![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ মাত্রই মায়ার জালে ফেঁসে যায়। তবে কিছু কিছু মানুষ থাকে যাদের মায়া জিনিসটা স্পর্শ করে না। আমি তাদের একজন।
পুরাণ ঢাকা থেইকা ছাত্রীর মা ফোন দিয়া কইলো:
- মাস্টর নি ?
- জি আন্টি
- এই আমি ছেপ ফেললাম। হুগানের আগে আমার বাছায় আইবা।
- কি আশ্চর্য।
কোন এক বৃষ্টির দিনে একজন ফোন দিয়া কইছিলো তোর জন্য একটা ভালো টিউশনি পাইছি।
আমি গেলাম। দেখলাম। পড়াইলাম। এভাবেই চলছিলো। আজ হঠাৎ জরুরি তলফ ক্যান। বুঝতেছি না। আমি বের হইলাম। উবারে কইরা রওনা দিলাম। ছেপ হুগাইয়া গেলে বিপদ।
পৌছায়া কলিং বেল চাপলাম। খট কইরা দরজা খুললো। মনে হইলো দরজায় দাঁড়ায়া ছিলো।
- স্লামালাইকুম আন্টি। ছেপ শুকিয়ে গেছে ?
- চুপ রাহো।
পুরাণ ঢাকার মানুষ কথার ফাঁকে ফাঁকে হিন্দি বলে। আমার ছাত্রীও বলে। ঐদিন বলতেছিলো
- স্যার আপনার গার্লফ্রেন্ড আছে?
- কেন ?
- আরে ইয়ার ! বাতাও না !
- কিহ্!
- সরি। বলেন না।
- নাই।
- থ্যাংক গড।
ছাত্রীর বডি ল্যাংগুয়েজ সেদিন থেকে বদলে গেল। ঠোঁটে লিপিস্টিকের কালার চেঞ্জ হইতে থাকলো। জামা কাপড় দিন দিন ট্রান্সপারেন্ট হইতে থাকলো।
লক্ষন খারাপে দিকে দেখে কয়েকবার ভাবছিলাম টিউশনি ছাইড়া দিমু। কিন্তু পুরাণ ঢাকার বিরিয়ানির নেশা একবার যার হয়, তার ভুড়ি হয়ই হয়।
- আন্টি আজকে তো অফ ডে। হঠাৎ ডাকলেন যে ?
আন্টি চোখ রাঙাচ্ছেন। মনে হচ্ছে আমি কোন পাপ করেছি। তবে ভুল বসত একটা কিস করা ছাড়া আমি নির্দোষ। ওয়েদার ভালো ছিলো। আকাশে বজ্রপাত হচ্ছিলো। ছাত্রীও পাশে ছিলো। যাইহোক।
- আন্টি...
- আব্বে হালা চুপ হো যা....
- আনননটি!!
- খবিশ !
- এঁ!
- তুই আমার মাইযার লগে কি করছস ?
- কি করছি ?
- আমার মাইয়া বমি করবার লাগছে ক্যালা ?
- আমি কিভাবে বলবো !
- তুমি ক্যামতে কইবা ? আমগো খানদানের ইজ্জ্বত মাইরা দিছো!
- আসতাগফিরুল্লাহ্
- আমার মাইয়া তো এহনো কলেজ পাসটা দিবার পারে নাইক্কা। আর তুমি ওরে পো...
- ছি!
ঘটনা এত জট পাকলো কিভাবে বুঝতেছি না। জিজ্ঞেস করলাম...
- ডাক্তার দেখাইছেন ?
- চুপ।
ছাত্রী মাথা নিছু কইরা রুমে ঢুকলো। ওর হাব ভাব দেখলে মনে হয় ভুল করে তিন মাসের পোয়াতি হয়ে গেছে।
- এই সাদিয়া কি হইছে তোমার ?
- মেরা জিন্দেগি তো বরবাদ হো গিয়া।
- ও আল্লাহ!
- স্যার ? আপ মুঝকো সাধি কার লো না !
- কিহ!
ছাত্রীর মা আমার দিকে তাকাইয়া আছে। চোখ ভর্তী আগুন। আমি উনার দিকে তাকাইয়া কইলাম:
- আন্টি আমি কিচ্ছু করি নাই।
- আমার মাইয়া আমার কাছে কিছু লুকায় না। সব কইছে আমারে।
- কি বলছে ?
- পড়ানোর ছময় টেবিলের নিচ দিয়া ঘষাঘসি করছো না ?
