![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ মাত্রই মায়ার জালে ফেঁসে যায়। তবে কিছু কিছু মানুষ থাকে যাদের মায়া জিনিসটা স্পর্শ করে না। আমি তাদের একজন।
কোরবানীর এক বিশাল গরু আর ছাগলের হাঁটে যাইয়া একখান ক্লোজআপ হাসি দিলাম।
কোরবানীর ঈদের সার্থকতাই হইলো বিভিন্ন এলাকার হাঁটে যাও আর গরুর পশ্চাৎদেশে সজোরে থাবড়া বসাও। গরু যদি লাথি মারিতে দেরি করে তাহলে বুঝতে হবে গরুর ভিতরে ফরামালিন ব্যাপক পরিমানে দেয়া হইয়াছে। সুতরাং অন্য গরুর পশ্চাৎদেশে থাবড়া বসাও।
স্মার্ট গরু
প্রতি থাবড়ায় নতুন অভিজ্ঞতা হইবে। কিছু গরু আছে ইস্মার্ট। লাথি দিবে না, লেইঞ্জা দিয়া তোমারে পুনরায় থাবড়া বসাইয়া দিবে। এক্ষেত্রে নিউটন চাচারে গভীরভাবে মনে পড়িয়া যাবে। ইকুয়্যাল অ্যাকশন এবং রিঅ্যাকশন বুঝি ইহাকেই বলে!!
ক্ষ্যাত গরু
কিছু গরু আছে মহা ক্ষ্যাত। এদের পায়ের গোড়া হইতে লেইঞ্জা বড়ই নোংরা থাকে। এরা আদরের থাবড়া হৈতে বাঁচে। কিন্তু দেখা যায় এরাই শক্তিশালী গরু। এবং ভিতরে সব তাজা।
পন্ডিত গরু
পন্ডিত গরু বলিয়াও এক প্রকার গরু আছে। এরা পন্ডিতের মতো চতুর্দিকে তাকাইতে থাকে। কোন দুষ্টু বালক পুটুতে থাবড়া মারিলো কিনা তাহা লক্ষ্য রাখে এদের শিং খাড়া থাকে। সবাই এদের থাবড়া বসাইতে সাহস পায় না। দুস্টু বালকগন থাবড়া বসাইয়া দৌড় মারে। ফলাফল অন্যের গরুর গোবরে পাই ডুবাইয়া ধন্যবাদ হয়।
মূর্খ গরু
মুর্খ গরুর কথা সকলেরই জানার কথা। এরা যেখানে যায় সেখানেই জাবর কাটে। এতো সুন্দর ক্যামেরা, রং বিরঙ্গের মানুষ। কিছুই এদের নজরে পড়ে না। এরা খালি খাইতে শিখছে। খাইতে খাইতেই এরা শহীদ হয়।
অলস গরু
অলস গরু বলিয়া এক শ্রেণী আছে। আর অলস মানুষ বলিয়াও এক শ্রেণী আছে। যেখানে রাইত সেখানেই কাইত। এরা আপনাকে লাথি দিবে না, গুতা দিবে না, লেজ দিয়া বাড়িও দিবে না। এদের মনে অনেক টেনশন! হয়তো প্রেমের! হয়তো পরকালের! হু নোজ!!
জিরো ফিগার গরু
চিকনআলী! চিকনা বলিলে আসলে খারাপ দেখায়! বলা উচিৎ জিরো ফিগার গরু। এরা দুর্ভিক্ষের বছর জন্মাইছে কিনা সন্দেহ হয়। এক থাবড়া খাইলে তিন লাফ দিয়া উঠে। এদের কে বাচ্চাপোলাপাইন সেই খোঁচাতে থাকে। যেন দুলাভাই শালা সম্পর্ক।
হ্যান্ডসাম গরু
হ্যান্ডসাম গরুই হইলো গো হাঁটের বিষয়। সকলের নজর তাদের দিকেই থাকে। এরা দেখতে লম্বা, চওড়া, যেন শিং এ সিংহ মশাই! লেজ নাড়ানিতে বাঘ মামা! কাছে ধারে কেউ ঘেসে না। দূর থেকেই ছবি তুলে হোয়াটস অ্যাপ চলে। ফোনে চাচা চাচিরে বলে আমি পাইলাম! আমি উহারে পাইলাম
ঘাড় ত্যাড়া গরু
ডাকাত গরু কিংবা ঘাড় ত্যাড়া গরু দুটাই বলা যায়। এরা তিন চার বার ছুটবেই। কেউ দাম কম কইছে, কেউ জোরে তাবড়া দিছে, চামে সখিনা গাভী দেখছে। কাম সারছে। তাহারে শান্ত করা বড়ই কঠিন কম্ম।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১১
আমিই মিসির আলী বলেছেন: ততটা গবেষনার না।
সবই স্মৃতি থেকে নেয়া।
মন্তব্যর জন্য ধন্যবাদ প্রামানিক ভাই।
ভালো থাকবেন।
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৫
সাহসী সন্তান বলেছেন: পোস্টটা ক্লাস টুতে পাইলে ভাল হইতো। তাইলে গরুর রচনা লেখার প্রতিযোগীতায় আমিযে ফাস্টু হইতাম এ ব্যাপারে আমার কোন সন্দেহ নাই। আপনার....?? আহরে সেই সময়ে মাথা দুলাইয়া গরুর রচনা মুখস্ত করার কথা মনে উঠলে এখনো নষ্টালজিক হয়ে যাই!
