![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ মাত্রই মায়ার জালে ফেঁসে যায়। তবে কিছু কিছু মানুষ থাকে যাদের মায়া জিনিসটা স্পর্শ করে না। আমি তাদের একজন।
নাকের ডোগায় বছর ২০১৭। নতুন বছর উপলক্ষে আমরা নানারকম পরিকল্পনা করি। পেশা এবং লিঙ্গভেদে কেমন হয় পরিকল্পনাগুলা? আসুন দেখি।
ছাত্রসমাজ :-
দেশ ও জাতির ভবিষ্যত কর্ণধার। আমিও এ জাতভুক্ত। নতুন বছর নাকের ডগায় এসে গেলেই আমরা পিছন ফিরে তাকাই। আমরা হতাশায় পড়ে যাই। কি করলাম না করলাম কিছুই বুঝলাম না। আমাদের পরিকল্পনাগুলা যেমন হয়।
- পড়াশোনায় মনোযোগী হতে হবে।
- গার্লফ্রেন্ড জোগার করতে হবে।
- টাকা পয়সা বেশী খরচ করা যাবে না।
- (গার্লফ্রেন্ড থাকলে - এতো বেশি টাইম দেয়ার দর্কার নাই। তার আব্বার দায়িত্ব ও কর্তব্য নিজের মাথায় তুলে নেয়া থেকে বিরত থাকবো।)
- পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার ট্রাই করবো।
- বাজে অভ্যাস যে কয়টা আছে ঐগুলা পরিহার করবো।
- ভালো রেজাল্ট কৈরা সবাইরে দেখায়া দিবো।
ছাত্রীসমাজ :-
একজন ছাত্র হয়ে কিভাবে আমি ছাত্রীসমাজ সম্পর্কে লিখবো? ভুলে গেলে চলবে না মাইসেল্প মিসিরআলী। আমার পর্যবেক্ষন ক্ষমতা সেই লেভেলের। তো তারা যেসব পরিকল্পনা করে :
- এইবার নতুন ফ্যাশন সম্পর্কে সর্বদা সচেতন থাকবো।
- সবার থেকে কিউট বয়ফ্রেন্ডটা আমারই হবে।
- ওই মেয়েকে কিছুতেই ভালো রেজাল্ট করতে দেয়া যাবে না। আমিই ফার্স্ট হবো।
- আম্মুকে রান্নার কাজে হেল্প করার ট্রাই করবো।
- এই বছর ছোটখোট অনেক গুনাহ্ হয়ে গেছে। এসব এড়িয়ে চলতে হবে।
শিক্ষক সমাজ :
শিক্ষক সমাজ জাতির পথ পদর্শক হলেও তারাও কিছু পরিকল্পনা করে। যেমন -
- লেকচার দেয়ার আগে আগামীবছর থেকে বাসা হতে থ একটু দেখে আসবো।
- আমার ছাত্র ছাত্রীদের আমার বিষয়ে সেরা করতে হবে।
- দুষ্টু ছাত্রীদের থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে।
- প্রাইভেট পড়ানোর ব্যাপারে নিরুৎসাহিত করবো, তবে টাকার অংক বেশি হলে বিবেচনা করে দেখবো।
- বাসায় খাতা দেখা কমিয়ে বউকে একটু টাইম দিবো।
- ছেলেমেয়েদের সন্তানের দৃষ্টিতে দেখবো, স্টুডেন্ট নয়।
চাকরীজীবি সমাজ :
- বসকে আরেকটু তোষেমেদ করবো।
- কলিগদের সাথে তাল মিলাইয়া চলবো।
- অবিবাহিত হলে- সামনের বছরই বিবাহের কাজটা সেরে ফেলবো।
- (নতুন বিবাহিত হলে - একটা সঞ্চয়ী হিসাব খুলবো। বউয়ের হাতে বেশি টাকা দেয়া যাবে না।)
সিরিয়ালপ্রেমী সমাজ
দিন দিন এ সমাজের সদস্য বাড়ছে। আগে ছিলো মহিলার সংখ্যা বেশি। তবে এখন পুরুষের সংখ্যাও প্রায় সমান হতে যাচ্ছে। কেমন পরিকল্পনা হয় তাদের?