- আমি করি নাই। আপনার মেয়ে করছে।
- চুম্মা দিছো না ?
- এইটা আমার ব্যক্তিগত ব্যাপার। ছি! মানুষের ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলেন কেন?
- আব্বে হালায় কয় কি? আমার বংশের ইজ্জ্বত খাইয়া দিছো
আন্টিরে কেমনে কি বুঝাই। আমি ছাত্রীর দিকে তাকাইলাম। ছাত্রীর মুখ কেমন যেন সন্দেহজনক। সে কি কিছু লুকাচ্ছে !
- সাদিয়া...ঘটনা কি ?
- ছার ! মুই কেমতে কমু! বমি বমি লাগে। মাথাডা ঘোরে। পেটে কি যেন লাত্থি মারে।
- পেটে লাথি মারে !
আন্টি আপনার মেয়ে যদি পোয়াতী হইয়া থাকে। তাহলে আমারে যে শাস্তি দিবেন। আমি মাথা পাইতা নিমু। তবে আগে ডাক্তার দেখাইতে হবে। ভালো ডাক্তার।
আন্টি রাজি হইলো। আমরা ডাক্তারের চেম্বারে বইসা আছি। ডাক্তার চশমার উপরে দিয়া কইলো :
- রোগী কে ?
- এই যে ও। ‘আমি কইলাম’
ডাক্তার সাদিয়ারে দেইখা ঘটাঘট কিছু টেস্ট লেইখা দিলো। এক্সরে, সিটি স্ক্যান, ব্লাড টেস্ট, আলট্রাসনো, আরো কয়েকটা টেস্ট।
১৬ হাজার টাকা গেল টেস্ট করাইয়া। ডাক্তারদের থেকে ভালো বিজনেস বুঝবে আর কে। রিপোর্ট দেইখা ডাক্তার মুছকি হাসি দিলো। আমি বল্লাম: কি ব্যাপার স্যার ?
- কনগ্রেটস।
- মানে ?
- ছেলে না মেয়ে ছার ? ‘ সাদিয়ার প্রশ্ন’
- বিরিয়ানি ‘ডাক্তারের জবাব’
- এঁ!
স্যার ও যে কইলো বমি বমি লাগে। মাথা ঘুরে। পেটে লাত্থি মারে ?
ডাক্তার চশমা মুছতে মুছতে বললো।
- এজন্যই সিটি স্ক্যান করাইতে দিয়েছিলাম। মাথায় সমস্যা আছে কিনা দেখার জন্য। কিন্তু অল ক্লিয়ার। এটা বয়সের দোষ। ছাত্রী আপনাকে পছন্দ করে। তাই মনে হয় ড্রামা করছে।
আমি ছাত্রীর মায়ের দিকে তাকাইলাম। তিনি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন:
- মাস্টর সাব, মনে কিছু নিয়েন না। মাইয়া আমার ড্রামাবাজ। আমার অক্ষন মনে পড়ছে। ফ্রিজে বাসি বিরিয়ানি ছিলো। ও সেগুলা খাইয়া-ই এইসব করছে।
আমি একটা দীর্ঘশ্বাস ছাইড়া কইলাম:
সাদিয়ারা এমনই হয়...
২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৩
আমিই মিসির আলী বলেছেন:
২| ২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৫
বাকপ্রবাস বলেছেন: হা হা হা আমার মাইয়ার মা এর নাম সাদিয়া, ব্লগ পড়েনা, পড়লে এইটা পড়তে কইতাম
২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৪
আমিই মিসির আলী বলেছেন: লিংক পাঠায়া দ্যান।
৩| ২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
আবে হালায় কি খেইল দেখাইল মাইয়া!
ছোল হাজার ট্যাকা! কস্কি মমিন! পরে মাইয়ার মায় দেয় নাইক্যা
রম্যে ভাল লাগা রইল
++++
২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৫
আমিই মিসির আলী বলেছেন: মেয়ে পোয়াতি হয় হয় নাই। এটাই মেয়ের মায়ের জন্য খুশির খবর। ১৬ হাজার কুনু বিচয় না।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪| ২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৩
তারেক ফাহিম বলেছেন: - এঁ!
২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৬
আমিই মিসির আলী বলেছেন:
৫| ২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৮
হাবিব ইমরান বলেছেন:
লা হাওলা.......
