![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি,হ্যাঁ আমি তোমাকেই বলছি
ঘুরে তাকাও
আড়চোখে কি খুঁজছো
রোজ রোজ
আমাকেই তো,
তাই না?
দুনিয়া খুঁজে বেড়াচ্ছো,
ঘুরে বেড়াচ্ছো
কাকে খুঁজছো?
এই আমাকেই তো!
লুকাচ্ছো লুকাও
পারছো ভালই,
চালিয়ে যাও।
ভুলেও বুঝতে দিওনা
সত্যিই ভালবাসতে।
আফসোস শুধু
গণ্ডী পেরোতে পারলেনা
বলতে পারলেনা।
তুমি,হ্যাঁ আমি তোমাকেই বলছি
ভালবাসি।
১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:০৯
আনিসা নাসরীন বলেছেন: অনেক ধন্যবাদ
২| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১:৪২
শাহরিয়ার কবীর বলেছেন: আপনার বলা উচিৎ ..........
তানা হলে ভুল করবেন।।
শুভ কামনা রইল
১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:১৪
আনিসা নাসরীন বলেছেন: মনে থাকলো।
অনেক ধন্যবাদ আপনাকে।
৩| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ২:০৮
পথে-ঘাটে বলেছেন: ভুলেও বুঝতে দিওনা
সত্যিই ভালবাসতে।
আচ্ছা আমার কি এমন কেউ আছে? যাহোক কবিতা সুন্দর হয়েছে খুব।
১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:২৩
আনিসা নাসরীন বলেছেন: হয়তো আছে আপনারো কেউ।
খুঁজে পেলে অন্ততো বলে দিয়েন।
অনেক ধন্যবাদ আপনাকে।
৪| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ২:৩৭
টাইম টিউনার বলেছেন: ভাল লাগলো
১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:২৪
আনিসা নাসরীন বলেছেন: ধন্যবাদ পাশেই থাকুন।
৫| ১৫ ই আগস্ট, ২০১৬ ভোর ৪:৫৭
দিয়া আলম বলেছেন: অনেক সুন্দর কবিতা আপু, চালিয়ে যাও, অনেক গুলো +++++++++++++++++++
১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:২৫
আনিসা নাসরীন বলেছেন: অনেক ধন্যবাদ আপনার শুভ কামনার জন্য।
পাশেই থাকুন।
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১:৩৯
অরুনি মায়া অনু বলেছেন: সুন্দর লিখেছেন