- সন্ধ্যা ছয়টার মধ্যে রান্না শেষ করবো। কিংবা দুপুরেই এক সাথে রাতের জন্য রেঁধে নিবো।
- সিরিয়াল দেখার সময় রিমোট নিরাপদ জায়গায় লুকিয়ে রাখবো। বাপ ব্যাটা আসলেই শুধু খেলা নিয়ে বসে থাকে।
- এখন থেকে সিরিয়ালের স্টাইলে টকিং করবো।
- সিরিয়ালের নতুন বউ যে শাড়ী পড়ে, যে গয়না পড়ে ঐগুলা আমারও থাকতে হবে।
বেকার সমাজ :-
কিছু একটা করবো বলে আরামের জীবন কাটানোতে সুখ থাকলেও শান্তি থাকে না। এ সমাজের পরিকল্পনা প্রতিদিন রাতেই চলে।
- মা বাবার হোটেলে আর থাকবো না।
- একটা কিছু চাকরীর ব্যবস্থা করবো।
- কমলার বিয়ে মনে হয় ঠেকাতে পারবো না।
-রাতের চারটায় ঘুমানো বন্ধ করবো। বেলা ১২ টায় ঘুম থেকে উঠা বন্ধ করবো।
ব্লগার সমাজ :-
ব্লগার আহা। কত সম্মানজনক শব্দ ছিলো একসময়। নানারকম বাজে ঘটনায় ব্লগারদের সম্মান এখন কমে গেছে। তবুও কেউ লেখার নেশায়, কেউ পড়ার নেশায় ব্লগে এখনো ঘুরে বেড়ায়। এখন কথা হৈল ব্লগারদের পরিকল্পনা কেমন হয়? আসুন দেখি
- এতদিন ধরে ব্লগিং কৈরা পাইলাম টা কি! আরো যত্ন সহকারে ব্লগিং করতে হবে। হিট ব্লগার হৈতে হবে।
- একটু ভাব নিয়া চলতে হবে।
- সবার পোস্টে ওজনদার মন্তব্য করতে হবে।
- মাসে একটা পোস্টের বেশি দিবো না।
- সেলেব্রিটি ব্লগারদের তোষামেদ করবো।
- কয়েকটা নতুন নিক খুলে নিজের পোস্টে নিজেই হিট দিয়া দিমু যদি সাড়া না পাই।
মডু সমাজ :-
এই সমাজ সম্পর্কে আমি কিছু এখন বলতে চাচ্ছি না। এমনিতেই জেনারেল হইয়া আছি। কিছু কৈলে যদি ..........
বাকীকিছু থাকলে তা আপনারা বলেন। আমি একটু মজা নেই।
২৮ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
আমিই মিসির আলী বলেছেন: আরো অনেক কিছুই বাদ পড়ছে।
জেনারেলে আছি তাই ইচ্ছা থাকলেও মনে টানে নাই।
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
ডঃ এম এ আলী বলেছেন: দারুন লিখেছেন । সমাজের ক্রস সেকসন অফ পিপলের ব্যক্তিগত ধ্যান ধারনা নীজের মধ্যে ধারণ করে গভীরভাবে পর্যবেক্ষন ও বিশ্লেষন করলেই কেবল এমন সুন্দর অনুভুতির প্রকাশ সাথে গভীর তত্ব কথা ও দুরদৃস্টিমুলক চিন্তা চেতনার প্রকাশ করা যায় এ লিখাটি তারই একটি সুন্দর উদাহরণ ।
নববর্ষের অগ্রীম শুভেচ্ছা রইল
২৮ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
আমিই মিসির আলী বলেছেন: আপনার মন্তব্য দুইবার পড়লাম।
কি জবাব দিমু বুঝতেছি না।
নববর্ষের অগ্রিম শুভেচ্ছা আপনাকেও।
অনেক ভালো থাকবেন।
ধন্যবাদ।
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ প্রতিমন্তব্যের জন্য । গুছিয়ে লিখতে না পারাটা আমার অক্ষমতা , তাই হয়ত দুইবার পড়তে হয়েছে । একটি কথা বলি , একটি পোস্টে প্রথম মন্তব্য দানের মধ্যে একটি সুখ আছে । মন্তব্য লিখার সময় মনে হয় কেও বুঝি এই সুখটি নিয়ে গেল , তাই একটু তারাহুরা করতে গিয়ে লিখাটি তেমন করে গুছিয়ে লিখার সময় পাওয়া যায়না । যাহোক, মুল কথা হলো লিখাটি অপুর্ব হয়েছে ও আমার কাছে খুব ভাল লেগেছে ।
শুভেচ্ছা রইল ।
২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৫
আমিই মিসির আলী বলেছেন: আরে আমি তো সেটা বলি নাই।