আব্বে হালায় কয় কি! টেবিলের নিচে ঘঁষাঘষি পা দিয়া, আর মাইয়া প্রেগন্যান্ট? ইয়াক।
- ধন্যবাদ শেয়ার করার জন্য। ভালো লাগলো।
২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৭
আমিই মিসির আলী বলেছেন: মাইয়া মানুষ যে কতভাবে প্রেগন্যান্ট হয় আজকাল !
৬| ২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫০
রাজীব নুর বলেছেন: এরপর এরকম ছাত্রী আর পড়াবেন না।
ঝামেলা থেকে দূরে থাকবেন।
২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৮
আমিই মিসির আলী বলেছেন: অবশ্যই।
এরা বাদ।
৭| ২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৭
মোহামমদ কামরুজজামান বলেছেন:
ইন্নালিললাহ - "টেবিলের নীচের ঘষাঘষি তেই কাম সারা "- "আপ ইতনা পাওয়ারফুল আদমী,পেহেলি কিউ নেহি বাতায়া "
তাহলে ত আমরা আপনাকে হাসপাতালের উর্বরতা (বন্ধ্যাত্ব) কেন্দ্রে নিয়োগ দিতে পারতাম ।দেশ আপনার সেবা পেয়ে ধন্য হত ।
২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৯
আমিই মিসির আলী বলেছেন: লেও ঠ্যালা !
আব্বে হালায় কয় কি !!!!
৮| ২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৬
চাঁদগাজী বলেছেন:
ভালো লেগেছে
২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪০
আমিই মিসির আলী বলেছেন: ধন্যবাদ।
কি অবস্থা ? আছেন ভালো ?
৯| ২৩ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভালোতো লাগবোই
অবৈধ একটা ব্যাপার আছে যে,
সারাজীবন টপ্পাবাজী করছেন তাই
ভালো লাগবেইতো।
২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪০
আমিই মিসির আলী বলেছেন: কি কন মশাই !
একটা ঘুম দ্যান। এভাবে হয় নাকি !!!
১০| ২৩ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪
অনন্ত আরফাত বলেছেন: মজা পাইলাম।
২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪১
আমিই মিসির আলী বলেছেন: জেনে ধন্য হইলাম।
মনের কথা জানানোর জন্য ধন্যবাদ।
১১| ২৩ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহাহা
২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪২
আমিই মিসির আলী বলেছেন: হেহেহেহে..।
কি অবস্থা লিটন ভাই ???
১২| ২৩ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯
আহমেদ জী এস বলেছেন: আমিই মিসির আলী,
আইস্যাই রম্য বিরিয়ানী খাওয়াইয়া গ্যালেন মনে হয়। একখন তো প্যাটের মইদ্যে সাদিয়া সিনড্রোমের ড্রামা ছুরু হইবার চাইছে।
আপনাকে দেখলাম, ঢুকলাম, পড়লাম, হাসলাম...........................
২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৪
আমিই মিসির আলী বলেছেন: হাহাহা..
পেটের গতিপ্রকৃতি বুঝা বড় মুশকিল। নাকের মধ্যে সিগন্যাল পাইলেই হয়।
তা কি অবস্থা ? ভালো আছেন ?
১৩| ২৩ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪১
নুরহোসেন নুর বলেছেন: ভাগ্যিস আপনে পোয়াতির বর হন নাই
২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৩
আমিই মিসির আলী বলেছেন: ভাগ্যিস !!!
১৪| ২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:২০
এপোলো বলেছেন: মনে হচ্ছে মেয়ে আর মেয়ের মা দুজনেই আপনাকে পছন্দের তালিকায় রেখেছিল। আপডেট দিয়েন।
২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৩
আমিই মিসির আলী বলেছেন: পছন্দের তালিকায় রাখলেই হবে !!
মনের মিল তো হইতে হবে !
১৫| ২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৮
পদাতিক চৌধুরি বলেছেন: ফ্রিজের বিরিয়ানির কার্যকারিতা বেশ লাগলো।
আচ্ছা ডাক্তারি পরীক্ষার টাকাটা কাকে দিয়ে হয়েছিল?
শুভকামনা জানবেন।
২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৪
আমিই মিসির আলী বলেছেন: ডাক্তারি পরীক্ষার টাকাটা নর্মালি কাকে দেয়া হয় ??
১৬| ২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৪০
এডওয়ার্ড মায়া বলেছেন: ওরে মিচ্চিরালী ..
২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৫
আমিই মিসির আলী বলেছেন: কি খবর মহামায়া ?
১৭| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:১৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: কি কন মশাই !
মিসির আলি ভা্ই আপনাকে নয়।
যে বোঝার সে বুঝে গেছে!
