ পরিমাণ একটা সংখ্যা!'-- হা হা হা, মজা পাইলাম।
আমিও ভাই ঘাসবিহীন মাঠের ষাড়। আপসোস!
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪১
আমিই মিসির আলী বলেছেন: যাক,
আমার দলের আরেকজন পাওন গেল
জানান দেয়ার জদ্য ধন্যবাদ।
১৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
মাঝে মাঝে তব দেখা পাই।
বেশি সময়য় ক্যান পাই না?
আমার ঘাস ঘুমের মধ্যি ঝাঁকা দেয় খালি।
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৩
আমিই মিসির আলী বলেছেন: হে হে হে হে
ঘুমের মধ্যে দেখা দিলে তো ভালোই।
ঘুম ও হইলো ঘাস খাওয়া ও হইলো
১৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫২
অভ্রনীল আকাশের তারা বলেছেন: এতক্ষন শান্তিতেই ছালাম।এইটা পইড়া আর সহ্য হইতাছেনা।মনটায় কয় এহনি প্রেম কইরা ফালাই
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৯
আমিই মিসির আলী বলেছেন: শান্তি ও চিরস্থায়ী না।
এহনি কি চাইলেই প্রেম করতে পারবেন!!
প্রেমের মূল মশলা টা সর্গীয়। চাইলেই এটা সম্ভব হয় না!
তবে চেষ্টা করতে দোষ কি
লাইগা থাকেন লাইনে
১৯| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৯
ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা আপনার জন্য আফসোস
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০২
আমিই মিসির আলী বলেছেন:
২০| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০১
গেম চেঞ্জার বলেছেন: আপচুচ!!
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৩
আমিই মিসির আলী বলেছেন:
ধইন্যবাদ
২১| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২৭
প্রামানিক বলেছেন: কষ্টের খবর।
০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৭
আমিই মিসির আলী বলেছেন: হুম ভাই...
বড়ই কষ্টের.....।
২২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩২
ভ্রমরের ডানা বলেছেন: আহারে ভাইডি আমার। নেক্সট প্রজেক্ট রান করেন। কারন কবি বলেছেন-
পাইলেও পাইতে পার অমুল্য রতন!
০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৯
আমিই মিসির আলী বলেছেন: হে হে হে
আর কত!
বিপদ, প্যারা, মাইন্ধ্যা চিপা অবশ্যম্ভাবী।
খামাখা আপসোস করি এই ভ্লা.....
কবি এ ক্ষেত্রে নীরব ছিলো এটা জানা আছে ভাই......
অনেক ধন্যবাদ।
২৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:১০
হাসান মাহমুদ তানভীর বলেছেন: মজাহি মজা!!!
বিশদভাবে (প্রত্যেকটা মন্তব্যসহ) পড়ার পর আমার পুরাতন কথাটা আবারও মনে হইল।
ভাই, দুনিয়াতে এত মজা থাকতে ১টা(!) মাইয়ার পিছে ঘুইরা বা তারে লইয়া সময় নষ্ট(!) করাটা কি ঠিক হবে?
০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৩
আমিই মিসির আলী বলেছেন: দুনিয়ায় মজার অভাব নাই ঠিকআছে. কিন্তু একাকিত্ব বইলা একটা কথা আছে।
ওইটার খোঁচা সামলানো এত সহজ নারে ভাই।
আর আপনার মন্তব্যে খটকা আছে : একটা (!) মাইয়ার পিছে ঘুইরা .... আপনি কি বলতে চাচ্ছেন আরো বেশী মেয়ের পিছে ঘুরা উচিত?
২৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১০
চাঁদের অরণ্য বলেছেন: এই যুগে সিঙ্গেল থাকাটাই একটা মহা আপশোশ। আমিও ভাই আপনার দলে
০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৪
আমিই মিসির আলী বলেছেন:
যাক আমার দলের আরেকজন পাওন গেল....।
অবস্থা থেকে উত্তোরনের কোন পরিকল্পনা করেন নাই?
২৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২২
তাসলিমা আক্তার বলেছেন: দেখছেন্নি এক খোঁচা দিয়ে কত যুবকের মনের খবর বাইর করে ফেল্লেন তয় আপনের বর্ননা কিন্তু চ্রম হইছে
০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৬
আমিই মিসির আলী বলেছেন:
হে হে হে
যুবক সমাজের দুঃখ তো যুবকেরই বুঝুনের কথা - নাকি!
