![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ। প্রেম আমার ধর্ম। স্বাধীনতা আমার রাজনীতি। ভালোবাসা আমার আদর্শ।
* "ভালোবাসার মতো স্বাধীনতার জন্যও আমাদের নিরন্তর সংগ্রাম করতে হয়; ভালোবাসার মতো স্বাধীনতাকেও প্রতিদিন নতুন করে জয় করে নিতে হয়। আমরা সর্বদা ভালোবাসার মতো স্বাধীনতাকেও হারাচ্ছি, কারন প্রত্যেক বিজয়ের পর আমরা ভাবি আর কোনো সংগ্রাম ছাড়াই বিজয়ের ফল স্থিলচিত্তে উপভোগ করা যাবে ... স্বাধীনতার যুদ্ধ কখনো শেষ হয় না, কেননা এ হলো এক নিরন্তর সংগ্রাম।"
--- হেনরী ডব্লিউ নেভিনসন
(বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ও দার্শনিক হ্যারল্ড লাস্কির শিক্ষক)
* "যে আইন ও বিধির দ্বারা বিদেশী শাসকেরা শাসন করে, সে আইন ও বিধিকে বদলিয়ে নিজেদের উপযোগী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করাই হলো স্বাধীনতার মূলকথা। বিদেশী শাসক বদলিয়ে দেশীয় শাসকদের ক্ষমতায় বসিয়ে ঔপনিবেশিক আমলের শাসন-কাঠামো দিয়ে দেশ পরিচালনা করা জনগণের জন্য এক ধরনের পরাধীনতা; যাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় 'অভ্যন্তরীন উপনিবেশবাদ' (internal colonialism)"
--- রাজনৈতিক তাত্ত্বিক সিরাজুল আলম খান।
©somewhere in net ltd.