![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এত অভিমান ভালো নয় আমি জানি। দিনে দিনে তাও অভিমান বাড়ে। অসম্ভব আকারে বাড়ে। মাঝে মাঝে নিজেরই অসহ্য লাগে সব। প্রায়ই ভাবি এত দীর্ঘ কেন এই জীবন। আমি তো এত দীর্ঘ জীবন চাইনি। তোমার হেলার এই সীমাহীন সময় দিয়ে কি হবে। আমার অনেক অভিমান হয়।
মরে যাবার মতোন অভিমান। তুমি দূরে যখন যাচ্ছিলে কেমন যে লাগছিল। মনে হয় বলি এতো সহজ চলে যাওয়া। যাও দেখি সাহস থাকলে। বলতে পারিনি। সব কথা কি আর বলা যায়। না যায় না। চলে যাওয়া মানুষকে কি আর আটকানো যায়। যায় না। আটকাতে হয়ও না। যে থাকার সে থাকে। আমি যেমন আছি।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:২০
আনিসা নাসরীন বলেছেন: তা ভুল বলেননি
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:২৪
নিহত ভবিষ্যৎ বলেছেন: সব কথা কি আর বলা যায়। না যায় না। চলে যাওয়া মানুষকে কি আর আটকানো যায়। যায় না। আটকাতে হয়ও না। যে থাকার সে থাকে। আমি যেমন আছি
লেখায় ভাল লাগা থাকল।বেয়াদপি মাফ করবেন।আর এত অভিমান করে কি হবে বলুন? আপনার অভিমান সে বুঝতে পারলে তো আর আপনাকে ছেড়ে যেত না।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৪
আনিসা নাসরীন বলেছেন: না না ছি ছি বেয়াদবি কেন বলছেন। ভালোই তো বলেছেন।
অনেক ধন্যবাদ আপনাকে।
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:১৩
nilkabba বলেছেন: চলে যাওয়া মানে প্রস্থান নয়
নয় বন্ধন ছিন্ন করা।
তবে কেন মরণ কামনা,,,,,এতো ভালো নয়?
সুন্দর লিখেছেন।।।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৫
আনিসা নাসরীন বলেছেন: চলে যাওয়া মানে কিন্তু শুধুই চলে যাওয়া ফিরা আসা কিংবা থাকা নয়।
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৫
রাজিবুল ইসলাম রাজু বলেছেন: অভিমানের মাত্রাটা একটু বেশিই মনে হচ্ছে।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪১
আনিসা নাসরীন বলেছেন: অভিমান তো অভিমানই
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪৮
মেহেদী রবিন বলেছেন: আপনার প্রত্যেকটি রচনায় আশ্চর্য বিরহ। এত অভিমান জড়ো করতে নেই। অভিমান নিকোতিনের চেয়েও ভয়াবহ