![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ মাত্রই মায়ার জালে ফেঁসে যায়। তবে কিছু কিছু মানুষ থাকে যাদের মায়া জিনিসটা স্পর্শ করে না। আমি তাদের একজন।
তড়িঘড়ি করে বাসে উঠেই বসে পড়লাম। পাশের সিটে একটা মেয়ে বসে আছে। ভদ্র এবং সুশীল মনে হচ্ছে। আমার দিকে ব্রু কুঁচকে বললো ....
- সমস্যা কি? এত নড়াচড়া করছেন কেন?
- আমি ব্রু কুচকে বললাম চুলকাচ্ছে।
- মানে?
-একটা লাল রংয়ের জাঙ্গিয়া কিনেছিলাম। সুপার ম্যান সাজবো বলে। কিন্তু শেষে ইচ্ছাটা মরে যায়! আজ প্যান্টের ভিতরে পড়েছি। খুব চুলকাচ্ছে! না ধুঁয়ে পরা উচিৎ হয় নাই।
- আজব লোক তো! আপনি কি পাগল!
- হুম! কয়দিন আগেই পাগলা গারদ থেকে পালিয়ে আসছি।
- কেন?
- আমি সুস্থ হয়ে গেছি। তারা আমার বাসায় খবর পাঠায় না। উল্টা আমার পরিবার থেকে মাসে মাসে টাকা নেয়!
- এখন সুস্থ?
- হুম! পুরোপুরি সুস্থ! শুধু চুলকাচ্ছে! উফফ...উফফ ...
- ধ্যাত! এই শব্দটা আমার সামনে বলবেন না।
- আচ্ছা! বলবো না।
- পাগল হলেন কি করে?
- আপনার জন্য।
- মানে?
-ওহ্! আপনার মতো একটা সুন্দরী মেয়ের কারনে।
-তাই? কি করলো আমার মতো সুন্দরী মেয়ে?
- সে অনেক কথা। শুনতে হলে মিস্টি খাওয়াতে হবে।
- কিহ্! মিস্টি! বাসে মিস্টি পাবো কোথায়!
- সামনে তো ফার্মগেট! ঐখানে নেমে যাই চলেন! ভালো মিস্টির দোকান আছে!
- আপনি মেয়ের জন্য পাগল হইছেন নাকি মিস্টি খাইতে খাইতে পাগল হইছেন?
- না! মেয়ের জন্যই হইছি! আপনি খাওয়াবেন না মিস্টি?
- না। খাওয়াবো না।
- ঠিকাছে। আমার খুব চুলকাচ্ছে! উফফ ...উফফ ...
- আজব! খাওয়াবো! এখন চুপ থাকেন।
ফার্মগেট এসে নেমে একটা মিস্টি দোকানে ঢুকলাম। মিস্টি আজ খেতে ইচ্ছা করছে অনেক গুলা। মেয়েটা এভাবে রাজি হবে ভাবি নি কখনো! মেয়েটা বললো...
- কয়টা মিস্টি খাবেন?
- আমি অনেক মিস্টি খাই। আপাতত কাহিনী শ্যাষ না হওয়া পর্যন্ত মিস্টি খেতে থাকবো। খাওয়াবেন?
