নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ আমার আপন জগত

আনিসা নাসরীন

এ এক অনন্ত যাত্রা

আনিসা নাসরীন › বিস্তারিত পোস্টঃ

নষ্ট নীড়

০১ লা জুলাই, ২০১৬ সকাল ১০:৫৮

সমাজের চোখে ভালো থাকার জন্য কত কিছুই না আমরা করি। ভুল মানুষটা কে সহ্য করি। ভুল মানুষটা কে মেনে নিয়ে ভাবি এটাই নিয়তি।মানুষটার খারাপ আচরণকে ঢাকি সবার কাছে, নয়ত নিজের কাছে নতুন নতুন ব্যাখা দিয়ে। মেনে নিতে নিতে একটা সময় পরিণতি কি হবে ভেবেছেন কি?

প্রথমে শুরু হয় উচ্চস্বরে কথা দিয়ে, তারপর গায়ে হাত তুলে, তারপর আপনি যদি সংসার ছেড়ে বের হওয়ার সাহসটা না দেখান তবে উপহার হিসেবে থাকছে সাদা কাফনে মোড়া মাটির ঘরে চলে যাবার পুরোটা ব্যবস্থা।

মেনে নিন না প্লিজ, কবুল বলে ঘোমটা টানা ওই জীবনটা আপনার জন্য ছিলনা। মানুষ কি বলবে খুব কি যায় আসে তাতে? কি আর বলবে মানুষ,  হয়ত বলবে কেমন মেয়েরে বাবা সংসারটাও করতে পারলো না। নয়ত আরো নোংরা কিছু। আপনার পুড়ে যাওয়া জীবনে এই কথার মূল্য কি এতোটাই বেশি? ভাবুন একবার।

বেঁচে থেকে মরে যাওয়া মানে হয়না। মরে যাবেন না মেনে নিয়ে। বের হয়ে আসুন। আর যদি তা না করতে পারেন তবে এমন মানুষখেকোর ঘরে আপনাকেই মানায়। একটা সময় ঘর আর কবরের তফাৎ আপনার থাকবে না। মনে রাখবেন আপনার এই অবস্থার জন্য আপনার স্বামী নামক ভণ্ড মানুষটার কোন দোষ ছিলনা। দোষটা আপনার। আপনার মেনে নেবার ক্ষমতার।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৬ সকাল ১১:০৮

শায়মা বলেছেন: অনেক বছর পরে হলেও মেয়েরা আজ জেনেছে মেয়েদেরকে এই সব লাজ লজ্জা আর মান সন্মানের দোহাই দিয়ে আর আটকানো যাবেনা তাদেরকে!!!


অনেক হয়েছে, আর না!!!!!

০১ লা জুলাই, ২০১৬ দুপুর ১২:০৯

আনিসা নাসরীন বলেছেন: সব কিছু মেনে নিতে নিতে কবে যে এই মেয়ে গুলা মরে যায় নিজেও জানে না তারা।

২| ০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৪:০৮

আহলান বলেছেন: সংসার সুখের হয় রমণীর গুনে ... আজকাল সেই রমণীদের দেখা মেলা ভার .. শুধু নিজের চিন্তা .. স্বার্থবাদি আচরণ

০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৬

আনিসা নাসরীন বলেছেন: একতরফা গুণে ঘর হয় না।

৩| ০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৩:১০

বিক্ষুব্ধ জনতা বলেছেন: স্পষ্ট ও সাহসী উচ্চারণ,কিন্তু এমনটা করতে পারে কয়জন!!!!!!

০৬ ই জুলাই, ২০১৬ রাত ১:০৬

আনিসা নাসরীন বলেছেন: আপনার চেনা যাদের দেখে মনে হয় ওনারা পারছেন না, ওনাদের সা্হস দেন। ওনাদের পাশে থাকেন, বুঝিয়ে বলুন। ওনারাও পারবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.