![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পোড় খাওয়া ভেবো না
পোড় খাওয়া নই
ক্ষত বিক্ষত নই
কোথাও কোন দাগ নেই
পোড়ার কোন চিহ্ন নেই
লুকানো কোন অভিমান নেই
ফেলে আসা কান্না নেই
ক্লান্ত পথের পথিক নই
আটকে থাকা আকাশ নই
কান্না ভেজা গান নেই
আমার কোন না মানুষ নেই।
০৫ ই আগস্ট, ২০১৬ রাত ৯:১০
আনিসা নাসরীন বলেছেন: এমন মানুষ আছে নাকি?
২| ০৫ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪২
ডঃ এম এ আলী বলেছেন: কেন
কোন কিছুতে নই আর নেই
এইত সেই এমন মানুষ
এমন মানুষের খুঁজে
বেশী দুরে যাওয়ার
দরকার নেই ।
০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১১:২১
আনিসা নাসরীন বলেছেন: হয়তো তাই।
৩| ০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৪০
ডঃ এম এ আলী বলেছেন: হয়ত না , এটাই সঠিক ।
ঠিক ঠিক দুশ্চিন্তাহীন মানব হৃদয় পাওয়া গেছে
তাতে কোন সন্দেহ নেই।
০৬ ই আগস্ট, ২০১৬ রাত ২:২৫
আনিসা নাসরীন বলেছেন: তাকে আমার অভিনন্দন জানাতে ভুলবেন না।
৪| ১৩ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৫
মেহেদী রবিন বলেছেন: কেন নাই ? থাকা উচিৎ
১৩ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৭
আনিসা নাসরীন বলেছেন: না থাকাই ভালো
৫| ১৩ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৪৪
মেহেদী রবিন বলেছেন: কখনোই না। একটু যদি নাই কাঁদলাম, জীবনের সার্থকতা কি !
১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১:২১
আনিসা নাসরীন বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫৭
ডঃ এম এ আলী বলেছেন: দুনিয়ার সবচেয়ে সূখী মানুষের চিহ্ন এগুলি
দুম্চিন্তাহীন মানব হৃদয় আমার খুবই পছন্দ।