![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলে যাচ্ছ
চলে যাও
রূক্ষতার কোন প্রয়োজন নেই
যাবে তো জানিই
আলাদা কেন হবে
আলাদা হলে তো হেরে যেতে
হেরে যাওয়ার কথা নেই এখানে
জিতে রও।
ছেড়ে গেলে
জানি তো
এমনই তো হবার ছিল
সন্ন্যাসীদের ঘর বলতে কিছু নেই
সুবিধাবাদী সন্ন্যাসীদের তো আরো নেই
হেরে যাওয়ার কথা নেই এখানে
জিতে রও।
১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০৮
আনিসা নাসরীন বলেছেন: এত সুন্দর করে বলার জন্য ধন্যবাদ আপনাকে।পাশেই থাকুন।
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৮
ইফতেখার ভূইয়া বলেছেন: ভালো লিখেছেন। হাত খুলে লিখে যান। নবীনদের কবিতায় সমৃদ্ধ হোক সামুর পাতাগুলো এই প্রত্যাশাই করছি। আগামীতে আরো কবিতা চাই। অনেক অনেক ভালো আর সুস্থ থাকুন।