![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন আছিস?
ভালো আছিস তো?
ভালো থাকার কথা ছিল
আমি যে নেই তাই।
কেমন কাটছে সব?
ব্যস্ত দিন ঝামেলাহীন
ঝামেলা যে বিদায় নিয়েছে
আমি যে নেই তাই।
রঙচঙ পানি বুঝি
গলায় নামে খুব
বিব্রত যে হাওয়া হয়েছে
আমি যে নেই তাই।
উড়ছিস বুঝি আকাশ ফেলে
অন্য কিছুর আশায়
ভুল ভুলে স্বাধীন হয়ে
আমি যে নেই তাই।
০৯ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৮
আনিসা নাসরীন বলেছেন: ফিরে এসে তবে তাকে জানান দেন
২| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ২:৫৫
md Elias miah বলেছেন: hm
০৯ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৯
আনিসা নাসরীন বলেছেন:
৩| ১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০১
ইফতেখার ভূইয়া বলেছেন: কিছু একটা ভুলে যাওয়ার ভীষণ চেষ্টাই বার বার মনে করিয়ে দেয়.... ব্যাপারটা সেরকমই মনে হলো। ভালো লাগলো।
১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১০
আনিসা নাসরীন বলেছেন: কিছুই ভোলা হয় না। তবু জীবনের তাগিদে সামনে এগুতে হয়।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৬ রাত ২:০৭
নুর পাগলা বলেছেন: থেমে গেছে সব কাব্য চর্চা
আমি যে নেই তাই।