![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ মাত্রই মায়ার জালে ফেঁসে যায়। তবে কিছু কিছু মানুষ থাকে যাদের মায়া জিনিসটা স্পর্শ করে না। আমি তাদের একজন।
ভেবেছিলাম কখনো বিয়ে করবো না। নিজের খাঁটে পা মেলে আরাম করে ঘুমাবো। কিন্তু সুখ চিরদিন রয় না। আমার খাটে বিরাট ঘোমটা দিয়ে নতুন বউ বসে আছে।
ভিতরে ঢুকে শুকনো কাঁশি দিলাম....
- এহেম এহেম....
- বউ একটু নড়ে চড়ে বসলো।
- আমি শুনেছি স্বামীরা বাসরঘরে ঢুকলে বউরা পা ছুয়ে সালাম করতো।
- জ্বী। আমার মাও করছিলো। আমার আব্বু ৫০০ টাকা সেলামিও দিয়েছিলো।
- আমিও তো টাকা দিতাম।
- আপনার পাঞ্জাবির পকেট নাই আমি দেখছি।
- পায়জামার ছিলো তো।
- ওহ্ নো! এখুনি দিচ্ছি।
- থাক থাক। বেঁচে থাকো মা থুক্কু বউ।
- টাকা দেন।
- পকেট নাই।
- মিথ্যুক ব্যাডা।
- টাকা দিয়ে কি করবে?
- আচার খাবো।
- আচার ব্যবহার শিখার জিনিস, খাওয়ার জিনিস না।
- এ আচার সেই আচার না।
- ও!
- টাকা দেন না হলে আমি ঘুমিয়ে যাবো।
- তোমার কি মনে হয় আমি নৃত্য করবো?
- নাহ্! ঐ যে ঐটা..
- ঐটা!
- হুম। ঐটা করবেন না?
- কোনটা?
- ঐটা...
- ঐটা?
- ঐটা! ন্যাকামি করছেন কেন?
- ও...টাকা নেই। বাকীতে চলবে?
- বাকীর নাম ফাঁকি। এই আমি ঘোমটা তুলে বসে রইলাম।
- ধুর...ঘোমটা সরাও বলছি....এই..
- না...
এর মাঝেই কারেন্ট চলে গেল। বউ বলছে ছাড়ুন...আমি বলছি ঘোমটা সরাও....ঘোমটা সরাও....
বউ আমাকে ধাক্কা দিলো। ব্যালেন্স হারিয়ে আমি খাঁটের তলায় পড়ে গেলাম। কোমরে ব্যথা পেলাম। খাটের তলা থেকে উঠতেই চারপাশ ঘোলা হয়ে গেল। আমার হাতে বালিশের কভার। তবে কি স্বপ্ন দেখছিলাম? বালিশের কভারকে বউয়ের ঘোমটা ভেবে টানাটানি করলাম!!!...হায়রে...কপাল....
২৩ শে জুন, ২০১৭ দুপুর ১:২৫
আমিই মিসির আলী বলেছেন: আর রোমান্টিক!!
এটা তো ছোটখাটো যুদ্ধ ছিলো
২| ২৩ শে জুন, ২০১৭ দুপুর ১:১৮
ঢাকাবাসী বলেছেন: হা হা হা, ভালই লাগল।
২৩ শে জুন, ২০১৭ দুপুর ১:২৬
আমিই মিসির আলী বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী...
ভালো থাকুন সবসময়....
৩| ২৩ শে জুন, ২০১৭ দুপুর ১:২৩
জোকস বলেছেন: বিয়ের ১০ বছর পূর্তিতে স্ত্রী বিষন্ন ভঙ্গিতে স্বামীকেঃ “তুমি আমাকে কখনোই ভালোবাসোনি!”।
স্বামী রেগে গিয়েঃ “তাহলে এই হাফ ডজন ছেলে- মেয়ে কি আমি internet
থেকে Download করছি?!?
স্ত্রী ততোধিক রেগেঃ
তোমার যা download speed !!!
এগুলো আমি পাশের বাড়ির বল্টু, পল্টু আর পিন্টুর ‘পেন ড্রাইভ’ থেকে নিয়েছি
২৩ শে জুন, ২০১৭ দুপুর ১:৩১
আমিই মিসির আলী বলেছেন: খাইছে!!!
৪| ২৩ শে জুন, ২০১৭ দুপুর ১:৩০
নাগরিক কবি বলেছেন: আমারো একই স্বপ্ন
২৩ শে জুন, ২০১৭ দুপুর ১:৩৩
আমিই মিসির আলী বলেছেন: একই স্বপ্ন!!
