নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ আমার আপন জগত

আনিসা নাসরীন

এ এক অনন্ত যাত্রা

আনিসা নাসরীন › বিস্তারিত পোস্টঃ

খুব ঘুম দরকার

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৮

অজস্র ফ্রিজিয়াম যোগে একটা ঘুম দরকার,
গভীর ঘুম
জেগে ওঠার কথা নেই।

অনেক বছর ঘুমাইনি
বিশ্রাম দরকার
বড্ড ক্লান্ত
ভাসতে ভাসতে ধুঁকতে ধুঁকতে,
বিশ্বাসের মারপ্যাচে
আটকে থাকতে থাকতে
জং ধরে গেছে,
ক্লান্ত লাগে ভীষণ
খুব ঘুম দরকার।

তোমার শহর বড্ড ব্যস্ত
আমার ঘুম দরকার।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৬

প্রামানিক বলেছেন: অজস্র ফ্রিজিয়াম যোগে একটা ঘুম দরকার,
গভীর ঘুম
জেগে ওঠার কথা নেই।


এ তো অনন্ত নিদ্রা।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৯

আনিসা নাসরীন বলেছেন: অনন্ত সুখের নিদ্রা

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১১

সাহসী সন্তান বলেছেন: কিসের জানি একটা আকর্ষণ অনুভব করছিলাম! ঠিক ধরতে পারছি না, তবে নিজের সাথে এতটা সমন্বয় দেখে মনটা খারাপই হয়ে গেল! :(

কবিতা খুব ভাল হয়েছে! শুভ কামনা আপু!

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৮

আনিসা নাসরীন বলেছেন: জানি এই মিলটা আসলেও কষ্টকর। আমিও চাই না এই মিলটা খুঁজে পাই। তাও কোথাও না কোথাও কেউ না কেউ থাকে এমন।
অনেক ধন্যবাদ আপনাকে।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৭

কানিজ ফাতেমা বলেছেন: // বড্ড ক্লান্ত
ভাসতে ভাসতে ধুঁকতে ধুঁকতে,
বিশ্বাসের মারপ্যাচে
আটকে থাকতে থাকতে
জং ধরে গেছে //
মনে গেথেঁ গেল একেবারে । ভাল থাকুন । অনন্ত সুখেই জেগে থাকুন ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩২

আনিসা নাসরীন বলেছেন: খুব মায়া নিয়ে বললেন। ভীষণ ভালো লাগলো।

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

আমিই মিসির আলী বলেছেন: ঘুম চাই! ঘুম।
কিন্তু কোথায়!
ঘুম পাড়ানির মাসি পিসিরা বড্ড অলস হইয়া গিয়াছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৫

আনিসা নাসরীন বলেছেন: ঘুম পাড়ানি মাসি পিসী পাড়া ছেড়েছে বহুদিন।

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

সুমন কর বলেছেন: ভালো লাগল।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৫

আনিসা নাসরীন বলেছেন: ধন্যবাদ সুমন আপনাকে

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫২

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর কবিতা।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৬

আনিসা নাসরীন বলেছেন: আপনাকে ধন্যবাদ

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৬

অরুনি মায়া অনু বলেছেন: ঘুম সে যে সোনার হরিণ। কোথায় পাবেন বলুন? আমিও যে খুঁজছি।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:২০

আনিসা নাসরীন বলেছেন: তিনি নিখোঁজ। আমাদের জাগিয়ে নিজে ঘুমাচ্ছেন মনে হয়।

৮| ২১ শে নভেম্বর, ২০১৬ রাত ২:৫১

ভ্রমরের ডানা বলেছেন:

বাস্তবিক কবিতায় প্লাস++

২১ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫১

আনিসা নাসরীন বলেছেন: বাস্তবতার হেরে যাওয়া রূপ এটা।

আপনাকে অনেক ধন্যবাদ।

৯| ২১ শে নভেম্বর, ২০১৬ ভোর ৪:০২

সামু পাগলা০০৭ বলেছেন: ঘুম না হবার ব্যাপারটায় রিলেট করতে পারলাম না। কেননা জীবনের কঠিন কোন সময়ে কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়ে ফেলতেই ফেলতেই ঘুম। মনে যতো কষ্টই থাকুক না কেন অনিদ্রা সমস্যায় পরতে হয়নি। আমি মানসিক ক্লান্তিতে আরো বেশি ঘুমাই বরং!!!

ভাসতে ভাসতে ধুঁকতে ধুঁকতে,
বিশ্বাসের মারপ্যাচে
আটকে থাকতে থাকতে
জং ধরে গেছে,
ক্লান্ত লাগে ভীষণ


এ অংশগুলো কেমন যেন মনে এসে বিঁধল আনিসা আপু। আমার মনও অনেক ক্লান্ত হয়ে যায় বাস্তবিক জীবনের বিভিন্ন দ্বন্দে! ঘুমিয়েও কোন শান্তি পায় না!

আপনার কবিতার উল্লেখিত লাইনগুলো বেশ লাগল। ধন্যবাদ।
শুভকামনা নিরন্তন!

২২ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৩

আনিসা নাসরীন বলেছেন: আমার ভীষণ ঘুমের সমস্যা। ইসস আপনার মতোন হলে ভালোই হতো।

বাস্তবিক জীবনের মারপ্যাচে পরে জীবন অস্থির। তাও সব কিছু ভালো হবে এর আশায় থাকা।

অনেক ধন্যবাদ আপনাকে।পাশেই থাকুন।

১০| ২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:০১

ভ্রমরের ডানা বলেছেন:

ঘুম না এলে আমার কবিতা পড়িয়েন। দেখবেন মাথার মদ্ধি কুলকুল করে ঘুম চলে আসছে। আমিও পড়ি, অনুভব করি। একসময় সেই ঘুম চলে আসে!



হা হা হা!

২২ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৫

আনিসা নাসরীন বলেছেন: না আপনার কবিতা পড়লে ঘুম চলে যাবে। তখন মনে হবে আরো একটা পড়ি আরো একটা পড়ি।

এমন করে কেটে যাবে রাত থেকে সকাল। ঘুম আর আসবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.