| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবাক মানুষ
আমি প্রতিদিন জন্ম নিই এবং প্রতিদিন যাই মরে আমি প্রতিদিন যাই ভেঙ্গে আবার প্রতিদিন উঠি গড়ে
এই সময়ের আধুনিক বাংলা গানে দুই বাংলাতেই জনপ্রিয় হয়ে ওঠা শিল্পী শ্রীকান্ত আচার্য। তো শ্রীকান্তর গান কেউ পছন্দ করছে অথচ তার গাওয়া বৃষ্টির এই গানটি সে পছন্দ করেনা এমন কাউকে আমি অন্তত এখনো দেখেনি, গানটির কথা-
আমার সারাটা দিন মেঘলা আকাশ
বৃষ্টি তোমাকে দিলাম
শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম.......
মহীনের ঘোড়াগুলিও এইভাবে প্রিয় মানুষকে উপহার দিতে গিয়ে বৃষ্টিকে এনেছে এইভাবে-
শহরের উষ্ণতম দিনে
পীচে গলা রোদ্দুরে বৃষ্টির বিশ্বাস
তোমায় দিলাম আজ
আর কিইবা দিতে পারি
পুরোনো মিছিলে পুরোনো ট্রামেদের সারি
মনে পড়ছে ছেলেবেলায় আমরা অনেকে বৃষ্টিকেই কিছু দেবো বলে আহবান করতাম এই বলে
আয় বৃষ্টি ঝেঁপে
ধান দেবো মেপে
যদিও বৃষ্টিকে সেই লোভে কখনোই ধরা দিতে দেখিনি। জানি দেখবোওনা। কারন এখনো সুখের কথা এইযে মানুষের মত প্রকৃতি কখনো লোভী হতে শেখেনি, আর শেখেনি বলেই আমাদের জন্য পৃথিবী আজো বাস যোগ্য গ্রহ হয়ে আছে।
*** নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গান নিশ্চয় অনেকেই শুনে থাকবেন এবং আমি এও জানি তার নামটি আসতেই অনেকেই গুনগুন করে গাওয়া শুরু করেছেন-
আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়
অশ্রু ভেজা দু'টি চোখ
তুমি ব্যথার কাজল মেখে লুকিয়ে ছিলে ওই মুখ
ভাবতে কষ্ট লাগে আমাদের দেশে এমন একজন বড় মাপের শিল্পীর ঠিকঠাক মূল্যায়নই হলোনা। অথচ ওপার বাংলায় পন্ডিত অজয় চক্রবর্তীর সম্মান দিতে কেউই কার্পণ্য করেনা। ক্ল্যাসিক্যাল বাংলা গানে তিনি সকলের নমস্য। আমরা এতোই অভাগা যে কাকে ধরে রাখতে হয় আর কার দিক থেকে মুখ ফেরাতে হয় সেটাই আমাদের শেখা হয়ে ওঠেনি। যাহোক অজয়ের কথা যখন এলোই তখন আমার ভীষণ ভীষণ প্রিয় অজয়ের একটি বর্ষার গানের কথা উল্ল্যেখ না করলেই নয়-
ও বরষারে....
সবায় তোকে বরন করে শুধু আষাঢ়ে
আমি জানি আমার চোখে তোর বাস
বারোমাস......
মনে আছে অজয়ের প্রথম গান শোনার পরে যখন যেখানে যা গান পেয়েছিলাম তা-ই সংগ্রহ করতাম আমার নিজস্ব সংগ্রহশালায়।
এই মূহুর্তে মনে পড়ছে আমাদের দেশের আরেকজন অনন্য সাধারন শিল্পীর কথা, তিনি প্রিয় সুবীর নন্দী। তার সময়ের অনেক প্রতিভাবান সঙ্গীত শিল্পীর নামই আমরা খুব সহজেই ভুলে গেছি, অথচ এই বয়সে এসেও সুবীর নন্দী আজো সমান উজ্জল। আজো সমসাময়িক।
তাঁর অসংখ্য জনপ্রিয় গানের ভীড়ে বৃষ্টির এই গানটি আজো আমাদের মুগ্ধতায় ভরিয়ে তোলে-
আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি
আমায় আর কান্নার ভয় দেখিয়ে কোনো লাভ নেই
এছাড়াও সুবীর নন্দীর আরেকটি গানের অন্তরায় বৃষ্টির উল্ল্যেখ আছে
না হয় ভেজালেনা একটু হাসি বৃষ্টিতে
আমায় দেখে জ্বাললে আগুন ওই দৃষ্টিতে
আমিও অপেক্ষা করি আমাকে লক্ষ্য করা সকল আগুন দৃষ্টিতে এক পশলা বৃষ্টি নামুক। আমি শীতল হই।
চলবে........
১৮ ই জুন, ২০১০ সকাল ১০:৩৫
অবাক মানুষ বলেছেন: জেনে ভালো লাগলো। কিন্তু আজমান, এত গুলো গানের পুরো লিরিক কি এখানে দেয়া সম্ভব? বরং এর চেয়ে সহজ হবে আপনি গানগুলো নতুন করে আবার শুনে ফেলুন, প্রয়োজনে তখন লিখে নেয়া যাবে। আশা করি এতে আপনার ভালোই লাগবে। ভালো থাকবেন।
২|
১৬ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:৪১
কালবেলার অকাল ভাবনা বলেছেন: চলুক না ....................... ................................................ ............... .........................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
১৮ ই জুন, ২০১০ সকাল ১০:৩৬
অবাক মানুষ বলেছেন: চলবে বলেই আশা করছি। শুভেচ্ছা।
৩|
১৬ ই জুন, ২০১০ রাত ৮:০৬
রাত্রি২০১০ বলেছেন: ভাল লেগেছে।
আজি বরিষনমুখরিত শ্রাবণরাতি
স্মৃতিবেদনার মালা একেলা গাঁথি...
