![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশে তারা আছে; নদীতে জল আছে; তুমি নেই বলে।
কিছু কথা আজো বাকি
অনিন্দিতা দাশ
তোমাকে বলেছি অনেক কথা
তবুও বলার আছে কিছু বাকি।
তুমি কি শুনবে আমার কথা ?
কত করে ছিলাম ডাকাডাকি, তবুও চলে গেলে ।
বলে গেলেনা আমার আছে কতটুকু দোষ,
অনেক সয়েছি , আর কত সইতে হবে ?
আছে কি আর কিছু বাকি ?
যে তুমি থাকতে আমার মনের মধ্য খানে
আজ তুমি ঘর বেধেছ অন্যের প্রাণে ,
আমার দিকে তাকিয়ে তোমার হবে আর লাভ কি ।
তবুও পারিনা ভুলতে তোমায়,
মনেরি ভুলে বারে বারে তোমায় ডাকি ।
জীবন তো একটাই, সেটা শুধু তোমাকে দিয়েছি
নেই আর কিছু বাকি ,
তোমাকেই শুধু করেছিলাম শেষ বিকেলের সাথী ।
আমার হয়তো একটু ভুল ছিল,
ভুলে করে ছিলাম অভিমান ।
তুমি তো পারতে বলতে, কেন চলে গেলে এভাবে ?
পথ ভোলা পথিকের মত করে অপমান ।
শুধু এটাই ছিল বাকি, আমি তো তোমায় ভালবাসি
তবে বল সামান্য ভুলে কেন চলে গেলে?
শুনলেনা তুমি করেছি কত ডাকাডাকি ।
২| ০৩ রা জুলাই, ২০১৬ সকাল ১১:৩৫
সিগনেচার নসিব বলেছেন: মাঝে মাঝে অভিমানের দেওয়া এতো শক্ত হয়ে ওঠে
যেখানে গ্রেনেড মারলেও ভাঙ্গা যায় না । সহজ বাক্যে ভাল হয়েছে কবিতা
৩| ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১:২৯
সোহাগ সকাল বলেছেন: ভালো হয়েছে। শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৬ সকাল ৮:৫৯
আর. এন. রাজু বলেছেন: সুন্দরর হয়েছে।