![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকাল কিছুই আগের মতোন হয়না
অভিমান হয়না
রাগ হয়না
কষ্টও হয়না
খুব সুন্দর করে হাসাও হয়না
তোমাকে ভোলাও হয়না।
অকারণে অভিমান জাগে
ধুম করে চোখ পুড়ে
তোমার মুখ মনে পরে
ক্লান্ত ক্লান্ত ক্লান্ত লাগে।
কিছুই আর আগের মতোন হয়না
হাতের মাঝে হাত রয় না
তোমার মাঝে আকাশ রয় না
কিছুই আর আগের মতোন হয়না।
০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ৯:৪০
আনিসা নাসরীন বলেছেন: চাইলেও অনেক কিছু হয় না।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৫
শেয়াল বলেছেন: না চাইলে কিচচুই হয় না ।