![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি: মাঝে মাঝে কথা হবে,মাঝে মাঝে।
আমি: না, মাঝে মাঝে কথা হবে না,
মাঝে মাঝে কথার মানুষ আমরা ছিলাম না।
মাঝে মাঝে বলার কথা তুমি রেখো
অন্য কারো সাথে,
শুনতে চাওয়ার হিরিক লাগবে দেখো।
জলে না নেমে মাছ ধরার মানুষ অনেক
তাদেরকে বলো,
মাঝে মাঝে তুমি তাদেরকে শুনিও।
এত আধুনিকতা আমি বুঝি না!
০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৪
আনিসা নাসরীন বলেছেন: ভালবাসাতেও আধুনিক সাজ এসেছে। কি আর করার বলেন। এত আধুনিকতা আমিও বুঝিনা।
অনেক ধন্যবাদ আপনাকে।
২| ০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ৭:২২
চাঁদগাজী বলেছেন:
বুম বুম, শক্তিশালী কলি, পন্ডিতের মতো ভাবনা, কবির মতো আবেগ।
০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৫
আনিসা নাসরীন বলেছেন: অনেক ধন্যবাদ রইল। পাশেই থাকুন।
৩| ০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫৭
সুমন কর বলেছেন: ভালো লাগল।
০২ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৩
আনিসা নাসরীন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৪| ১০ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:০৫
খায়রুল আহসান বলেছেন: জলে না নেমে মাছ ধরার মানুষ অনেক
তাদেরকে বলো
মাঝে মাঝে তুমি তাদেরকে শুনিও -- চারিদিকে শুধু জলে না নেমে মাছ ধরার মানুষদেরকেই তো দেখতে পাই!
কবিতায় একটা আক্ষেপ পরিস্ফূট। শুধু মাঝে মাঝে নয়, কথা হোক সবসময়!
১১ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:০২
আনিসা নাসরীন বলেছেন: জলে না নেমে মাছ ধরাটা এখন একটা ফ্যাশন হয়ে গিয়েছে। এমন মানুষের সাথে কথা কখনো না হওয়াই হয়তো ভালো।
অনেক ধন্যবাদ আপনাকে।
৫| ২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর হয়েছে কথন ।
২৫ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০১
আনিসা নাসরীন বলেছেন: আপনাকে ধন্যবাদ সুজন। পাশেই থাকুন।
৬| ০৬ ই নভেম্বর, ২০১৬ ভোর ৫:২৩
পিয়াস মাহমুদ জিসান বলেছেন: মাঝে মাঝে বলার কথা তুমি রেখো
অন্য কারো সাথে
শুনতে চাওয়ার হিরিক লাগবে দেখো
জলে না নেমে মাছ ধরার মানুষ অনেক
তাদেরকে বলো
মাঝে মাঝে তুমি তাদেরকে শুনিও।
এত আধুনিকতা আমি বুঝি না
সবাক চিত্র , লেখক/লেখিকা অন্তত ধন্যবাদ টুকু দিবেন না, ডাল ভাত হলেও চলবে।
০৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:২৭
আনিসা নাসরীন বলেছেন: কাকে ধন্যবাদ দিবো?
৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:২০
পিয়াস মাহমুদ জিসান বলেছেন: ধন্যবাদ শব্দটাকে প্রচণ্ড রকমের ঘৃণা করি।
২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৫
আনিসা নাসরীন বলেছেন: আর কি ঘৃণা করেন লিস্ট পাঠিয়ে দিয়েন
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১৬ রাত ৩:২৫
ডঃ এম এ আলী বলেছেন: মাঝে মাঝে বলার কথা তুমি রেখো
অন্য কারো সাথে
শুনতে চাওয়ার হিরিক লাগবে দেখো
জলে না নেমে মাছ ধরার মানুষ অনেক
তাদেরকে বলো
মাঝে মাঝে তুমি তাদেরকে শুনিও।
এত আধুনিকতা আমি বুঝি না!
আসলেই এত আধুনিকতা আমি বুঝি না,
সহজ সরল করে বললে তবে তার কিছু বুঝি
কিস্তু কে বুঝায় সে রকম ভাবে
সবাইতো বলে যায় আধুনিকতার সাচে ।
ধন্যবাদ ভাল লাগল কবিতা ।