আপনার লেখা তো অনেক গুছানো। আমি জাস্ট একটু ব্লাশ করলাম এই আরকি।
আপনাকেও আবারও ধন্যবাদ দিচ্ছি।
৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৬
ডঃ এম এ আলী বলেছেন: মিসির আলী ভাই সেটা আমি বিলক্ষন বুঝতে পরেছিলাম । সুযোগ পেয়ে পোস্টটি ভাল লাগার কথা আরেকবার বলতে পেরেছি ।
ধন্যবাদ সাথে শুভেচ্ছা রইল
২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৮
আমিই মিসির আলী বলেছেন:
গুনী মানুষের মুখে লেখার সুনাম শুইন্যা এই আনসেফ ব্লগীয় সময়ে বেশ খুশি খুশি লাগলো।
৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৯
এডওয়ার্ড মায়া বলেছেন: - কয়েকটা নতুন নিক খুলে নিজের পোস্টে নিজেই হিট দিয়া দিমু যদি সাড়া না পাই।
২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
আমিই মিসির আলী বলেছেন:
৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৭
রানা আমান বলেছেন: চমৎকার লিখেছেন । নববর্ষের শুভেচ্ছা রইল ।
২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৯
আমিই মিসির আলী বলেছেন: অনেক ধন্যবাদ।
নব বর্ষের অগ্রিম শুভেচ্ছা আপনাকেও।
৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৫
আরজু পনি বলেছেন:
হাহা
মজা পেলাম।
জেনারেল থেকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি হোক।
শুভকামনা রইল।
২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩২
আমিই মিসির আলী বলেছেন: দুর্দিনে এমন ভালোবাসারই দর্কার।
আপনে বেঁচে থাকুন যুগ যুগ।
জেনারেলদের পাশে দাঁড়িয়ে শক্তি সঞ্চার করুন।
ভালো থাকুন সবসময়।
৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৭
শাহরিয়ার কবীর বলেছেন:
মনে হয়, পাগল সমাজের কথা বাদ পড়ে গেল । আরো থাকতে চায় হাজার বছর !!
পাগল ছাড়া দুনিয়া চলে না
কথাটা বলেছেন ফকির লালন।
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৫
আমিই মিসির আলী বলেছেন:
ওরা কি প্ল্যান করতে পারে??
৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
অরুনি মায়া অনু বলেছেন: নতুন বছরে সবকিছু ভাল হোক। যে সমাজই হোকনা কেন তা যেন উন্নয়নের পথেই ধাবিত হয়।
০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৮
আমিই মিসির আলী বলেছেন: আজকাল দোয়া টোয়া কবুল হয় না।
বছরের প্রথমেই তো আগুন লাগলো, কম্পন ও হইলো!
তবুও বাকীদিনগুলা ভালো কাটুক সে কামনাই করি।
১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
প্রামানিক বলেছেন: সমাজ ধরে ধরে যেভাবে লেখা শুরু করলেন তাতে মনে হয় এই পোষ্ট কয়েকটা পর্ব করলে ভালো হয়।
০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৮
আমিই মিসির আলী বলেছেন: না।
শেষ তো।
১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০০
সায়েদা সোহেলী বলেছেন: পুরোন বছররের শেষ কমেন্ট কি হউয়া উচিত সেই বিষয়ে কোন পোস্ট না পাওয়ার কারনে, এই অধম ব্লগার কোন কমেন্ট করিতে পারিলো না
০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৯
আমিই মিসির আলী বলেছেন: এ্যাঁ!