Hi5 হবে...
৫| ২৩ শে জুন, ২০১৭ দুপুর ২:০৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। ভালো লিখেছেন।
ধন্যবাদ ভাই আমিই মিসির আলী।
২৩ শে জুন, ২০১৭ দুপুর ২:২৭
আমিই মিসির আলী বলেছেন: আপনাকেও ধন্যবাদ....
অনেক দিন পর দেখলাম।
আশাকরি ভালো আছেন.।
৬| ২৩ শে জুন, ২০১৭ দুপুর ২:২২
অচল অধম বলেছেন:
সে কতা আর কি কব ভাই,
বউ নিয়ে প্রথম বাসর ঘড়ে ঢুকতে বিভিন্ন টেনশন টান মারতিছিল। বাসর ঘরে ঢুকেই কি করব আমি। হঠাত দরজার চৌকাঠে উসঠা খাইয়া পড়লাম বউয়ের পায়ের উপর। বউ টেনে তুলছে আর সবাই ভাবছে আমি বউকে সালাম করছি।
এদিকে নিজেকে আবিস্কার করলাম আমি বালিশ নিয়ে খাটের নিচে পরে আছি।
২৩ শে জুন, ২০১৭ দুপুর ২:২৯
আমিই মিসির আলী বলেছেন: হেহেহেহে!
বউ টেনে তুইলা কয় নাই?...থাক থাক বেঁচো থাকো বাবা...
৭| ২৩ শে জুন, ২০১৭ দুপুর ২:২৩
শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা দারুণ
২৩ শে জুন, ২০১৭ দুপুর ২:৩৫
আমিই মিসির আলী বলেছেন:
থ্যাঙ্কু কবীর ভাই ....
আচ্ছা এখন কবীর হবে নাকি কবির হবে?
৮| ২৩ শে জুন, ২০১৭ দুপুর ২:২৯
পবন সরকার বলেছেন: মন্দ নয়
২৩ শে জুন, ২০১৭ দুপুর ২:৩৬
আমিই মিসির আলী বলেছেন:
ধন্যবাদ....
ভালো থাকবেন...।
৯| ২৩ শে জুন, ২০১৭ দুপুর ২:৪৮
অচল অধম বলেছেন: লেখক বলেছেন: হেহেহেহে!
বউ টেনে তুইলা কয় নাই?...থাক থাক বেঁচো থাকো বাবা...
আইন্নে তো তাও দুইডা কতা কইবার পারছিলেন। আমি তো পইরাই দেহি চকির তলে।
মুখটাও দেখবার পারলাম না, তার কন্ঠটাও শুনবার পাইলাম না আফছুছ।
২৩ শে জুন, ২০১৭ বিকাল ৩:৩০
আমিই মিসির আলী বলেছেন: আহারে বেচারা!!!
থাক, দোয়া করি, এমুন স্বপ্ন বার বার আসুক...
অন্তত ভাবির মুখটা দেখা পর্যন্ত আসতেই থাকুক..।
১০| ২৩ শে জুন, ২০১৭ দুপুর ২:৫৮
ভাললাগে না বলেছেন: বিয়া করে দেখতে চাই আসলে কি কি হয়!?
২৩ শে জুন, ২০১৭ বিকাল ৩:৩০
আমিই মিসির আলী বলেছেন: আর ভালোলাগে না......।
বিয়েটা আরেই ফেলুন।
দেখা হয়ে যাক, কি কি ঘটে...
১১| ২৩ শে জুন, ২০১৭ দুপুর ২:৫৯
রায়হানুল এফ রাজ বলেছেন: আহা!!! এতো তাড়াতাড়ি কেন শেষ হল? আরেকটু চললে তো ভালোই হত।
২৩ শে জুন, ২০১৭ বিকাল ৩:৩১
আমিই মিসির আলী বলেছেন: আর গভীরে যাইতে পারলুম কই!!!
লোভী বউ খালি টাকা চায়...
১২| ২৩ শে জুন, ২০১৭ বিকাল ৩:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: যাক! ঈদ রম্যের শূন্যতা ঘুচল!
হা হা হা হা
আহারে, স্বপ্নেই এই হাল- বাস্তবে জানি কিতা কি
+++++
অগ্রীম ঈদ মোবারক
২৩ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫০
আমিই মিসির আলী বলেছেন: হাহাহাহা!!!
