নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ আমার আপন জগত

আনিসা নাসরীন

এ এক অনন্ত যাত্রা

আনিসা নাসরীন › বিস্তারিত পোস্টঃ

কিছু ছিল কিছু ছিল

২১ শে জুলাই, ২০১৬ রাত ১১:৩৪

মধ্য রাতে ঘুম ভাঙলে
আমায় যখন খুঁজিস
তখনো কি তোর মন বলে না
আমার কাছেই ফিরিস?

কিছু ছিল কিছু ছিল
কিছুর কিছুও ছিল
ঠোঁটের মাঝে ঠোঁটে তোর
অল্প হলেও ছিল।
এখনো কি তোর মন বলে না
আমার কাছেই ফিরিস?

ছেড়ে যখন চলেই গেলি
মুছড়ে দিয়ে সব
চোখের কোণে ভিজে কেন
চিকেচিকে তোর জল।
তাও কি তোর মন বলে না
আমার কাছেই ফিরিস?

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৬ রাত ১১:৪৪

ইন্দ্রনাথ বলেছেন: মন চায় শত কষ্টকে স্বীকার করে মাথা নত হয়ে পড়ে থাক।

খুব সুন্দর কবিতা।

২২ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৩৬

আনিসা নাসরীন বলেছেন: অনেক ধন্যবাদ রইল আপনাকে।

২| ২১ শে জুলাই, ২০১৬ রাত ১১:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন: পড়ে ভালো লাগলো। B-) B-)
+++++++++

২২ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৪০

আনিসা নাসরীন বলেছেন: পাশেই থাকুন।

৩| ২২ শে জুলাই, ২০১৬ রাত ১২:০৫

আয়েশা আহমদ বলেছেন: ভালোলাগা রেখে গেলাম ।

২২ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৪৫

আনিসা নাসরীন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৪| ২২ শে জুলাই, ২০১৬ রাত ১:০৪

অরুনি মায়া অনু বলেছেন: যে চলে যায় বৃথাই তারে ডাকা | ফিরে এলেও আগের মত সেই মাধুর্য থাকেনা

২২ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৪৮

আনিসা নাসরীন বলেছেন: সেটা তো ঠিকই।

৫| ২২ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৩২

সিগনেচার নসিব বলেছেন: হাজারও পাখির মাঝে
সেই পাখিটা হারাবে না
যে একবার পোষ মেনেছে।
কবিতায় +++

২৪ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

আনিসা নাসরীন বলেছেন: তা ঠিক। ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.