১২| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৮
জুন বলেছেন: সকল সমাজের চিন্তা ভাবনা পইড়া একচোট হাইসা নিলাম বাট ব্লগার বইলা তাদের চিন্তা ভাবনায় মজা পাইলাম বেশি
সবার পোস্টে ওজনদার মন্তব্য করতে হবে।
- মাসে একটা পোস্টের বেশি দিবো না।
- সেলেব্রিটি ব্লগারদের তোষামেদ করবো। হা হা হা ।।দুই হাত তুইলা দোয়া করি যেন শীঘ্রই ঝিনারেল থিকা এডমিরাল হইতে পারেন
এজন্যই কিছুদিন আগে বলেছিলাম আপনার রম্যগুলো খুব মিস করি । অসাধারন । ভালোথাকুন মিসির আলী ।
০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫০
আমিই মিসির আলী বলেছেন: ধন্যবাদ।
দুর্দিনে পাশে এসে দাঁড়ানোর জন্য।
১৩| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ২:৪০
ডঃ এম এ আলী বলেছেন:
ইংরেজী নব বর্ষে রইল শুভেচ্ছা।
নতুন বছরে জীবন সুন্দর ও সাফল্যময়
হোক এ কামনাই করি ।
০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫১
আমিই মিসির আলী বলেছেন: নতুন বছর ভালো কাটুক..।
১৪| ০১ লা জানুয়ারি, ২০১৭ ভোর ৬:৪৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানবেন
০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫২
আমিই মিসির আলী বলেছেন:
আপনাকেও শুভেচ্ছা।
১৫| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৭:০৬
বিলিয়ার রহমান বলেছেন: ছাত্রসমাজ- সবার থেকে কিউট বয়ফ্রেন্ডটা আমারই হবে।
ছাত্রীসমাজ- সবার থেকে কিউট বয়ফ্রেন্ডটা আমারই হবে।
এই ডিসক্রিমিনেশনের প্রতিবাদস্বরূপ একটা লাইক দিয়া গেলাম!
০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৩
আমিই মিসির আলী বলেছেন: যাহাই লাইক, তাহাই হিট, উহাই জেনারেল হওয়ার পথ দর্কারী।
১৬| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৯
খায়রুল আহসান বলেছেন: ভুলে গেলে চলবে না মাইসেল্প মিসিরআলী -
দুষ্টু ছাত্রীদের থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে -
সিরিয়াল দেখার সময় রিমোট নিরাপদ জায়গায় লুকিয়ে রাখবো। বাপ ব্যাটা আসলেই শুধু খেলা নিয়ে বসে থাকে - হা হা হা, দারুণ বলেছেন!
কমলার বিয়ে মনে হয় ঠেকাতে পারবো না - কোন বেকারই আজ পর্যন্ত পারেনি।
মডু সমাজ নিয়ে কোন কিছু না বলেও তো অনেক কিছু বলে গেলেন।
আমি জাস্ট একটু ব্লাশ করলাম এই আরকি (৩ নং প্রতিমন্তব্য)- দারুণ! দারুণ!
জেনারেল থেকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি হোক (আরজু পনি)- হা হা হা, এটাও দারুণ!
দুই হাত তুইলা দোয়া করি যেন শীঘ্রই ঝিনারেল থিকা এডমিরাল হইতে পারেন (জুন)- এটাই বা কম কিসে?
রসে ভরা রম্য রচনা! + +
১৭| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৮
শায়মা বলেছেন: তোমার কি হয়েছে ভাইয়া!!!!!!
তুমি জেনারেল নাকি!!!!!!!!
১৮| ১৩ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৪:০৩
চাঁদগাজী বলেছেন:
এখন জেনারেল, মার্শাল, ফিল্ড মার্শাল?
১৯| ১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০৪
সামিউল ইসলাম বাবু বলেছেন: - একটু ভাব নিয়া চলতে হবে।
- সবার পোস্টে ওজনদার মন্তব্য করতে হবে।
- মাসে একটা পোস্টের বেশি দিবো না।
- সেলেব্রিটি ব্লগারদের তোষামেদ করবো।
- কয়েকটা নতুন নিক খুলে নিজের পোস্টে নিজেই হিট দিয়া দিমু যদি সাড়া না পাই।
হা হা হা
২০| ১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: সবটু শেষ করলাম
২১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৭
বিজন রয় বলেছেন: হা হা হা
দারুন!!
ব্লগিয় সমাজের জয় হোক।
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
গন্ডোলার যাত্রী বলেছেন: গরীব সমাজ,বড়লোক সমাজ বাদ পড়লো মনে হয়।