- এত খেলে পেট খারাপ করবে। আমি পাঁচটার বেশি খাওয়াবো না।
- পাঁচটাতে তো পুরো কাহিনী শেষ হবে না।
- সংক্ষিপ্ত করে বলবেন। আমার সময় বেশি নেই।
- ঠিকআছে। কালো রংয়ের একটা মিস্টি মুখে দিয়ে বললাম
" বোওওঝলেন সেই অনেক দিন আগের কথা প্রায় 1460 দিন মানে চার বছর আগের কথা। আপনার মতো একটা সুন্দরী মেয়ে নাম নিলিমা আমাদের পাশের বাসায় থাকতো। হরীনির চোখ আপনার মতো, কাজল কালো চুল আপনার মতো।
- আমার মতো আমার মতো করছেন কেন?বলতে থাকুন।
- আহা! বলছি তো! ডিসটার্ব করেন কেন! সেই মেয়েটাকে প্রথম দেখাতেই আমার ভালো লেগে যায়। তারপর বাসায় গিয়ে আমি একটা চিঠি লিখলাম।
প্রিয় নিলিমা,
ইচ্ছে ছিলো আকাশের নীল রং দিয়ে তোমার কাছে একটা চিঠি লিখবো। যে চিঠি পড়ে তুমি মুগ্ধ হবে। আমার কথা ভাবা শুরু করবে। কিন্তু আকাশ তো আমার ধরা ছোঁয়ার বাইরে। তাই আমার কেনা নীল রংয়ের কলম দিয়েই লিখতে বসলাম।
তোমাকে প্রথম দেখাতেই আমি মুগ্ধ হই। তারপর তোমার সম্পর্কে সবকিছু জানার জন্য কঠোর পরিশ্রম ও করি। আলহামদুলিল্লাহ্! সবকিছু পজিটিভ পাইছি। এখন যে কথাটা বলতে চাই সেটা হলো তোমাকে আমি ভালোবাসি। আশাকরি তুমিও একই কথা বলবে।
ইতি
একজন ভালোবাসা প্রত্যাশী
পাশের বাসার তিন তলা।
- তারপর?
- মিস্টি তো আর দুইটা আছে। আমার মনে হয় না কাহিনী শেষ হবে!
- উফফ! এগুলা শেষ করেন আগে।
- ঠিকাছে, তারপর চিঠি দিলাম পাঠিয়ে নিলিমার কাছে। নিলিমা চিঠি পড়ে তার মায়ের কাছে দিয়ে দেয়। তার মা পড়ে তার বাবার কাছে দিয়ে দিয়ে। তার বাবা আমার বাবার কাছে দিয়ে দেয়, আমার বাবা আমার কাছে দিয়ে দেয়।
বাবা আমাকে খুব ধমকাচ্ছিলো। মা এসে বললো থাক। ও ছোট মানুষ! এই বয়সে একটু আধটু প্রেমের সাধ জাগেই। গায়ে হাত দিও না।
একথা বলতে না বলতেই বাবা বললো " গায়ে হাত দিবো না মানে! আমার মাথা হেট করে দিলো সবার সামনে। " বলেই কয়েকটা চড় থাপ্পড় বসিয়ে দিলো। আমি তো সেদিন খুব রাগ! মা এটা কি করলো! মার দেয়ার কথা মনে করায়া দিলো!!
- হি হি হি হি! বেশ মজার তো!
- আপনার হাসিটাও অনেক সুন্দর ....
- থ্যাংকস। তারপর কি হইলো?
- তারপর মিস্টি শেষ!
- মানে?
- দুইটা মিস্টি আর কতক্ষন থাকে!
- ওহ্! আচ্ছা! আজকে সময় ও নেই আর। বাকী অংশ অন্যদিন শুনবো।
- অন্যদিন কিভাবে? আমাকে পাবেন কোথাও?
- নাম্বার দিয়ে যাচ্ছি। আপনার টাওও দেন। সময় করে জানাবো।
-ঠিকাছে।
(কি? চলবে? দৌড়াবে )
০৯ ই মে, ২০১৬ বিকাল ৩:২৬
আমিই মিসির আলী বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়।
২| ০৯ ই মে, ২০১৬ বিকাল ৩:২৯
সাহসী সন্তান বলেছেন: সত্যিই নাম্বার দিছিলেন নাকি? দিয়ে থাকলে গল্প চলুক, আর না দিয়ে থাকলে দৌঁড়াক!
রম্য ভাল পাইলাম! তবে সতর্কীকরণ বার্তা হিসাবে মিষ্টি একটু কম খাওয়ার অনুরোধ রইলো! ডাইবেটিস-এ আক্রান্ত হইতারেন!
শুভ কামনা!
০৯ ই মে, ২০১৬ বিকাল ৩:৩৩
আমিই মিসির আলী বলেছেন: হে হে হে!!
নাম্বারের বিষয়ে নো কমেন্ট।
রম্য আশাকরি আরো কয়টা পর্ব দৌড়াবে যদি সাড়া পাই আরকি
মিস্টির লোভ সামলানোর বড় দায়!
তবুও মাথায় রাখা হইলো।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
৩| ০৯ ই মে, ২০১৬ বিকাল ৩:৫৩
জনৈক অচম ভুত বলেছেন: তীব্র কৌতুহল অনুভব করছি।
উড়ুক!