বাস্তবে কি ঘটবে তা আপনারা বিজ্ঞরা জানিয়ে দিলেই ঝামেলা চুকে যাইবে...
আপনাকেও ঈদের অগ্রিম শুভেচ্ছা।
১৩| ২৩ শে জুন, ২০১৭ বিকাল ৩:৩৬
বিজন রয় বলেছেন: হ হা হা হা ........... প্রাপ্তবয়স্ক।
২৩ শে জুন, ২০১৭ বিকাল ৪:১৮
আমিই মিসির আলী বলেছেন: হু....তবে স্বপ্নে...
বাস্তবে হতে দেরী আছে....
১৪| ২৩ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫৬
শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা,,,, যে ভাবে ডাকেন না কেন, সেই ভাবে ঠিক!!
অগ্রীম ঈদ মোবারক!!
২৩ শে জুন, ২০১৭ বিকাল ৪:২০
আমিই মিসির আলী বলেছেন: ভালোবাসা রইলো ভাই....
আপনাকেও ঈদের শুভেচ্ছা....
১৫| ২৩ শে জুন, ২০১৭ বিকাল ৪:২৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা মজার স্বপ্ন নিয়ে হাজির হলেন মিছির ভাই!!!
হাসতে নাকি জানেনা কেউ
কে বলেছে ভাই ! হা হা হা
ঈদ মোবারক রইল ভাই
২৩ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩১
আমিই মিসির আলী বলেছেন: মিছির বানাই দিলেন!!
হাসিখুশি থাকাই ভালো সবসময়....
শরীর মন দুটাই ভালো থাকবে এতে...
ধন্যবাদ নয়ন ভাই।
আপনাকেও ঈদের অগ্রিম শুভেচ্ছা।
ভালো থাকবেন সবসময়।
১৬| ২৩ শে জুন, ২০১৭ বিকাল ৫:০৪
ডঃ এম এ আলী বলেছেন: ঈদপুর্ব সুখপাঠ্য লিখা , পাঠে তৃপ্ত ।
শুভেচ্ছা রইল ।
২৩ শে জুন, ২০১৭ বিকাল ৫:৩৫
আমিই মিসির আলী বলেছেন: সুখপাঠ্য....
সুখকর মন্তব্যের জন্য ধন্যবাদ আলী ভাই।
ঈদের অগ্রিম শুভেচ্ছা রইলো।
১৭| ২৩ শে জুন, ২০১৭ বিকাল ৫:১২
উম্মে সায়মা বলেছেন: হাহাহা। স্বপ্নেই এই হালত, বাস্তবে তো........ মজা পেলাম।
২৩ শে জুন, ২০১৭ বিকাল ৫:৩৮
আমিই মিসির আলী বলেছেন: আসলেই....
স্বপ্ন দেখেই অবস্থা খারাপ...
বাস্তবে এর চেয়ে কঠিন অবস্থা অপেক্ষা করছে...
মন্তব্যের জন্য ধন্যবাদ।
ঈদের অগ্রিম শুভেচ্ছা রইলো।
১৮| ২৩ শে জুন, ২০১৭ বিকাল ৫:২০
শূন্যনীড় বলেছেন: ভালো লাগলো, পুরাই হাসির স্বপ্ন।
২৩ শে জুন, ২০১৭ বিকাল ৫:৫৪
আমিই মিসির আলী বলেছেন: জেনে ভালো লাগলো...
ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়....
১৯| ২৩ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭
নতুন বলেছেন: এর মাঝেই কারেন্ট চলে গেল। বউ বলছে ছাড়ুন...আমি বলছি ঘোমটা সরাও....ঘোমটা সরাও....
বউ আমাকে ধাক্কা দিলো। ব্যালেন্স হারিয়ে আমি খাঁটের তলায় পড়ে গেলাম।
ভাগ্গিস কারেন্ট গেছিলো.... না হইলে তো ঘটনা আরো বেশিদুর গড়াতো...
২৩ শে জুন, ২০১৭ রাত ৯:০৭
আমিই মিসির আলী বলেছেন: আসলেই....
শালার কারেন্ট যাওনের কারনেই ঘটনা অপূর্ণ রইয়া গেল....
নাহলে তো কতকিছু হইতে পারতো...
২০| ২৩ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩
সুমন কর বলেছেন: হাহাহাহা.......মজা পেলাম।
২৩ শে জুন, ২০১৭ রাত ৯:১৯
আমিই মিসির আলী বলেছেন: জেনে ভালো লাগলো..।
মন্তব্যের জন্য ধন্যবাদ সুমন ভাই।
আশাকরি ভালো আছেন।
২১| ২৩ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৩
চাঁদগাজী বলেছেন:
স্বপ্ন যা ঘটে, বাস্তবে তা ঘটবে
২৩ শে জুন, ২০১৭ রাত ৯:২১
আমিই মিসির আলী বলেছেন: বিপরীতও হইতে পারে....