অনেক ধন্যবাদ মন্তব্যর জন্য।
২৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৯
মোস্তফা সোহেল বলেছেন: আজকাল ক্লাস ফাইভে পড়া মেয়েকেও অফার দিলে বলবে ভাইয়া আমি বুক আছি
০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৭
আমিই মিসির আলী বলেছেন: খাইছে!!
ফাইভের গুলাকে ট্রাই করছেন!!
তারপর ও সিট খালি পান নাই!!!
কই যাবে সিঙ্গেল সমাজ এরপর!!!
২৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপছুসের কোন ইমো নাই???
আহা আপনার দু:খে আমিও আপনার সমব্যাথি! আমার কইতে পারেন ম্যারেড সিঙ্গেল
০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৩
আমিই মিসির আলী বলেছেন:
ইমো তো আছে.....
আমার দুঃখে আপনার সমবেদনা পাইয়া খুশি হইলাম।
তয় ম্যারেড সিঙ্গেল এটা তো ভালো কথা না.....
ভাবিসাব দেখলে মাইন্ড খাইবে না!
২৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৭
রাজু বলেছেন: ব্যাপক হাসলুম...হা হা হা..
মনে হইলো, চেকা খেয়ে ব্যাকা হয়ে রইচেন...!!??
(আচ্ছা বাউ আপনেতো পুরাতন ইউজার! তো বলেনতো ব্লোক খেলে কতদিন পর জেনারেল থেকে সেফ এ দিবে, কিছু জানেন....!!??))
০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৩
আমিই মিসির আলী বলেছেন: না।
ছ্যেকা খাইয়া বাঁকা হই নাই রে ভাই।
ব্লক খাইলেন কেমতে!!!
আইছেন যে বেশি দিন তো হয় নাই......
এ ব্যপারে কিছু জানা নাই। মডুকে জিজ্ঞেস করেন।
২৯| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৯
মুসাফির নামা বলেছেন: মজা ,খুবই মজা এত মজা পান কৈ? আপনি কি হারুন কিসিঞ্জারের আত্মীয়?
০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৫
আমিই মিসির আলী বলেছেন: মজা কৈ!!!
এমন একটা হৃদয় বিদারক লেখা মজা মনে হৈল!!
৩০| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৯
অলিম্পিয়া বলেছেন: "বর্তমান সমাজে যে ট্রেডিশন চলে আসছে তা বড়ই হৃদয়বিদারক। ইন্টারপড়া মেয়েকে যদি বলেন " আই লাভ ইউ " মেয়ে আপনাকে কি বলবে জানেন?? ভাইয়া! আমার পাঁচ বছরের একটা রিলেশন আছে।"
০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৬
আমিই মিসির আলী বলেছেন:
৩১| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৬
নেক্সাস বলেছেন: ইস সিরে এত দুঃখ।
তয় আমি আপনার দলে নাই
০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৮
আমিই মিসির আলী বলেছেন: হু..
দুঃখের সাগর।
দলে নাই, ব্যপার না।
আপ্নার দলে আসার চেষ্টা করবো.....
৩২| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৪
মানবী বলেছেন: "কিছু দিন আগে একটা নিউজ শুনছিলাম যে এক মেয়ে তার বিয়ের আগে তার ১৫ জন বয়ফ্রেন্ডকে এক জায়গায় ডাকে। একবার ভাবেন বিষয়টা!!"
- ভেবে জানতে ইচ্ছে করছে, কেনো ডেকেছিলো!!!
মিরাক্কেল কি? কোন বিশেষ ক্লাব বা প্রতিষ্ঠান?
আমার অজ্ঞতার জন্য দুঃখিত! মজার পোস্টের জন্য ধন্যবাদ আমিই মিসির আলী।
০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪০
আমিই মিসির আলী বলেছেন: হয়তো নিজের হেডম দেখানোর জন্য।
মিরাক্কেল একটা হাসির অনুষ্ঠান। ঐখানে জোকস্ শো হয়..।
মন্তব্যের জন্য ধন্যবাদ
৩৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৭
কথাকথিকেথিকথন বলেছেন: আহারে কত দুঃখরে !
তবে পাঠক লেখায় মজা পেয়েছে , লিখেছেন খাঁটি রম্য ভাষায় । অথচ আপনাকে বলে গম্ভীর, ফান করতে জানেন না !!
০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪১
আমিই মিসির আলী বলেছেন: সেটাই তো!!!
দেখছেন নি কারবার টা!!!
আমাকে কিনা বলে গম্ভীর!!
