![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালো আছি
যতোটা থাকা যায়
তার থেকে কিছুটা কম।
আর তুমি?
কতটা?
যতোটা থাকা যায়
তার থেকে নিশ্চয়ই বেশি।
তাই থেকো।
বলেছি তোমায়
হয়তো না
হাসিতে প্রাণ আছে
আলো আছে
আমিও ছিলাম।
সে সব পুরনো কাসুন্দী
পাহাড় সমুদ্রের গল্প
ভুলে যাওয়ারই কথা।
তোমার কথাই থাক
নীল ফিরিয়ে দিলাম
লালেই রয়ে গেলাম।
২৪ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
আনিসা নাসরীন বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
২| ২১ শে জুলাই, ২০১৬ সকাল ৯:০০
হাকিম৩ বলেছেন: ভালো লাগল কবিতা ।
২৪ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
আনিসা নাসরীন বলেছেন: ধন্যবাদ
৩| ২১ শে জুলাই, ২০১৬ সকাল ৯:২৮
খায়রুল আহসান বলেছেন: নীল ফিরিয়ে দিলাম
লালেই রয়ে গেলাম - বেশ বলেছেন।
২৪ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫
আনিসা নাসরীন বলেছেন: ধন্যবাদ। পাশেই থাকুন।
৪| ২১ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৪৪
অরুনি মায়া অনু বলেছেন: নীলে যদি কষ্ট বেশি মেশানো থাকে তবে ফিরিয়ে দেওয়াই উচিত
২৪ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
আনিসা নাসরীন বলেছেন: তা ঠিক
৫| ২১ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:২৪
শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর হয়েছে ।
শুভ ব্লগিং.......
২৪ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
আনিসা নাসরীন বলেছেন: ধন্যবাদ জানবেন আমার
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৬ সকাল ৮:২৬
ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল কবিতাটি ।
বেশ সুখপাঠ্য ।
ধন্যবাদ ।