নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনামিকাসুলতানা

অনামিকাসুলতানা › বিস্তারিত পোস্টঃ

বাংলা

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২৩

বাংলা মানে কি গো মাগো?

বাংলা কি শুধু ভাষা ?

বাংলা আমার জীবন মরণ,

অস্তিত্ব, স্বপ্ন আর আশা।

বাংলা আমার দেশ ,

বাংলা আমার পরিচয়।

বাংলা আমার প্রেম,

বাংলা আমার হৃদয়।

নাই যার নিজ ভাষা,

তার কি আছে কোন আশা রে?

পরের ভাষায় কথা বলায়,

মনের খায়েশ মিটে না রে।

মন্তব্য ১৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: একুশের কবিতায় ভালো লাগা রইলো।

অমর একুশের শুভেচ্ছা আপনাকে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:১০

অনামিকাসুলতানা বলেছেন: ধন্যবাদ।
আপনাকে ও অমর একুশের শুভেচ্ছা।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৩

ফুয়াদের বাপ বলেছেন: বাংলা
====
বাংলা মানে মায়ের ভাষা
বাংলা সকল স্বপ্ন-আশা
বাংলা জীবন, বাংলা মরন
দু:খ-সুখের ঢেউয়ে ভাসা
বাংলার বুকে জন্ম আমার
এই বাংলা-ই আমার দেশ
এই বাংলা বলে-ই গর্ব করি
হোক বাংলাতেই শেষ নি:শ্বেষ


২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:১১

অনামিকাসুলতানা বলেছেন: অনবদ্য

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৮

জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর হয়েছে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:১২

অনামিকাসুলতানা বলেছেন: ধন্যবাদ। অনেক অনুপ্রেরণা পেলাম।

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৪

অনামিকাসুলতানা বলেছেন: ধন্যবাদ। প্রথম লিখলাম। তাই আপনার ম ন্তব্য ভাল লাগলো

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২২

ফুয়াদের বাপ বলেছেন: এসো ভাই কথা বলি
বাংলাতে- বাংলায়,
পরের ভাষায় মনের কথা
খুব কি বলা যায়?

মায়ের মুখে শুনেছি প্রথম
মায়ের বলা মুধুর ভাষা
মুগ্ধ হয়ে শুনেছি শুধু
মায়ের বলা বাংলা ভাষা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৫

অনামিকাসুলতানা বলেছেন: কি সুন্দর কবিতা। ম ন টা ছুঁয়ে যায়।

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫৭

এম ডি মুসা বলেছেন: সু্ন্দর হয়েছে

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৬

অনামিকাসুলতানা বলেছেন: ধন্যবাদ

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২১

শায়মা বলেছেন: বাহ!
সুন্দর কবিতা!!

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৬

অনামিকাসুলতানা বলেছেন: অনেক অনুপ্রেরণা পেলাম।
ধ ন্যবাদ।

৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৩২

রাজীব নুর বলেছেন: ভালো হয়নি।
মনে হচ্ছে ক্লশ ফাইভে পড়া বাচ্চা ছেলে লিখেছে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:২৫

অনামিকাসুলতানা বলেছেন: প্রথম লিখলাম।
এই পর্যবেক্ষণ আমার জন্য আশীর্বাদ হ্ য়ে থাকবে।

আমি অনেক দিন ধ রে বাংলা চর্চা ক রিনি।
আপ্ নারা আমাকে এম ন করে গড়ে তুলবেন ভাইয়া।

অনেক অনেক ধ ন্য বাদ।

৯| ১৪ ই মার্চ, ২০২৩ বিকাল ৩:৩৭

এম ডি মুসা বলেছেন: সুন্দর বাংলা আমার ভাষা
বুকের ভেতর হাজার রকম বাঁধি বুকে বাসা
বাংলা আমার মায়ের মুখের প্রথম শেখা অক্ষর
িএই ভাষাতে ঘুরিফিরি দিয়ে থাকি চক্কর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.