![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথা দিলাম তোমায়
অমরাবতী পাহাড়ের চূড়ায়
দেখা দিবে তোমায়
উত্তরসূরী আমার।
যে তোমার নয়
পুরোটাই আমি
সমুদ্র ভালবাসবে
পাহাড় ভালবাসবে
কোন এক সাধারণ মেয়েকেও ভালবাসবে।
কথা দিও তুমি
আমার এই চোখ তার চিনবে না
আমার এই হাসি তার চিনবে না
আমার উত্তরসূরী কে তুমি চিনবে না।
কথা রেখো তুমি।
০৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
আনিসা নাসরীন বলেছেন: কথা যে রাখতেই হবে।
২| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৯:০৯
ডঃ এম এ আলী বলেছেন: খুবই সুখপাঠ্য কবিতা । ধন্যবাদ
০৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
আনিসা নাসরীন বলেছেন: অনেক ধন্যবাদ আপনায়।
৩| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৫৭
বিজন রয় বলেছেন: দারুন হয়েছে কথা রাখার কবিতা।
++++
০৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
আনিসা নাসরীন বলেছেন: অনেক ধন্যবাদ।
৪| ১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০৭
ইফতেখার ভূইয়া বলেছেন: কথা রাখতে গিয়ে .. কথা ভেঙে ফেলার মতো বিড়ম্বনা আর নেই...। পাছে কেউ ভুল বোঝে, তাই কথা দেয়া হয়নি। ঐ যে, বলেছিলাম.. তেত্রিশ বছর কাটলো কেই কথা রাখেনি। অনেক ভালো লাগলো।
১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১৩
আনিসা নাসরীন বলেছেন: যারা কথা দিয়ে কথা ভাঙে তারা আপনার মতোন কেউ ভাবে না। ভাবলে মিথ্যে কথা কেউ দিত না।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৪০
কালনী নদী বলেছেন: বাড়ি মিষ্ঠি কবিতা! কথা রাখার।