![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোদ পোড়া দুপুরে
আজো ভাবি
নিশ্চয়ই রোদ চশমা ওঠেনি চোখে।
কপাল কুঁচকে নিশ্চয়ই আছো
ঠা ঠা রোদ যে,
চোখ টাটাচ্ছে নিশ্চয়ই।
ওই দেখ পানি আসলো
কেন যে করো?
মাঝে মাঝে রোদ চশমা খুলে রাখি
পুড়ুক চোখ
মনের মতোন
শেষ হয়ে যাক
মরে যাক চোখ
গলে যাক কাজল
নষ্ট হোক সব।
রোদ চোখ পোড়ায় না আমার
পানিও আনে না
আনে তোমার না থাকায়।
০৩ রা আগস্ট, ২০১৬ ভোর ৫:৫৫
আনিসা নাসরীন বলেছেন: যেতেই হবে
২| ০৩ রা আগস্ট, ২০১৬ ভোর ৪:২৫
টাইম টিউনার বলেছেন: দাড়ি কমা গুলু টিক করে দেন , পড়তে কষ্ট হচ্ছে । কবিতা ভালো লেগেছে ।
০৩ রা আগস্ট, ২০১৬ ভোর ৫:৫৪
আনিসা নাসরীন বলেছেন: ধন্যবাদ ভুল ধরানোর জন্য আপনাকে।
৩| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১০:০৪
অয়ন নাজমুল বলেছেন: ভালই।
০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১২:৪৩
আনিসা নাসরীন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১:৩৩
শাহরিয়ার কবীর বলেছেন: সমস্ত দুঃখ নিপাত যাক