আজি কোন ভুলে ভুলি আধাঁর ঘরতে রাখি দুয়ার খুলি
মনে হ্য় বুঝি আসিছে সে মোর দুখরজনীর সাথি ।
প্রকৃতি পর্বের গানগুলি অধীর অপেক্ষায়...
১৮ ই জুন, ২০১০ সকাল ১০:৪২
অবাক মানুষ বলেছেন: এ ক'দিনে বুঝে নিয়েছি আপনি রবীন্দ্রনাথে কতখানি মগ্ন। প্রকৃতি পর্বে আমাকেতো আসতেই হবে, তবে " বৃষ্টির গান " থেকে সম্ভবত একটু বেরিয়ে এসে তখন আমাকে বর্ষার গান নিয়ে লিখতে হবে। নতুবা ঠাকুরের অনেক গানই মিস করতে হবে সে আমি চাচ্ছিনা। আমার ধারনা আপনিও তা চাইবেন। যাহোক আপাতত আপনাকে বলা
" ধীরে ধীরে ধীরে বও ওগো উতল হাওয়া "
৪|
১৬ ই জুন, ২০১০ রাত ৮:১০
উল্টো মানুষ বলেছেন: আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়
অশ্রু ভেজা দু'টি চোখ
তুমি ব্যথার কাজল মেখে লুকিয়ে ছিলে ওই মুখ
এক সময় ঝুম বৃষ্টি হলে সিডি প্লেয়ারে ফুল ভলিওমে এ গানটা বাজাতাম। বৃষ্টির শব্দের সাথে গানটি মিলেমিশে একাকার হয়ে যেতো। সে এক অন্য রকম অনুভুতি!!
১৮ ই জুন, ২০১০ সকাল ১০:৪৪
অবাক মানুষ বলেছেন: তাতে করে বোঝা গেলো আপনি ভীষণ রোমান্টিক। এখনো এইভাবে গান শুনেনতো? শুভেচ্ছা আপনাকে।
৫|
১৬ ই জুন, ২০১০ রাত ১০:১৩
শোশমিতা বলেছেন: শিল্পী শ্রীকান্তের সব গুলা গান আমার খুব প্রিয় আর এই গান অনেক প্রিয় ,আমার সারাটা দিন মেঘলা আকাশ
বৃষ্টি তোমাকে দিলাম
শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম.
চমৎকার +
চলুক... অধীর অপেক্ষায় আছি
১৮ ই জুন, ২০১০ সকাল ১০:৪৯
অবাক মানুষ বলেছেন: শ্রীকান্তের এমন অসাধারন কন্ঠে মুগ্ধ না হবার কারন নেই। তবে এই শিল্পীর অনেক গানই পুরোনো কোনো শিল্পীর রিমেক গান। সুযোগ হলে মৌলিক শিল্পীর কন্ঠে শুনে নিবেন।
** অপেক্ষায় আছেন জেনে ভালো লাগছে। আসলে বিশ্বকাপ ফুটবল সময় খেয়ে ফেলছে। তবু বলছি খুব বেশী অপেক্ষায় রাখবোনা। ভালো থাকবেন।
৬|
১৮ ই জুন, ২০১০ রাত ১০:৫৯
বৃষ্টির গান বলেছেন:
সবগুলোই গানই ভালো লাগে।।
এরমধ্যে -
আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়
অশ্রু ভেজা দু'টি চোখ
তুমি ব্যথার কাজল মেখে লুকিয়ে ছিলে ওই মুখ
আর
শহরের উষ্ণতম দিনে
পীচে গলা রোদ্দুরে বৃষ্টির বিশ্বাস
তোমায় দিলাম আজ
আর কিইবা দিতে পারি
পুরোনো মিছিলে পুরোনো ট্রামেদের সারি
প্রায়শ গুনগুন করি। মনটা ভীষণ খারাপ হয়ে যাই। তারপরও কেমন অদ্ভুত মুগ্ধতা পেয়ে বসে।।
অনেক ধন্যবাদ।।
১৯ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:০১
অবাক মানুষ বলেছেন: এটা কিন্তু চমৎকার একটি ব্যাপার। মন খারাপের মধ্যেও এক ধরনের মুগ্ধতা আছে। ভালো থাকবেন।
৭|
০৯ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:১৯
কাউসার রুশো বলেছেন: দারুন একটা সিরিজ। আশা করছি ইবুক প্রকাশের আগেই শেষ হবে সিরিজটি
৮|
০৯ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৩৬
কাউসার রুশো বলেছেন: আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়
অশ্রু ভেজা দু'টি চোখ
তুমি ব্যথার কাজল মেখে লুকিয়ে ছিলে ওই মুখ
..................................................................
আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি
আমায় আর কান্নার ভয় দেখিয়ে কোনো লাভ নেই
খুব প্রিয় দুটো গান ![]()
১০ ই জুলাই, ২০১১ বিকাল ৫:২৬
অবাক মানুষ বলেছেন: আপনার দুটি প্রিয় গানের কথাই উল্ল্যখ হয়েছে। আশা করি আপনি খুশি হবেন।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:৩৫
আজমান আন্দালিব বলেছেন: চলুক...
সুন্দর হয়েছে এবং প্রিয়তে।
যদি সম্ভব হয় এই বিখ্যাত গানগুলোর পুরো লিরিক দিবেন প্লিজ...।