![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজাকারদের শোকে কিছু মানুষ এত কষ্ট পাচ্ছে তাদের দেখলে আসলেই হাসি পায়। মনে হয় বলি যাবেন নাকি কাশেম মামুর সাথে দেখা করতে। নাহলে এক কাজও করতে পারেন পাকিস্তান চলে যান। টিকিটের টাকা চান্দা তুলে দেওয়ার ব্যবস্থা করার ব্যবস্থা করবো লাগলে। ওটাই আপনার জন্মভূমি। ওখানেই আরামে থাকতে পারবেন। নাহলে কয়দিন পর পর এমন ফাঁসি দেখতে হবে। সহ্য করতে পারবেন না। আপনাদের মনটা তো আবার অনেক নরম। এমন অবিচারক কাজ কেমন করে মেনে নিবেন বলেন। বাংলাদেশটাকে ছাড়েনরে ভাই। ভার কমান। নিজ দেশে ফিরে যান। নাগলে এই শোক সামলানোর ঢেলা আছে।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৫
আনিসা নাসরীন বলেছেন: এদের ভারে নুইয়ে আছে দেশ
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৪
রানার ব্লগ বলেছেন: খারাপ বলেন নি
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৫
আনিসা নাসরীন বলেছেন: তাও তো যায় না
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪১
রায়হান চৌঃ বলেছেন: আমি বলি,
যত ভারতীয় বীজ আর পাকিস্তানী বীজ সবাই আমার দেশ ছাড়ুন। ৭১ থেকে বয়ে বেড়াচ্ছি !! আমার গরিব দেশ এই বীজ এর ভারে নুয়ে পড়েছে। স্বসন্মানে বিদায় হন আমার দেশ থেকে... না হ্য় ঝেটিয়ে বিদায় করবো সব আগাছা।