সেইম হইলেও সমস্যা নাই...একটু দুষ্টামি তো করাই যায় নাকি?
২২| ২৩ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১১
দ্যা ফয়েজ ভাই বলেছেন: দোয়া করি আপনার স্বপ্ন যাতে বাস্তবে রুপান্তরিত হয় থুক্কু না হয়।
ইয়ে মানে,ঐটা মানে কোনটা???আপনার সাথে আমারো আপনার স্বপনের বৌয়ের কাছে প্রশ্ন।
২৩ শে জুন, ২০১৭ রাত ৯:২২
আমিই মিসির আলী বলেছেন: বউ তো কিছু কইলো না, কইলো শুধু ন্যাকামী...
দোয়ার জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়....
২৩| ২৩ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২১
তোমার জন্য মিনতি বলেছেন: হা হা হা সুন্দর স্বপ্ন!!! +++++
আমি স্বপ্নেও পাইলাম না!!!!
২৩ শে জুন, ২০১৭ রাত ১০:০৮
আমিই মিসির আলী বলেছেন:
ধন্যবাদ!
এমন স্বপ্ন দেখতে চান? এমন কপাল পোড়া মার্কা স্বপ্ন?
আসেন কপালের লগে কপাল ঘইসা যান...।
২৪| ২৩ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৮
আরিফ শাহরিয়ার জয় বলেছেন: খুব সুন্দর পোষ্ট, হাসতে হাসতে পেট ব্যথা ধরেগেল। খুব মজার স্বপ্ন
২৩ শে জুন, ২০১৭ রাত ১০:১০
আমিই মিসির আলী বলেছেন: হাহাহাহা!!!
ভালো হাসতে পারেন বুঝা যাচ্ছে...।
হাসিখুশি থাকুন সবসময়।
ধন্যবাদ।
২৫| ২৩ শে জুন, ২০১৭ রাত ৯:০৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: হহহহ হা হা হি হি
২৩ শে জুন, ২০১৭ রাত ১০:১১
আমিই মিসির আলী বলেছেন:
২৬| ২৩ শে জুন, ২০১৭ রাত ৯:৪২
আহমেদ জী এস বলেছেন: আমিই মিসির আলী ,
মিছরির মতো মিষ্টি রম্য ।
তবে স্বপ্নে এগুলো তখনই ঘটে যখন ঐরাম ঘটনা বাস্তবে ঘটার সম্ভাবনা ১০০% নিশ্চিত ।
তাই খবরদার, বাসর রাইতে বালিশ বিশেষ করে কোলবালিশটার ( ) কোনও কভার রাখবেন না ।
২৪ শে জুন, ২০১৭ সকাল ১০:৫৪
আমিই মিসির আলী বলেছেন: স্বপ্নের এমন অপব্যাখ্যা দিয়া মিসিরআলীরে ভয় দেখানো ইয়ামপসিবল...
তবে যদি ঘটে যায়, খুব একটা খ্রাপ তো হবে না...
খেলা হবে...
ধন্যবাদ ব্রাদার।
ঈদের অগ্রিম শুভেচ্ছা রইলো।
২৭| ২৩ শে জুন, ২০১৭ রাত ৯:৪৪
ধ্রুবক আলো বলেছেন: বেশ মজা পেলাম, হা হা হা
২৪ শে জুন, ২০১৭ সকাল ১০:৫৭
আমিই মিসির আলী বলেছেন: মজা নেয়ার জন্য ধন্যবাদ।
ভালো থাকুন সবসময়...
২৮| ২৪ শে জুন, ২০১৭ রাত ১২:১৬
তানিম বস বলেছেন: moja paisi
২৪ শে জুন, ২০১৭ সকাল ১১:০১
আমিই মিসির আলী বলেছেন:
২৯| ২৪ শে জুন, ২০১৭ রাত ২:৫৩
কল্লোল পথিক বলেছেন:
মিসির আলী ভাই কেমন আছেন?
২৪ শে জুন, ২০১৭ সকাল ১১:০২
আমিই মিসির আলী বলেছেন: এইতো আছি ভালো।
আপনার কি অবস্থা??
দিন কাল কাটছে কেমন??