২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৫
আমিই মিসির আলী বলেছেন: আচ্ছা !
১৮| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:১৯
চাঁদগাজী বলেছেন:
নূর মোহাম্মদ নূরু বলেছেন: "লেখক বলেছেন: কি কন মশাই ! মিসির আলি ভা্ই আপনাকে নয়। যে বোঝার সে বুঝে গেছে! "
-আপনি তো মরা মানুষের জীবনী নিয়েই ব্যস্ত
১৯| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:১২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অবশ্যই।
এরা বাদ।
জীবনে দরকার শান্তি। যারা শান্তি নষ্ট করে তাদের কাছ থেকে দূরে থাকাই মঙ্গল।
২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৭
আমিই মিসির আলী বলেছেন: হক কথা নুর ভাই।
শান্তির ঘরে যারা অশান্তি দিতে আসে তাদের থেকে ১৪ হাত দূরত্ব মেন্টেইন করা উচিৎ।
২০| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৭
সাাজ্জাাদ বলেছেন: ফেসবুকে পড়েছি। আপনি লিখেছেন কিনা জানিনা তবে না লিখে থাকলে সংগ্রহিত লিখে দিবেন।
২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৭
আমিই মিসির আলী বলেছেন: আমারই লেখা।
ধন্যবাদ।
২১| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫০
সোহানী বলেছেন: হাহাহাহাহাহা........ বিরিয়ানী খাইয়া ষোল হাজার নামালেন ।
সুপার লাইক!
২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৮
আমিই মিসির আলী বলেছেন: মোর কি দুষ !
কেমন আছেন সোহানী আপা ?
২২| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৮
কনফুসিয়াস বলেছেন: চমৎকার। অনেক হাসলাম। শুভেচ্ছা নিবেন।
২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৯
আমিই মিসির আলী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
অনেক ভালো থাকবেন। হাসিখুশি থাকবেন।
২৩| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৭
মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা !
তবে ফেসবুকে আগেই পড়েছি
২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০০
আমিই মিসির আলী বলেছেন:
জ্বী; মুনিরা আপু।
আগে ফেসবুকে প্রকাশিত।
২৪| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪০
তারেক_মাহমুদ বলেছেন: হা হা হা দারুণ মজার গল্প।
২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০০
আমিই মিসির আলী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
২৫| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হাসলাম গল্পটা পড়ে।
হায় ! সাদিয়া
তুমি মাস্টারের মন কাড়তেে
এ কি করিলা ?
২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০১
আমিই মিসির আলী বলেছেন: সাদিয়ার মাথায় ডিসটাব।
আর একটুর জন্য ১৬ আনা ইজ্জ্বত নষ্ট হইয়া যাইতো
মন্তব্যের জন্য ধন্যবাদ।
২৬| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৫
হাছিবুল ইসলাম শান্ত বলেছেন: অনেক দিন আগে ফেইসবুকে পড়েছিলাম, ভাল লাগল আবার পড়ে।
২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০২
আমিই মিসির আলী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
হ্যাঁ। আগে ফেসবুকেই প্রকাশিত হয়েছে। তারপর ব্লগে দিলাম।
ভালো থাকবেন।
২৭| ২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অল্পের উপর দিয়ে গেছে। হা হা হা ++
০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০২
আমিই মিসির আলী বলেছেন: হা হা হা
মন্তব্যের জন্য ধন্যবাদ।
২৮| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০৯
সাদিকনাফ বলেছেন: চুপার্স..
২৯| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অসাধারণ লেখা!
সাধু সাধু সাধু
৩০| ২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪৫
সোহানী বলেছেন: আমি ভালো আছি মিসির আলী ভাই কারন আমি ভালো থাকার মন্ত্র জানি........হাহাহাহা
৩১| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই পোষ্টটি আপনার লেখা?
০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০৩
আমিই মিসির আলী বলেছেন: হ্যাঁ। আগে ফেসবুকেই প্রকাশিত হয়েছে। তারপর ব্লগে দিলাম।
৩২| ০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৪৯
ইফতেখার ভূইয়া বলেছেন: এই পোস্ট আমার প্রিয়তে যাওয়ার সম্ভাবনা ছিলো,কিন্তু সময় ভালো যাচ্ছে না তাই একটু নিরাপদ দূরত্বে থাকাই ভালো মনে হচ্ছে। লিখা ভীষণ ভালো লেগেছে যদিও। ভালো থাকুন। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৫
রুমী ইয়াসমীন বলেছেন: এ্যাঁ...