আর এক প্রকারের গরু আছে না, যাদেরকে দামড়া গরু কইয়া সম্বোধন করা হয়? তাহাদের কোন ডেফিনিশন দিলেন্না যে?
রম্য হিসাবে পোস্ট মোটামুটি হইছে। পাঞ্চ লাইন আরো একটু বেশি থাকলে পোস্টটা একের হইতো। তবে এটাও মন্দ হয় নাই। শুভ কামনা!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২১
আমিই মিসির আলী বলেছেন: ক্লাসের টুয়ের বছর নক করিলে তো যন্ত্রনা করিতে হইতো না।
তখনই দিয়া দিতাম।
ফাস্টুর উপরে কিছু থাকলে ঐটা হইতেন এই ব্যাপারে কোন সন্দেহ নাই।
আর ঠিক কইছেন। তেল মসল্লা আরেকটু দেন যাইতো। কিন্তু ঐযে, অলসই বাঙাল! বাঙালই অলস। ঘটনা ঐটা আরকি।
সবশেষে লম্বা মন্তব্যর জন্য একখান লম্বা ধন্যবাদ।
ভালো থাকবেন।
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৯
তাজবীর আহােমদ খান বলেছেন: ভাই,
একদা এক ঘাড় ত্যাড়া গরুর দাবড়ানি খাওয়া এবং অত:পর বহুত কস্টে কাদায় গড়াগড়ি খাওয়া ইজ্জত কুরায়ে-কাচায়ে বাড়ি ফেরত আসার স্রিতি মনে করায়ে দিলেন।
সুন্দর লেখনির জন্য ধন্যবাদ
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৪
আমিই মিসির আলী বলেছেন: আহাগো ভাই!
কি আর কমু দুঃখের কথা।
গরুর দৌড়ানি খায় নাই এমন মানুষ পাওয়া দুস্কর।
সে ছোটবেলায় গাছে উঠতে ঠিকমতো পারতাম না। গরুর দৌড়ানি খাইয়া গাছে উঠা শিখে ফেলছিলাম।
আহা! স্মৃতি!
মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়।
তা এবারের টা কিনছেন???
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৭
জেন রসি বলেছেন: দুই একটা সুপার গরুও থাকার কথা। যাদের ক্রয় করে কিছু মানুষ নিজেদের সুপারম্যান মনে করে।
বরাবরের মতই মজার রম্য।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫২
আমিই মিসির আলী বলেছেন: সুপার দিলে আবার ব্যাট, স্পাইডার, ক্যাটরা না গোসসা করে বসে! তাই আরকি..।
মন্তব্যর জন্য ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকবেন।
৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৮
হাসান জাকির ৭১৭১ বলেছেন: দারুন..........
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৩
আমিই মিসির আলী বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
দাম কত??
৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
পবন সরকার বলেছেন: স্পেশাল সুপার পাওয়ার গরুর কথা তো বললেন না।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
আমিই মিসির আলী বলেছেন: স্পেশাল সুপার দিলে আবার ব্যাট, স্পাইডার, ক্যাটরা না গোসসা করে বসে! তাই আরকি..।
ধন্যবাদ।
৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
সুমন কর বলেছেন: গুরু থুক্কু গরুর প্রকারভেদ এবং রম্য মজার হইছে..........
পেলাচ।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০০
আমিই মিসির আলী বলেছেন: পেলাচ পেয়ে ধন্য হইলাম।
মন্তব্যর জন্য ধন্যবাদ সুমনভাই।
ভালো থাকবেন সর্বদা।
৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। গরুর প্রকারভেদ পড়ে মজা পেলাম।
ধন্যবাদ ভাই আমিই মিসির আলী।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০১
আমিই মিসির আলী বলেছেন: মজা পাইছেন জেনে ভালো লাগলো।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়।
৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৫
আলোরিকা বলেছেন: আপনি কোন গরু আই মিন কোন ধরণের গরু চুজ করেছেন
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৩
আমিই মিসির আলী বলেছেন: ইস্মার্ট গরু।
তা আপনি এবার গরু না ছাগল??
১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৯
নীলপরি বলেছেন: ভালো
১১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৭
জনৈক অচম ভুত বলেছেন: আক্ষরিক অর্থেই গবেষণালব্ধ পোস্ট।
জিরো ফিগারের গরুর কপালেও মস্ত একখান জিরো।
১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩২
আহলান বলেছেন: রোমান্টিক গরুও কিন্তু আছে .... !
১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৫
দ্যা ফয়েজ ভাই বলেছেন: আপনে কোনটা কিনলেন???
দাম কত???
১৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০০
মনিরা সুলতানা বলেছেন: একটা গরুময় পোষ্ট !
ভাল্লাগসে
১৫| ১৬ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৪১
খায়রুল আহসান বলেছেন: গরু নিয়ে লেখা রম্য পোস্ট পড়ে ভাল লাগলো। সামনে আবারো আসছে কুরবানীর ঈদ। আশাকরি গরু কিনতে যাবার আগে পাঠকেরা আবার একবার আপনার এ পোস্টে চোখ বুলিয়ে নেবেন।
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৯
প্রামানিক বলেছেন: ব্যাপক গবেষণমূলক মজাদার গরুর গল্প।