৩০| ২৪ শে জুন, ২০১৭ সকাল ১১:১০
শুভ_ঢাকা বলেছেন: অনেক হাসলাম।
২৪ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩
আমিই মিসির আলী বলেছেন: জেনে ভালো লাগলো
৩১| ২৪ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩৫
তৌফিক বলেছেন: হা হা হা, দারুণ হয়েছে। ভাল লাগলো। মনে মনেই বেশ কিছুক্ষন হাসলাম।
শুভকামনা রইলো, সত্যি সত্যি বিয়ে হলেও যেন এই রসিকতা বজায় থাকে।
২৪ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪
আমিই মিসির আলী বলেছেন: রসিক মানুষদের রসিকতা সুযোগ বুঝে সবসময় জারি থাকে....
মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়।
৩২| ২৪ শে জুন, ২০১৭ বিকাল ৩:৩৩
দিকভ্রান্ত এক পথিক বলেছেন: হা হা হা
২৯ শে জুন, ২০১৭ সকাল ১১:৩০
আমিই মিসির আলী বলেছেন:
৩৩| ২৪ শে জুন, ২০১৭ রাত ৮:১৭
আহমেদ জী এস বলেছেন: আমিই মিসির আলী ,
এই তিন-চার দিনে খ্রাপ কিছু হবার কোনও চান্স নেই । থাকলে সব শুভেচ্ছাই নোনতা নোনতা লাগতো ।
চান্স নেই বলেই যেন মিষ্টি লাগে তাই আপনাকেও জানাই শুভেচ্ছা ..........
২৯ শে জুন, ২০১৭ সকাল ১১:৩১
আমিই মিসির আলী বলেছেন: ধন্যবাদ।
খারাপ কিছু কপালে থাকলে তা ঘটেই...
৩৪| ২৭ শে জুন, ২০১৭ দুপুর ২:২১
শূন্যনীড় বলেছেন: মজার গল্প
২৯ শে জুন, ২০১৭ সকাল ১১:৩১
আমিই মিসির আলী বলেছেন:
ধন্যবাদ
৩৫| ২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:০৪
নায়না নাসরিন বলেছেন: হাঃ হাঃ হাঃ। ভালো লিখেছেন ভাইয়া
++++++++++
৩০ শে জুন, ২০১৭ দুপুর ২:১৮
আমিই মিসির আলী বলেছেন: ধন্যবাদ নায়না নাসরিন আপু..।
ভালো থাকুন সবসময়।
৩৬| ২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: - ঐটা... কি??
লুল রে লুল!!!!
৩০ শে জুন, ২০১৭ দুপুর ২:১৯
আমিই মিসির আলী বলেছেন: সেটাই তো বুঝলাম না...
ঐটা কি আসলে!!
৩৭| ৩০ শে জুন, ২০১৭ সকাল ১০:১৯
এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: স্বপ্ন কখনো কখনো বেশ মধুর হয়। যা’হোক তার আগেই আপনি খাটের নিচে পইড়া গেলেন। তবে এই গল্প তাদের জন্য শিক্ষা, যাদের এখনো বাসর ঘরে প্রবেশ করার সুযোগ হয়নাই। তারা নিশ্চয়ই পকেট ছাড়া পাঞ্জাবি গায়ে বাসরঘরে যাবেনা।
০৩ রা জুলাই, ২০১৭ রাত ১:০৫
আমিই মিসির আলী বলেছেন: আসলেই।
কিছু স্বপ্ন বেশ মধুর...
শিক্ষা তো অবশ্যই। ভুলেও পকেটহীন পাঞ্জাবি পড়া যাবে না।
৩৮| ৩০ শে জুন, ২০১৭ দুপুর ১:০৭
শায়মা বলেছেন: হা হা হাসতে হাসতে মরলাম ভাইয়া!
অচল অধম ভাইয়ার স্বপ্নও কম না!!!
আবার সোনার ময়নার পাঠানো অগ্নির ময়নাকেও দেখলাম!
বেচারার কি ফাঁসি হইসে নাকি খবর নিয়ে আসি!
০৩ রা জুলাই, ২০১৭ রাত ১:০৬
আমিই মিসির আলী বলেছেন: ধন্যবাদ আপু..
এসব ময়না পাখিরা ব্লগে ঢুকে কেম্নে সেটাই বুঝি না।
কি বিচ্ছু! কি বিচ্ছু!
৩৯| ১৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি পোস্ট।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৭ দুপুর ১:০৫
বর্ষন হোমস বলেছেন: রোমান্টিক সপ্ন