০৯ ই মে, ২০১৬ বিকাল ৩:৫৯
আমিই মিসির আলী বলেছেন: কৌতুহল জমে থাকুক।
উড়াবো যথাসময়ে।
ভুত সাহেব ভালো থাকবেন।
মন্তব্য জমা দেয়ার জন্য ধন্যবাদ
৪| ০৯ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
সুমন কর বলেছেন: হাহাহাহা........মজার হইছে।
০৯ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫
আমিই মিসির আলী বলেছেন: ঠিক তো?
ধন্যবাদ।
৫| ০৯ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন
চলুক
০৯ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
আমিই মিসির আলী বলেছেন: ধন্যবাদ।
সাথে থাকবেন।
ভালো থাকবেন
৬| ০৯ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ
চললে এরপর মনে হয় রোমান্টিক হয়ে যাবে, এটার মতো মজা পাওয়া যাবেনা ||
০৯ ই মে, ২০১৬ রাত ৯:৫৮
আমিই মিসির আলী বলেছেন: ভবিষ্যত বানী করলে কেমনে কি!!!
উল্টো ও হইতে পারে।
ধন্যবাদ মুন সাহেব।
ভালো থাকবেন।
৭| ০৯ ই মে, ২০১৬ রাত ১০:২৭
আহমেদ জী এস বলেছেন: আমিই মিসির আলী ,
চলবে..... দৌড়াবেও ।
মিষ্টি তো শেষ । মিষ্টিওয়ালা মিষ্টি বানাতে থাকুক এর মধ্যে .......................
১০ ই মে, ২০১৬ রাত ১:১৯
আমিই মিসির আলী বলেছেন: হে হে হে!!!
মিস্টি তৈরি হইলেই নতুন পর্ব দিবো।
ভালো থাকবেন।
ধন্যবাদ।
৮| ১০ ই মে, ২০১৬ রাত ২:০৬
বনলতা-সেন বলেছেন: ভালোভাবেই দৌড়াবে
১০ ই মে, ২০১৬ দুপুর ২:৫৬
আমিই মিসির আলী বলেছেন: যাক।
তাহলেই তো ভালোই।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
ভালো থাকবেন।
৯| ১০ ই মে, ২০১৬ সকাল ৯:৩৩
খায়রুল আহসান বলেছেন: লাল জাঙ্গিয়া, চুলকানি, উফফ! শব্দগুলো সুচয়নকৃত। কৌ্তুহল রয়ে গেল, সুতরাং চলুক!
আপনার প্রথম লেখা "সেই দিনগুলি" পড়েছি। ভালো লেগেছে, তাই "লাইক"ও দিয়েছি।
১০ ই মে, ২০১৬ দুপুর ২:৫৯
আমিই মিসির আলী বলেছেন:
কৌতুহল রয়েছে জেনে ভালো লাগলো।
আপনার লেখা গুলা ও আমার অণেক ভালো লাগে।
প্রথম লেখাটাও পড়ছেন ঘেটে জেনে ভালো লাগছে।
ধন্যবাদ।
ভালো থাকবেন।
১০| ১০ ই মে, ২০১৬ সকাল ৯:৪২
প্রামানিক বলেছেন: কৌতুহল রয়ে গেল। তারপরের জন্য অপেক্ষায় থাকলাম - - -- - -
১০ ই মে, ২০১৬ বিকাল ৩:০১
আমিই মিসির আলী বলেছেন:
কৌতুহল আছে জানিয়া ভালো লাগিলো।
আপনার কৌতুহলই আমার নতুন পর্ব লেখার প্রেরনা।
ভালো থাকবেন সবসময়।
মন্তব্যর জন্য ধন্যবাদ।
১১| ১০ ই মে, ২০১৬ সকাল ১১:৩৮
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো লাগছে!
১০ ই মে, ২০১৬ বিকাল ৩:০৩
আমিই মিসির আলী বলেছেন:
জেনে ভালো লাগলো।
ধন্যবাদ।
ভালো থাকবেন।
১২| ১০ ই মে, ২০১৬ দুপুর ১২:২৫
আলোরিকা বলেছেন: চলুক -----
১০ ই মে, ২০১৬ বিকাল ৩:০৪
আমিই মিসির আলী বলেছেন:
ঠিকাছে।
ধন্যবাদ।
১৩| ১০ ই মে, ২০১৬ দুপুর ১২:৫৫
পুলহ বলেছেন: লাল !! তাই বইলা লাল রঙের??!!
