![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তবু বৃষ্টি আসে অসময়ে
একদম অসময়ে
ঘুমন্ত সবকিছু
খুঁচিয়ে খুঁচিয়ে তোলে
ক্লান্ত লাগে।
মনে পরে
করপোরেট কাঁচের ঝমঝমিয়ে শব্দ,
তুমি আটকে আছো।
সদ্য পরিচিতা মাত্র
চার লাইনের লেখায়
চমকে দিয়েছিলাম।
তুমি হেসেছ ভীষণ
মনে পরে কিছু?
সব কিছু খুঁচিয়ে তোলে
বিচ্ছিরি এই বৃষ্টি।
সেই বৃষ্টি আসে তবু
একদম অসময়ে।
১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১:১৪
আনিসা নাসরীন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
২| ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন: কপোর্রেট
করপোরেট হবে নাকি?
১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১:১১
আনিসা নাসরীন বলেছেন: আমি শিওর না। আপনার বলা বানানটাই রাখলাম। অনেক ধন্যবাদ ভুল ধরানোর জন্য।
৩| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৪৪
ভ্রমরের ডানা বলেছেন:
সুন্দর। মিষ্টি কবিতা। আমার সমুদ্র ও জল পড়ে দেখতে পারেন। কিছুটা মিল আছে।
২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৫০
আনিসা নাসরীন বলেছেন: অবশ্যই পড়বো।
আর অনেক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
ইসমাইলহোসেন০০৭ বলেছেন: আপনার লেখা আমার চোখের সামনে ভাসছে। ভাল লাগল ++++++