![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মার তুই আমাকে
মেরে আনন্দ পাচ্ছিস তো,
মার তবে।
কি করে মারবি
প্রাণে না জানে
মার তুই
যেভাবে চাস।
তোকে সাহায্য করব
শুধু বল কি করে মারবি
প্রাণে না জানে?
জানিয়ে মার
তোর কাজ এগুবো
মেরে যা
ভুল করিস না
আজকেই শেষ দিন
কাজে লাগা।
প্রাণে মার
ভিক্ষা চাইবো না
বাঁচিয়ে রাখিস না
মেরে যা
জয়ী হাসি হেসে যা।
০৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
আনিসা নাসরীন বলেছেন: ভয় তো পাই না ভাই। অনেক ধন্যবাদ।
২| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৯:০৭
ডঃ এম এ আলী বলেছেন: সাবাস এমন সাহসই জাতি এখন চায় ।
এমন সাহস থাকলে পালাবে তারা কোথায় ।
০৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
আনিসা নাসরীন বলেছেন: পালানোর পথ নেই।
৩| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ১০:০১
বিজন রয় বলেছেন: সাহসী কবিতা।
++++
০৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
আনিসা নাসরীন বলেছেন: অনেক ধন্যবাদ।
৪| ০৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৬
নুর পাগলা বলেছেন: কি করে মারবি
প্রাণে না জানে
মার তুই
যেভাবে চাস।
দারুন।
০৯ ই জুলাই, ২০১৬ রাত ১২:০৬
আনিসা নাসরীন বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০১৬ ভোর ৪:৫৪
কালনী নদী বলেছেন: আপনাকে কে মারতে চায় বোন? ভয় পাবেন না। সুন্দর কবিতা লিখেছেন।