৩৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৭
জুন বলেছেন: গার্লফ্রেন্ড বিহীন তরুনের পৃথিবীতে বেঁচে থাকা, ঘাসবিহীন মাঠে গরুর পায়চারির মত”।
আপনার এই লাইনটা পইড়া দুক্ষে আমার চৌক্ষে পানি আইসা পড়লো ভাই মিসির আলী
০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪২
আমিই মিসির আলী বলেছেন: আপনার আমার প্রতি এত সমবেদনা দেইখ্যা আমার চউক্ষেও জল আইসা পড়ছে
৩৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৮
জুন বলেছেন: কুফা ১৩ নম্বর প্লাসটা দিতে মন চাইলো না। পরে একসময়ে আইসা দিয়া যাবো
০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৩
আমিই মিসির আলী বলেছেন: ১৩ কুফা!!
আইচ্ছা দিয়েন পরে
৩৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৮
রাজসোহান বলেছেন: ছ্যাক কাহিনী
০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৪
আমিই মিসির আলী বলেছেন: এভাবে বলে না.....।
বলেন হৃদয়বেবিদারক কাহিনী .....।
আছেন কোন দলে??
৩৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
***উড়নচণ্ডী*** বলেছেন: গারলপ্রেণ্ডের জন্য মেলাগুলি আপচুস, আর আফনের জইন্য এক ডিব্বা ডিপ চিম্প্যাতি, নিয়েন কইলাম.....
০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৩
আমিই মিসির আলী বলেছেন: উক্কে!!
যা হা দিছেন তাহা সাদরে গ্রহন করা হৈল.....।
৩৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
xebec বলেছেন: সুন্দর
০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৩
আমিই মিসির আলী বলেছেন: ধন্যবাদ।
:-)
৩৯| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৮
ছন্নছাড়া রিহান বলেছেন: আহারে
০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৪
আমিই মিসির আলী বলেছেন:
৪০| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৫
অপু দ্যা গ্রেট বলেছেন: আমি আবার আর একটা বার বেল তলায়
যাইতে চাই,
কিন্তু বেল গাছের দেখা নাই...
০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৫
আমিই মিসির আলী বলেছেন: কি মেয়া...
বেল খাইতে মুনচায়???
৪১| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৪
আহমেদ জী এস বলেছেন: আমিই মিসির আলী ,
এইটুকুতেই মিরাক্কেলে জয়েন করে বেআক্কেলে ।
ন্যাংটো বয়স থেকেই তো মুখস্ত করে এসেছেন , একবার না পারিলে দেখো শতবার ..................
০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৮
আমিই মিসির আলী বলেছেন: সবক্ষেত্রে কি আর কবিতা চলে মেয়া!!!!
আর যে কইলেন ঐটা ঠিক না ।
মিরাক্কেলে যারা থাকে তারা আক্কেল সমৃদ্ধ। কিন্তু .....
যারা মিরাক্কেলের জোকস্ বলা ছেলেদের পছন্দ করে তারা বেয়াক্কেল...
৪২| ০৬ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:৪২
রিপি বলেছেন:
অাহরে মিসির আলী।
তবে আমি হাসতেই আছি এত ডুক্কু মার্কা গল্প পড়ে।
চেষ্টা করে যান। সফল একদিন হবেন।
০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৯
আমিই মিসির আলী বলেছেন: জ্বে,
আমি চফল হবই হবো
অনেক ধন্যবাদ প্রেরনা দেয়ার জন্য।
৪৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩২
রাবার বলেছেন:
০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৭
আমিই মিসির আলী বলেছেন:
৪৪| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৭
উল্টা দূরবীন বলেছেন: ছ্যাক খাইছেন এইটা সহজ কইরা কইলেই তো হইতো।
আপনার ব্যাথায় সমব্যথী। (
০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৯
আমিই মিসির আলী বলেছেন: হা হা হা!
ছ্যাক খাইলাম কই!!
ছ্যাক দিছি........
কিন্তু ছ্যাক দেয়া এবং পাওয়া সমান কষ্টের।
ধন্যবাদ।
৪৫| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৭
কালনী নদী বলেছেন: আমি এখনও আপনার দলে আছি!
০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩০
আমিই মিসির আলী বলেছেন: জেনে ভালো লাগিলো......
৪৬| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২৭
মহা সমন্বয় বলেছেন: কি আর করা রিলেশন টিকিলো না! চ্রম ব্যর্থতা! ( ভাবতাছি মিরাক্কেলে জয়েন করমু!
০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৮
আমিই মিসির আলী বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:০৬
বিজন রয় বলেছেন: আমি আছি।