এনিওয়ে- আমার ধারণা এতো কটকটা রঙের কারণেই অতিরিক্ত চুলকাইতেছিলো হা হা হা ...
চলুক
১০ ই মে, ২০১৬ বিকাল ৩:০৬
আমিই মিসির আলী বলেছেন: হে হে হে!!!
লালে লাল বাঙাল! সুপার ম্যান কালার
মন্তব্যর জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
১৪| ১০ ই মে, ২০১৬ দুপুর ২:৪৩
রানার ব্লগ বলেছেন: তারপর !!!!! ????
১০ ই মে, ২০১৬ বিকাল ৩:০৭
আমিই মিসির আলী বলেছেন: তারপর মিস্টি শ্যাষ!
নতুন মিস্টি বানাক!
সময় হৌক। বালিকা ডাকুক।
ধন্যবাদ ভাই।
ভালো থাকবেন।
১৫| ১০ ই মে, ২০১৬ বিকাল ৪:৪৩
মাহমুদা আক্তার সুমা বলেছেন: বহুত মজা পাইলাম, বিকেলের সময়টা হেসে কাটল। দৌড়াক
১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
আমিই মিসির আলী বলেছেন: জেনে ভালো লাগলো।
ধন্যবাদ।
১৬| ১০ ই মে, ২০১৬ বিকাল ৫:৪৮
রানা আমান বলেছেন: চলেছে তো বটেই , দৌড়ুচ্ছেও ।
১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
আমিই মিসির আলী বলেছেন:
জানিয়া প্রীত হইলাম।
ধন্যবাদ।
১৭| ১১ ই মে, ২০১৬ সকাল ৯:১০
চাঁদগাজী বলেছেন:
এর আগেও পড়েছিলাম; ভেবেছিলাম, মন্তব্য করা লাগবে না; এখন মন্তব্য করার মতো কিছু না পেয়ে শেষে মন্তব্য করলাম।
১১ ই মে, ২০১৬ বিকাল ৫:৪১
আমিই মিসির আলী বলেছেন: মন্তব্য করা লাগবে না কেন ভাবলেন সেটাই তো বুঝলাম!!
যাইহোক,
কষ্ট কইরা মন্তব্য করছেন সেজন্য ধন্যবাদ।
১৮| ১১ ই মে, ২০১৬ দুপুর ১২:০৬
বাংলার ডাকু বলেছেন: "একটা লাল রংয়ের জাঙ্গিয়া কিনেছিলাম। সুপার ম্যান সাজবো বলে। কিন্তু শেষে ইচ্ছাটা মরে যায়! আজ প্যান্টের ভিতরে পড়েছি।""
১১ ই মে, ২০১৬ বিকাল ৫:৪২
আমিই মিসির আলী বলেছেন: বাংলার ডাকু এইখানে!
দেখিয়া ভালো লাগিলো।
মন্তব্যর জন্য ধন্যবাদ।
১৯| ১১ ই মে, ২০১৬ বিকাল ৪:০০
কাবিল বলেছেন: মিষ্টি দিলাম, আবার শুরু করেন।
১১ ই মে, ২০১৬ বিকাল ৫:৪৪
আমিই মিসির আলী বলেছেন: করবো।
বালিকা ডাকুক।
ধন্যবাদ।
২০| ১৪ ই মে, ২০১৬ সকাল ৮:৩২
নীলপরি বলেছেন: দারুন একটা গল্প পড়লাম । মিষ্টি কাহিনী চলতে থাকুক । ++
শুভকামনা ।
২১| ১৯ শে মে, ২০১৬ রাত ১১:২০
সিলা বলেছেন: আচ্ছা মিস্টির টাকাটা কে দিল??
২২| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:২৬
কালনী নদী বলেছেন: মিষ্ঠির অপেক্ষায় রহিলাম ভাইজান।
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১৬ বিকাল ৩:২৪
হাসান জাকির ৭১৭১ বলেছেন: ভালই, চলুক..............